ফরিদ আহমদ শিকদার( হবিগঞ্জ প্রতিনিধি ):- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের করগাঁও ও সাকোয়া গ্রামবাসীর মধ্যে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ঘন্টাব্যাপি সংঘর্ষ উভয় পক্ষের শিশুসহ অর্ধ শতাধিক লোক আহত হয়। এসময় বাড়ীঘর ভাংচুর করা হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ১২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের ইনচার্জ ডালিম আহমেদ এর নেতৃত্বে পুলিশ নিয়ে ২ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জানাযায়, গ্রামের বেনু মিয়ার পুত্র সমির ও করগাঁও গ্রামের নুরুল মিয়ার পুত্র টুটুল গউস মিয়ার ফিসারীর পাশে একটি খালে মাছ ধরাকে কেন্দ্র দুই বাচ্চার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর সাকোয়া গ্রামের লোকজনের কাছে পৌছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাকোয়া গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে করগাঁও গ্রামবাসীর উপর হামলা করে। হামলার খবর করগাঁও গ্রামবাসী মজসিদের মাইকে ঘোষনা দিলে পাল্টা হামলা চালায়। ঘন্টাব্যাপি এই সংঘর্ষে শিশু বাচ্চাসহ দুই গ্রামের প্রায় অর্ধশধাতিকলোক আহত হয়।