উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পূর্ব শাহী মহল্লা ক্যানেল পাড় এলাকার আব্দুল খালেকের ছেলে শরীফুল ইসলাম নামে এক সিমেন্ট ব্যবসায়ীর উপর হামলা চালিয়াছে আওয়ামী লীগের নামধারী নেতা আলাউদ্দিন হাওলাদার ও তার ক্যাডার বাহিনী। শনিবার (১৮’ই জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে শাহীবাজার ঈদগা মাঠ সংলগ্ন এই ঘটনাটি ঘটেছে।
এলাকার সিমেন্ট ব্যবসাকে কেন্দ্র করে শরিফুল ইসলাকে আলাউদ্দিন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হতে হয়েছে বিগত দিনেও। ফতুল্লা মডেল থানায় শরিফুল ইসলামের স্ত্রী বাদী হয়ে গত (১৯’শে জুলাই ২০১৭ ইং) আলাউদ্দিনের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলো অভিযোগ সুত্রে জানা যায়, কাসেম পাটোয়ারীর ছেলে মোঃ রুবেল(২৮), আমজাদ প্রধানের ছেলে রুহুল আমিন প্রধান(৪২), রমিজ উদ্দিনের ছেলে নূর আলম@ রিক্সা নূর আলম(৩৮), সানাউল্লাহ (৩৪), পিতা- অজ্ঞাত, চানঁ মিয়ার ছেলে মোঃ সানি @ কিলার সানি(৩০), রুহুল প্রধানের ছেলে আকাশ(২২), সর্ব সাং- পূর্ব শাহীমহল্লা ক্যানেল পাড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ, গন সহ আরো অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমার স্বামী পূর্ব শাহীমল্লা ক্যানেল পাড় এলাকায় সিমেন্টর ব্যবসা করিয়া আসিতেছে। কিন্তু বিবাদীরা শুত্রুতা বশতঃ আমার স্বামীর ব্যবসা ক্ষতি সাধনের লক্ষে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করাসহ আমার স্বামীকে প্রাণে মারিয়া ফেলার হুমকি প্রদান করিয়া আসিতেছিল। গত (১৯’শে জুলাই ২০১৭ ইং) সন্ধ্যা আনুমান ৬ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীরা সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ সন্ত্রাসী প্রকৃতির লোক আমার উপরোক্ত ঠিকানার বাসায় আসিয়া আমার স্বামীকে ঘর হইতে জোরপূর্বক টানা হেছড়া করিয়া বাসার সামনে রাস্তায় নিয়া লাঠি-সোঠা, লোহার রড ও ধারালো চাপাতী দিয়া এলোপাথারী মারপিট করিতে থাকে। আমার স্বামীর ডাক-চিৎকারে আমিসহ আশপাশের লোকজন আগাইয়া গেলে ২নং বিবাদীর হুকুমে ১ ও ৬ নং বিবাদী হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতী দিয়া আমার স্বামীর মাথা সহ ডান কাঁধে ও বাম হাতে এলোপাতারী ভাবে কোপাইয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। এবং ২,৩ ও ৪ নং বিবাদী একই উদ্দেশ্যে লোহার পাইপ দিয়া আমার স্বামীর মাথা সহ শরীলের বিভিন্ন স্থানে স্বজোরে বারি মারিয়া নীলা-ফুলা জখমসহ ডান পায়ের গোড়ালিতে হাড় ভাঙ্গা মারাত্মক জখম করে। আমাদের ডাক-চিৎকারে ঘটনাস্থলে আরো বেশি লোকজন জড়ো হইলে বিবাদীরা আমার স্বামীকে সহ আমাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়া চলে যায়। পরবর্তীতে আমার স্বামীকে গুরুতর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ করিতে বিলম্ব হইলো। এই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম। এখানেই শেষ নয় তারপর পুর্নরায় শরিফুল ইসলামের উপর হামলা চালানো হয়। গত- (১৬’ই সেক্টেম্বর ২০১৭ ইং) সে সময় শরিফুল ইসলাম নিজে বাদী হয়ে আরেকটি অভিযোগ দায়ের করেছিলেন আওয়ামী লীগের নামধারী নেতা আলাউদ্দিন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে তাতেও কোনো সমাধান পাননি সিমেন্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম। এখন আবার নতুন করে হামলার শিকার হয়ে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।