নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান বলেছেন আমি বিশ্বাস করি জালকুড়িবাসী পূনরায় আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে, কারন জালকুড়িবাসী আমাকে অনেক ভালোবাসে। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াডে কড়াত প্রতিকে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন আমি ১০ বছর যাবৎ ৯নং ওর্য়াডের কাউন্সিল হিসেবে দায়ীত্ব পালন করছি। এই ১০ বছরে আমি এই ওর্য়াডের অনেক উন্নয়ন কাজ করেছি। ওর্য়াডবাসীকে সঠিক সেবে সেবা প্রদান করেছি। আমার যে অসমাপ্ত কাজ গুলো আছে পূনরায় নির্বাচিত হলে সেই কাজ গুলো শেষ করার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ও সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ¦ রহিমউদ্দিন, আলহাজ¦ হানিফ প্রধান, সিরাজুল ইসলাম সিরাজ, আফজাল হোসেন, নুর হোসেন, সোহরাব শিকদার, গোলাম কিবরিয়া, সানোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আজাহার উদ্দিন, সালাউদ্দিন, রবিন, মাসুম, রাজু আহাম্মেদ, আরিফ, মামুন. হয়দার আলী, শাওন, জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ, মুসা শিকদার, আমজাদ হোসেন, ইমরান হোসাইন প্রধান, আজিম ও রনি প্রমূখ।