উজ্জীবিত বাংলাদেশ:- এ সমাজে এখন চলছে ভেজালের বাণিজ্য’। চলছে ভেজালের প্রতিযোগিতা।ভেজাল এখন চতুর্দিকে ফলে তাকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব-সংঘাত-হানাহানি-নৈরাজ্য। এক্ষেত্রে পরিস্থিতি যে কতোটা বিপদজনক হয়ে উঠেছে তার প্রত্যক্ষ নির্দশন হলো একের পর এক ঘটতে থাকা গুম-খুন-হত্যা-অপহরণ-ধর্ষণের ঘটনা। এসব প্রতিটি ঘটনা শুধু বর্বর ও লোমহর্ষকই নয়, তার বিভৎসতা ক্রমাগত সব কল্পনাকে ছাড়িয়ে যাচ্ছে।
কুতুবপুরবাসী এহেন পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে পারে না। অথচ ‘সবকিছুই ঠিক-ঠাক আছে’ ক্ষমতাসীনরা ক্রমাগতভাবে বলে চলেছে। আর যারা বলেন সবকিছু ঠিক-ঠাক আছে তাদের হয়তবা জানা নেই নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিপরীত আরেকটি ভেজালের নাম ছিলো সাহারা বেগম কবরী। আর সেই কবরী পন্থী কিছু ভেজাল কুতুবপুরে রয়েছে। তাদের মধ্যে অন্যতম আরেকটি ভেজালের নাম হচ্ছে আব্দুল খালেক মুন্সী। সেই খালেক মুন্সী কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি দলের নাম ব্যবহার করে কুতুবপুরে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে বিশাল অবৈধ অর্থের নেশায় মগ্ন হয়ে পরেছে।
যেমন মুন্সীবাগ, দৌলতপুর, আদর্শ নগর, নিচিন্তপুরসহ সংখ্যক এলাকায় তার ভাড়াটিয়া ক্যাডার বাহিনী অত্যাচারের ভয়ে অনেকেই মুখ খোলতে রাজী হয় না। খালেকের রয়েছে ৪০-৫০ জন বহিরাগত ক্যাডার, সকলের ব্যবহারের জন্য রয়েছে একেকটি দামী মোটরসাইকেল, থাকার জন্য রয়েছে ফ্রি ফ্ল্যাট, মাদক সেবনের জন্য বিশ্বত স্পর্টসহ নানা অপকর্মের সর্গরাজ্য। সমাজে ‘ভেজালকরণের’ এরূপ সর্বগ্রাসী প্রাদুর্ভাব একদিকে যেমন দেশের সার্বিক রুগ্নতা, বিকারগ্রস্ততা, অপরাধ প্রবণতা ও নৈরাজ্যের জন্মদাতা– তেমনই তা হলো সমাজের মধ্যে ঘটতে থাকা গভীর ও সামগ্রিক পচন প্রক্রিয়ার অভিপ্রকাশ বা লক্ষণ। এগুলো মোটেও বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া এক-একটি আলাদা-আলাদা ঘটনা নয়। এর প্রতিটিই একই যোগসূত্রে গাঁথা।
এগুলো সবই হলো দেশের রুগ্ন হয়ে পড়া অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার ফলাফল মাত্র। আব্দুল খালেক মুন্সীর ভেজালের’ রাজত্ব থেকে পরিত্রাণের জন্য তাই এখন ‘দিন বদল’ করাটাই একমাত্র পথ। সেজন্য ঘটাতে হবে মুক্তিযুদ্ধের ধারায় ‘ভেজাল মুক্ত’ নতুন শক্তির অভ্যূদয়! এ কাজে যতো বিলম্ব হবে, দেশের সর্বনাশ ততোই বাড়তে থাকবে। কুতুবপুরের এই ভেজাল নামধারী নেতা খালেকের ক্যাডারদের নাম ও তার অপকর্মের আরো রয়েছে অজানা তথ্য…….