জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ,দোয়া,আলোচনা সভা ও তবারক বিতরনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ১৮ আগষ্ট বাদ আসর ফতুল্লা রেলষ্টেশন সংলগ্ন কলাবাগান এলাকায় যুবলীগ নেতা শেখ মোঃ ইউসুফের উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফতুল্লা থানা যুবলীগ নেতা শেখ মোঃ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান শাহীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা রিপন খন্দকার,জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মো.খোরশেদ আলম,যুবলীগ নেতা তমালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মীর সোহেল আলী বলেন,বর্তমান সমাজে মাদকের প্রবনতা প্রচুর বেড়ে গেছে। তা রোধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। আমি রাজনীতি করি আমার পাশেও কোন মাদক বিক্রেতা থাকতে পারে তাই তাকেও বলবো মাদক বিক্রি ছেড়ে দাও ভাল হয়ে জীবন যাপন করো। তিনি বলেন,যে ঘরে একজন ব্যক্তি মাদক বিক্রি করে সে ঘরটি যেন শয়তানের আখড়ায় রুপান্তরিত হয়ে যায়। তাই বলছি যদি মাদক ব্যবসা ছেড়ে আমার কাছে আসো তাহলে তোমাদেরকে ভাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবো। তিনি আরও বলেন,শামীম ওসমান জিন্দাবাদ কিংবা সোহেল ভাই জিন্দাবাদ বলে লাভ নেই। জিন্দাবাদ যদি বলতেই হয় তাহলে বলো “বাবা-মা” জিন্দাবাদ। কারন তারাই তোমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন। তাই বলবো বাবা-মায়ের প্রতি সুনজর রাখো এবং তাদের প্রতি দ্বায়িত্বের কোন অবহেলা করবনা।
প্রধান আলোচক ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান শাহীন বলেন,আমি সাংসদ শামীম ওসমান ও মীর সোহেল আলীর আদর্শের রাজনীতি করি। যেই রাজনীতি শুধু সাধারন মানুষের কল্যানের রাজনীতি। তারেক জিয়াকে উদ্দেশ্য শাহীন বলেন,লন্ডনে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করে লাভ নেই। যদি সাহস থাকে তাহলে বাংলার মাটিতে এসে রাজনীতি করেন। তাহলে বুঝবো আপনি বাপকা বেটা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনার সেই সাহস নেই যে আপনি বাংলার জমিনে পা রাখবেন।
শাহীন আরও বলেন,বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে সেই কুচক্রি মহল এখনও ওৎ পেতে রয়েছে। আমি সেই সকল কুচক্রিদেরকে বলতে চাই ৭৫’র বাংলাদেশ এখন আর নেই। রবগুনায় ছাত্রলীগের উপর পুলিশের হামলার বিষয়ে তিনি বলেন,রবগুনার বাসীর দুঃভাগ্য যে ওদের ওখানে শামীম ওসমানের মত নেতা নেই। যে নেতা সাধারন মানুষের পাশাপাশি নেতাকর্মীদের প্রতিও যথেষ্ট নজর রাখেন। তাদের সুখ-দুখের সাথে ভাগাভাগি করে যান।
পরে মিলাদ ও দোয়া শেষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।