নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়া এলাকার গৃহবধু শিউলী আক্তার (৪৫) এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ আলী বাহিনীর হামলা ও প্রাণনাশের হুমকিতে ভয়ে পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় আতংকের মধ্যে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের প্রার্থনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে আবেদন করেছেন বলে জানা গেছে।
গৃহবধু শিউলী আক্তার তার অভিযোগে উল্লেখ করেন,আমি শিউলী আক্তার,স্বামী-মোঃ নিজাম,সাং-শিমুলপাড়া,থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জ,এই মর্মে আবেদন করিতেছি যে, আমি পরিবার পরিজন নিয়ে এলাকায় শান্তিপুর্ণভাবে বসবাস করিয়া আসা অবস্থায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদী ১। মোঃ আলী (৪০),পিতা- মৃত সেরাজুল ইসলাম ভালু সাং- শিমুলপাড়া রেল লাইন মুড়ি ফ্যাক্টরী সংলগ্ন,থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জ গং এর বাহিনী হত্যার উদ্দেশ্যে আমাকে ও আমার ছেলে ও স্বামী সহ আত্মীয় স্বজনের উপর সশস্ত্র হামলা করে হুরুতর কাটা রক্তাক্ত জখম ও হুমকির কারনে সন্ত্রাসীদের ভয়ে এলাকায় বসবাস করতে পারছি না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ও আদালতে মামলা করার পরও সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় মামলার মুল আসামী সন্ত্রাসী মোঃ আলী ও তার অপর ৪ ভাই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। সন্ত্রাসীরা জামিনে বের হয়ে শিউলী আক্তার ও ছেলে ইমন(১৮) ও স্বামী নিজাম (৫৫) কে প্রাণ নাশের হুমতি দিচ্ছে।
শিউলী আক্তার আরো জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী মোঃ আলী বাহিনী বহিরাগত সন্ত্রাসী নিয়ে ধারালো অস্ত্র শস্ত্র,চাপাতি,রামদা,সুইচ গিয়ার চাকু,লোহার রড,লাঠিসোটা নিয়ে বেআইনী জনতাবদ্ধ হয়ে গত ১৫/০২/২০২১ইং দিবাগত রাত অনুমান সাড়ে ১২টায় বসত বাড়িতে অতর্কিত হামলা করে বাড়ি-ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এ সময় শিউলী আক্তার,তার ছেলে ইমন (১৮) ও স্বামী নিজাম (৫৫) ঘর থেকে বের হয়ে আসলে,সস্ত্রাসী মোঃ আলী (৪০) তার হাতে থাকা ধারলো সুইচ গিয়ার চাকু দিয়ে শিউলীর স্বামী নিজামের বুকের বাম পাশে গাই মেরে ছিদ্রযুক্ত রক্তাক্ত জখম করে।
মামলার এজাহারভুক্ত ২,৬ ও ৭নং বিবাদী তাদের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে শিউলীর ছেলে নিরীহ ইমন(১৮)কে হত্যার উদ্দেশ্যে বুকের ডান পাশে বুকের মাঝখানে কুপ মেরে মারাত্তক কাটা রক্তাক্ত জখম করে এবং ৮নং বিবাদী সন্ত্রাসী সজিব (২৮) তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে কুপিয়ে শিউলী আক্তারের বুকের বাম পাশে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে,এ সময় ১২নং বিবাদী সন্ত্রাসী সফিকুল ইসলাম ওরফে চ্যাও (২৭) শিউলীর গলায় থাকা ৮(আট)আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে চেলের বন্ধু ইমন(২০) এগিয়ে আসলে সন্ত্রাসীরা একজোট হয়ে তাকেও কুপাইয়া গলায় বাম পাজরে এবং বাম হাত সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্তক কাটা রক্তাক্ত জখম করে।এরপর শিউলী তার স্বামী এবং ছেলে ও ছেলের বন্ধু নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করতে গেলে উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিউলীকে তার ছেলে ইমন ও ছেলের বন্ধু ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। এ ঘটনায় শিউলীর স্বামী নিজাম বাদী হয়ে গত ১৭/০২/২০২১ইং,তারিখ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-২৩,তাং১৭/০২/২১ইং,ধারা ১৪৩/৪৪০/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পি,সি রুজু করা হয়।
মামলার বিবাদীরা হচ্ছে ১। মোঃ আলী (৪০),২।মোঃ নূর আলম (২৫),৩। মোঃ সুলতান মিয়া (৩২), ৪।মোঃ দেলোয়ার হোসেন (৩৪),৫। খোকনী আক্তার (২৪),সর্ব পিতা-মৃত সেরাজুল ইসলাম ভালু,সাং-সুমিলপাড়া রেললাইন মুড়ি ফ্যাক্টরী সংলগ্ন,৬।মোঃ সোহেল মিয়া (৩৮),পিতা- নূর হোসেন,৭। ইসমাইল হোসেন (৪০),পিতা-মৃত আবুল কাশেম,৮। মোঃ সজীব (২৮),সর্ব-থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জ গন সহ মোট ১৬ জনকে এজাহারভুক্ত আসামী এবং আরো অজ্ঞাতনামা ১০/১২ জন আসামী করে মামলা রুজু করা হয়। এরই মধ্যে বাদী পক্ষকে অবগত না করে গত ১৩/০৭/২০২১ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানা হতে বিজ্ঞ আদালতে প্রেরিত অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত মুল আসামী ১। মোঃ আলী(৪০),২।মোঃ নূর আলম(২৫),৩।মোঃ সুলতান মিয়া(৩২),৪।মোঃ দেলোয়ার হোসেন(৩৪), ৬। মোঃ সোহেল মিয়া(৩৮), ৮।মোঃ সজীব (২৮) কে বাদ দিয়ে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করায় বাদী পক্ষ হতাশা ব্যাক্ত করেছেন। মামলার মুল আসামীরা জামিনে বের হয়ে এসে শিউলী আক্তার ও তার পরিবারের লোকজনকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি দিতেছে। বর্তমানে শিউলী আক্তার তার স্বামী ও নিরীহ সন্তান ইমনকে নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান।এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের প্রার্থনা করে গত ২৬/০৯/২১ইং তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে আবেদন আবেদন করা হয়েছে।