নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বরুনা গ্রামে নৌকার ক্যাম্প ভাংচুর করেছে আন্ডা রফিকের ছোটভাই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান বাহিনী।
রবিবার দিবাগত সোমবার(১ নভেম্বর) রাত ১২ টা হতে ভোর ৫টা এই সময়ের মধ্যে সন্ত্রাসীরা নৌকা প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ রয়েছে।
স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ও জাহেদ আলীর সমর্থক আলতাফ হোসেন মেম্বার সহ কর্মীরা জানান,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রংধনু গ্রুপের এমডি রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান এর সন্ত্রাসী বাহিনী রাত ১২ টা হতে ভোর ৫টা পর্যন্ত সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলা হয়।শুধু তাই নয় বরুনার একমাইলের মধ্যে নৌকার যত পোষ্টার লাগানো ছিল তা খুলে ফেলা হয়।
ক্যাম্প ভাংচুরের ঘটনাস্থল পুলিশ ও রেব পরিদর্শন করেছে।
জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুরের ঘটনায় জাহেদ আলীর সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এতে করে দুই পক্ষের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তাই আগে থেকে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী গণমাধ্যম কর্মীদের বলেন,আন্ডা রফিকের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মিজানুর রহমান মিজান ও তার সন্ত্রাসী বাহিনী বরুনায় আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। পোষ্টার ছিড়ে ফেলে, রশি দিয়ে টাঙানো পোষ্টার খুলে ফেলে।নাওরা এলাকায় নির্বাচনী ক্যাম্প খুলতে ও পোাষ্টার লাগাতে দিচ্ছে না। দলীয় নেতাকর্মী ও সমর্থনকারীদের নানান ভাবে ভয়ভীতি, হুমকি ধামকি প্রধান করছে। নাওরা,বরুনা ও আশপাশের এলাকায় নৌকার পক্ষে কোন ধরনের প্রচার প্রচারণা করতে দিচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন জাহেদ আলী।