নারায়ণগঞ্জের সদর উপজেলায় ফতুল্লার পিলকুনী থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধর করেছে ফতুল্লা পুলিশ।
সোমবার(১৩ জুন) সকালে ফতুল্লার পিলকুনী পাঁচ তলা সামনের রাস্তা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে।
এলাকা বাসির সূত্রে জানা যায় ,গত দু তিন ধরে সে এই এলাকায় ঘোরাফেরা করছিলো। সোমবার সকাল ছয়টার দিকেও সে পিলকুনী পাঁচতলাস্থ দোকান থেকে বিস্কুট ক্রয় করে পানি খেয়ে চলে যায়। ধারনা করাঃ হচ্ছে ভোর সকাল ছয়টার পর যে কোন সময় তার মৃত্যু হয়েছ। নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোস্তফা কামাল খান জানান,মৃত ব্যক্তির পরনে রয়েছে সাদা পায়জামা ও সাদা পাঞ্জাবী। তার বয়স আনুমানিক ৭৫। ধারনা করা হচ্ছে লোকটি সম্রান্ত পরিবারের এবং মানসীক ভারসাম্যহীন।





















