ফরিদ আহমদ শিকদার ( হবিগঞ্জ প্রতিনিধি ):- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল চুর চক্রটি প্রতিদিন হাতিয়ে নিচ্ছে দামী মোবাইল সেট।প্রতিনিয়ত ঘটছে চোরির ঘটনাটি।
সোমবার (২ আগস্ট) সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রায় তিনজনের মোবাইল চুরি হয়। এই নিয়ে ব্যবসায়ীরা সহ বিপাকে আছেন বাজারে আসা ক্রেতারা।অবশেষে এক চোরকে হাতেনাতে সক্ষম হন ব্যবসায়ীরা,জানা যায় বাজারের এক ব্যবসায়ীর ফোন চুরি করে পালানোর সময় তারা করলে অন্য ব্যবসায়ীদের সহযোগীতায় এই চোর চক্রের সদস্যকে ধরাশায়ী করা হয়।সে তার বাড়ি উপজেলার ইনাতগঞ্জ ইউপির দিঘীরপাড় বলে জানায়,তার না শুভ। পরে তার অভিভাবকরা মুচলেকা দিয়ে নিয়ে যায়।