করোনাভাইরাস (কোভিড-১৯) লকডাউনে নারায়ানগঞ্জ জেলায় বেড়েছে ছিনতাই, ডাকাতি ও খুন। দিনে দুপুরে প্রধান সড়কে ছিনতাইয়ের কবলে পড়ছেন সাধারণ মানুষ, ইজিবাইক চালক ও ব্যাটারি চালিত রিকশাচালকরা।
পুলিশ বলছে,করোনা মহামারির মধ্যে মানুষ কর্মহীন হয়ে পড়ায় বেড়েছে অপরাধ। হত্যাকান্ডের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে কেউ কেউ। বিশেষ করে দেনা-পাওনা পরিশোধ নিয়ে অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। বেকারত্ব ও মাদকসেবীদের কারণে বিভিন্ন জায়গায় বেড়ে চলছে ছিনতাই,ডাকাতি ও খুনের মত ঘটনা। আর লকডাউনের কারণে বিভিন্ন সড়ক ফাঁকা থাকায় বেড়েছে এই ছিনতাই,ডাকাতি ও খুনের প্রবণতা। তবে আসছে ঈদ ও সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে টহল।
অপরাধ বিজ্ঞানীরা বলছেন,মহামারির কারণে দেড় বছরে দেশের চাকরির বাজার সংকুচিত হয়েছে। বন্ধ হয়েছে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে। লকডাউন হলেই বেকারদের তালিকায় যোগ হয় পরিবহন শ্রমিক, দোকান শ্রমিক ও দিনমজুর। যারা দিনমজুরের কাজ করতেন, তারা মহামারিতে বেশি দুর্ভোগে পড়েছেন। তাদেরই অনেকে জড়িয়ে পড়ছেন অনৈতিক কাজে। এই অবস্থা চলতে থাকলে অপরাধের সংখ্যা বেড়ে যেতে পারে দ্বিগুণ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাসায় গৃহবন্দি হয়ে পড়েছে যুবকরা। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা হারিয়েছে প্রাইভেট টিউশন। এতে বেড়েছে হতাশা,দারিদ্র্যতা,বেকারত্ব। অনেকেই জড়িয়ে পড়েছে মাদক সেবনে। মাদকের টাকা যোগাড় করতে জড়িয়ে যাচ্ছে কিশোরগ্যাং, ছিনতাই,ডাকাতি, খুন সহ একাধিক অপরাধের সাথে। এর মধ্যে জেলায় বেড়েছে ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা ছিনতাই,ডাকাতি ও চালক খুন। বিভিন্ন থানায় বেড়েছে ছিনতাই,ডাকাতি ও খুনের মামলা। যার বেশিরভাগ আসামী তরুন ও বেকার যুবকরা করছে অভাব ও মাদকের টাকার যোগাড়ের জন্য।
তারা আরো বলছে,শহরে বাসের হেলপার ও কনডাক্টরররা সাধারণত দিনে ৫০০-৬০০ টাকা বেতনে কাজ করেন। চালকরা এক হাজার টাকার মতো পান। দূরপাল্লার বাসের চালক ও সুপারভাইজরদের বেতন কিছুটা বেশি হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় চরম বেতর জীবন যাপন করছে তারা। তবে বেশকিছু ছিনতাইয়ের সঙ্গে এসব শ্রমিকদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এমনকি প্রাইভেটকার, অটোরিকশা ও পিকআপ নিয়ে দলবেঁধেও ছিনতাই করতেও বের হচ্ছে তারা।
এ নিয়ে পুলিশও উদ্বিগ্ন। পুলিশের এক কর্মকর্তা বললেন, ‘শহরে কর্মহীন মানুষ বেশি হলে অপরাধ বাড়বেই। বেকাররাই এসব অপরাধমূলক কাজে জড়ায় বেশি।’
পরিসংখ্যান ব্যুরোর ২০১৭ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, বাংলাদেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠী ৬ কোটি ৩৫ লাখ। এর মধ্যে ২৭ লাখ বেকার। প্রতিবছর দশ লাখ বেকার এমনিতেই বাড়ছে। সেই হিসাবে দেশে বর্তমানে ৪৭ লাখ বেকার। সপ্তাহে একদিন কাজ করে এমন শ্রমিকদেরও কর্মজীবী গণনা করা হয়েছে পরিসংখ্যান ব্যুরোর হিসাবে। এর সঙ্গে লকডাউনের কারণে বেকার ৫০ লাখ পরিবহন শ্রমিক যোগ করলে সংখ্যাটা প্রায় এক কোটিতে দাঁড়ায়। এর বাইরে আংশিক বেকার আছে প্রায় ৬৬ লাখ। এরা টিউশনি, রাইড শেয়ারিং বা বিভিন্ন দোকানে খন্ডকালীন বিক্রয়কর্মীর কাজ করেন। লকডাউনে তারাও পুরোপুরি বেকার হয়ে পড়েছেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংকটে বিশ্বে প্রতি ছয়জনের একজন বেকার হয়েছেন। বাংলাদেশে কাজ হারিয়েছে প্রতি চারজনে একজন।
এই বিশাল জনগোষ্ঠী কর্মহীন থাকার প্রভাব নারায়ানগঞ্জ সহ গোটা দেশের অপরাধচিত্রেই পড়তে চলেছে। তবে অপরাধ বেড়েছে শহরে। নারায়ানগঞ্জ জেলায় প্রতিদিনই হচ্ছে একাধিক মামলা শুধু মাত্র ইজিবাইক,ব্যাটারি চালিক রিকশা ও প্রাইভেট কার ছিনতাই,ডাকাতির। এর মধ্যে অনেক জায়গায় ছিনতাইকারীদের বাঁধা দিতে গিয়ে হারাচ্ছে অনেক প্রান চালকরা। বর্তমান নারায়ানগঞ্জ জেলায় অহরহ এই ঘটনা ঘটেই চলছে। তবে অন্যদিকে কমেছে বিভিন্ন অপরাধ।