সফাকুল ইসলাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের শাহীবাজার আমতলা এলাকার স্থায়ী বাসিন্দা সিরাজ সিকদারের ছেলে শ্যামল, শ্যামলের সৎ ছেলে রফিকুল ইসলাম ইমনের স্ত্রী জাকিয়া ইসলাম মুন্নির সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে শ্যামল তার ছেলের বউকে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গত ১১ মে আনুমানিক সকাল ১০ ঘটিকার সময়। এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় রফিকুল ইসলাম ইমন বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
এই বিষয়ে রফিকুল ইসলাম ইমন সাংবাদিকদের বলেন আমি প্রেম করে বিয়ে করেছি ৫ বছর আগে আমাদের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমার স্ত্রীর সাথে আমার কোন রকম ঝগড়া বা মনমালিন্য ছিল না তবে কিছুদিন ধরে তাকে উদাসীন মনে হত। আমার সৎ বাবা আমার স্ত্রীকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে ফুঁসলিয়ে এই জঘন্যতম কাজ করেছে। আমার স্ত্রী বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাহার পরিহিত ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নগদ ৫০ হাজার টাকা ও একটি Redmi note 9 মোবাইল ফোন যার মুল্য ২০ হাজার টাকা,ও আমার সন্তান ইহানা ইসলাম ইশান (৩) কে সঙ্গে নিয়ে গেছে।
এই বিষয়ে রফিকুল ইসলাম ইমনের মা রাবিয়া আক্তার বীথি তার স্বামী শ্যামল সহ চারজন কে আসামি করে আদালতে মামলা ও ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ ও দায়ের করেছেন।
রাবিয়া আক্তার বীথি বলেন আমার স্বামী যাওয়ার সময় দোকানের সমস্ত মালামাল বিক্রি করে গাড়ি ও মোবাইল সহ প্রায় নয় লক্ষ টাকা নিয়ে গেছে। আমি তার সন্ধান চাই। যে ব্যক্তি তার সন্ধান দিতে পারবে আমি তাহাকে পুরস্কৃত করবো। আর এই বিষয়ে আমার শশুর, শাশুড়ি, বাসুর, খালু শশুর, তারা সবাই জানে কিন্তু তারা আমাকে কোন রকম সহযোগিতা করছে না আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব শ্যামল কে খুঁজে আইনের আওতায় আনা হোক।
তিনি আরও বলেন আমার ছেলে রফিকুল ইসলাম ইমনের শশুর শাশুড়ি তাঁরা ও সব জানে কিন্তু তারা ও আমাকে কোন রকম সহযোগিতা করছে না বরং নাটকীয় ভাবে ফতুল্লা মডেল থানায় মেয়েকে খুঁজে পেতে একটি অভিযোগ দায়ের করেছেন।
একেই বিষয়ে ফতুল্লা মডেল থানায় তিন তিনটি অভিযোগ এবং আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে এমনকি আদালত থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে পুলিশের কাছে কিন্তু এ বিষয়ে পুলিশের কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রাবিয়া আক্তার বীথি।
এই বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আরিফ পাঠানের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি বাঁদিকে থানায় ডেকেছিলাম তারা বলেছেন সামাজিকভাবে নাকি তাদেরকে দুই দিনের সময় দেওয়া হয়েছে দুই দিনের মধ্যে নাকি মেয়েকে বের করে নিয়ে আসবে বলে তাদের ধারণা।