[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
নারায়ণগঞ্জর সদর উপজেলার ফতুল্লায় হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামী মাদক সম্রাট লিপু ওরফে বোমা লিপু (৩৫)বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে দাপা ইদ্রাকপুর এলাকার ওরিয়ন গ্রুপের বালুর মাঠে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হন। বোমা লিপুর বিরুদ্ধে মোট ১৩ মামলা রয়েছে। নিহত বোমা লিপু দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনীর মৃত সামছুল হকের ছেলে। এসময় ডিবির ইন্সপেক্টর এনামুল হক, এসআই কামরুল হাসান সহ ৪ ডিবি পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।