চুরির অপবাদ দিয়ে ব্যাটারী চালিত ইজিবাইক চালক ইকবাল হোসেন(৩৪) নামক এক যুবককে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করে ইজিবাইক রেখে দেয়ার অভিযোগ উঠেছে মাসদাইর কবরস্থান এলাকার চাল ব্যবসায়ী আঃ লতিফের বিরুদ্ধে।
স্বজনরা আহত ইজিবাইক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকা। এ ঘটনায় আহত চালক ইকবাল হোসেন বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাযায়, গত সোমবার ইকবাল হোসেনের ব্যাটারি চালিত ইজিবাইকটি অজ্ঞাত এক ব্যাক্তি রির্জাভের কথা বলে মাসদাইর কবরস্থান এলাকার আঃলতিফের চাউলের দোকান থেকে দুই দফায় ৩২ বস্তা চাউল অন্যত্রে নিয়ে যায়। কিছু মালামাল অন্যত্র নিয়ে যাওয়া হবে বলে পরেরদিন রির্জাভের কথা বলে আবারও অজ্ঞাত ব্যাক্তি ইকবালকে মাসদাইর কবরস্থান এলাকায় ফোন করে নিয়ে যায়। এসময় বাকীতে মালামাল নিতে না পেরে অজ্ঞাত ব্যাক্তি ইকবালকে রেখে পালিয়ে যায়।
এসময় দোকানের মালিক আঃ লতিফ ইজিবাইক চালককে আটক করে নির্যাতন করে ইজিবাইক রেখে দেয় এবং ৩২ বস্তা চাউলের দাম দিয়ে ইজিবাইক দেয়া হবে এমন মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।