আদালতকে অবমাননা করে কালিবাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নতুন কমিটিকে শপথ গ্রহন করিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আদালতকে অবমাননার দায় নিতে অস্বীকার করেন নির্বাচন কমিশন ও নবনির্বাচিত কমিটি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কালিবাজার আড়াইটায় সংগঠনের কার্যালয়ে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় শপথ পাঠ করান কালিবাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে নির্বাচন কমিশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করা প্রশান্ত কর্মকার ও নির্বাচন কমিশন হরিপদ কর্মকার ও ভূবন কর্মকার নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
নির্বাচন কমিশন নির্বাচনে অনিয়ম ও কারচুপি সহ একাধিক অভিযোগ এনে নির্বাচনে সাধারন পদপ্রার্থী তারক চন্দ্র মন্ডল নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি মোকাদ্দমা দায়ের করেন।যার নাম্বার ০২/২০২২। এই মোকাদ্দমার প্রেক্ষিতে আদালত থেকে নবনির্বাচিত কমিটির ৯জনকে একটি সমণ জারি করে। গত ফেব্রুয়ারির ১০ তারিখ কালিবাজার স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট ছিলো ১০৬৪ জন কিন্তু ভোট কাস্টিং দেখায় ১০০৯ জন।অন্যদিকে সাধারন সম্পাদক পদে ভোটের ভোট সংখ্যা দেখায় ১০১১ এবং ডিএসবির রিপোর্ট মতে ভোট কাস্টিং হয়েছে ১০১২।তাই পুনরায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত আবেদন করেন সাধারন সম্পাদক পদ প্রার্থী তারক চন্দ্র মন্ডল।পুনরায় ভোট গণনা না হওয়ায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তিনি এবং আদালতের দারস্থ হোন।তারক চন্দ্র মন্ডল বাদী হয়ে দেঃকাঃবিধির ৩৯ আদেশের ১ ও ২ র“লের বিধানমতে বিবাদীদের বির“দ্ধে কর্মকান্ড জন্য একটি অস্থায়ী ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করে। কিন্তু আদালতে মোকাদ্দমা চলাকালে আইনকে অবমাননা করে নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারীরা নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করায়। অন্যদিকে আদালতের অবমাননার দায় নিতে অস্বীকার করে নবনির্বাচিত কমিটি ও নির্বাচন কমিশন।নবনির্বাচিত কমিটি দোষারোপ করছে নির্বাচন কমিশন শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে কিন্তু নির্বাচন কমিশনও বলছে নবনির্বাচিত কমিটি তাদের অনুরোধ করায় তারা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে শপথ অনুষ্ঠান করিয়েছে। কেউই আদালত অবমাননার দায় নিতে অস্বীকার করছে।
আদালতের অবমাননা করেননি এবং নির্বাচন কমিশন তাদের শপথবাক্য অনুষ্ঠান করিয়েছে বলে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সাংবাদিকদের জানায়,নির্বাচন কমিশন আজকের অনুষ্ঠান করে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। আদালতকে অবমাননা আমরা করি নাই।এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশন নিবে।এর দায়ভার আমরা নিবো না। জেলা প্রশাসকের কাছে তারক চন্দ্র মন্ডল একটি দরখাস্ত আবেদন করেছে আমরা ডিসি অফিসে গিয়েছিলাম কিন্তু ডিসি স্যারকে পাই নাই।আদালত থেকে আমাদের জবাব চেয়েছে আমরা তা রিসিভ করেছি।
আদালত অবমাননা করে কিভাবে নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করায় নির্বাচন কমিশনরা এই বিষয়ে জানতে নির্বাচন কমিশনে চেয়ারম্যান প্রশান্ত কর্মকারের মুঠোফোন(০১৭১২-৬৯৬৪**) যোগাযোগ করলে তিনি বলেন,আমরা শ্রম অধিদপ্তরের কমিশনারের অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান করেছি।আমরা দুই তিনদিন আগে তার সাথে যোগাযোগ করেছি তারপর আমাদের বলেছে তাদের কোন শপথ বাক্য পাঠ করাতে হবে না তারা এমনেই ক্ষমতা পায়। আর নবনির্বাচিত কমিটি আমাদেরকে অনুরোধ করছে তাই আমরা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে তাদের শপথবাক্য পাঠ করিয়েছি।
আদালতকে কোন অবমাননা করা হয়নি এবং তারা নিজেরা ইচ্ছেকৃতভাবে নবনির্বাচিত কমিটিকে শপথাবাক্য পাঠ করায়নি বলে তিনি উল্লেখ করে বলেন,আমাদের অনুরোধ করা হয়েছে বিধায় আমরা তাদের শপথবাক্য পাঠ করিয়েছি। আর আদালতকে অবমাননা করা হয়নি। কারন যে আদালতে মামলা করার কথা তারা সে আদালতে মামলা হয়নি বরং অন্য আদালতে মামলা হয়েছে।এখনো মামলা হয়নি সমণজারি করা হয়েছে এবং জবাব চেয়েছে আদালত থেকে ৯জনের বিরুদ্ধে। জবাব না দিলে তারপর মামলা হবে।আর এটা কোন মামলা না।যে মামলা করেছে সে কি বুঝে আর আইনজীবি বা কি বুঝে মামলা করলো আর ম্যাজিস্ট্রেট কি বুঝে সমণজারি করে। আর আমরা গঠনতন্ত্র অনুযায়ী কোন শপথবাক্য পাঠ করাতে হয় না।