নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের ভোট পেতে দৌড়-ঝাঁপ শুরু করছেন। ইতোমধ্যে নিজ নিজ সমর্থন আদায়ের জন্য প্রার্থীরা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করছেন।
এই নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে শুরু করে জেলার সর্বত্র বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। তবে জেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১নং ওয়ার্ডের সদস্য পদে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা থেকে নির্বাচিত হচ্ছেন কে? আগামী ১৭ অক্টোবর তা দেখার অপেক্ষায় নারায়ণগঞ্জবাসী।
এই ওয়ার্ড থেকে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য ঘুড়ি প্রতীকে মুজিবুর রহমান, বন্দরের আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য টিউবওয়েল প্রতীকে মোঃ আলাউদ্দিন ও হাতি প্রতীকে সায়েম রেজা লড়ছেন।
এই চার প্রার্থীর মধ্যে মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আলাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অনুগামী বলে জানা গেছে। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মুজিবুর রহমান এমপি শামীম ওসমানের ঘনিষ্টজন।
ভোটার ও বিভিন্ন নেতাকর্মীদের মতে মোঃ আলাউদ্দিনের জয়ের পাল্লা অনেকটা ভারী কারণ ইতিমধ্যে যে গুঞ্জন উঠেছে তাতে আলাউদ্দিন যদি ২০টি ভোট ক্রয় করে ফেলেন তাহলে তার পাল্লায় অনেকটা ভোটার বেশি বলে ধারনা করা যায়। আর তাছাড়া আলাউদ্দিন সাবেক জেলা পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতা হবার পাশাপাশি একজন ব্যবসায়ীও বটে সেক্ষত্রে ভোট ক্রয় করা তার কাছে মামুলি ব্যাপার। অন্যদিকে সাবেক জেলা পরিষদের আরেক সদস্য ঘুড়ি প্রতীকে মুজিবুর রহমান কোন অংশে কম না। নির্বাচনে নিজের বিজয়ের লক্ষে সর্বোচ্চ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শামীম ওসমানপন্থী হওয়ার যেকোন সময় তার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারেন বলে অনেকেই মনে করছেন। শামীম ওসমানের কারিশমায় জেতে যেতে পারেন মুজিবুর রহমানও। এদিকে ঝিমিয়ে নিজের নির্বাচনী প্রচারণা জানান দিচ্ছে জেলা পরিষদের আরেক সাবেক সদস্য বৈদ্যুতিক পাখা প্রতীকের মোঃ জাহাঙ্গীর আলম। তবে ১৭ তারিখ কার দিকে ভাগ্যের চাকা ঘুরবে তা নির্বাচনের দিন ভোটারদের ভোটেই বুঝা যাবে বলে মনে করছেন ভোটাররা।
এদিকে এক জরিপে দেখা গেছে যে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের এলাকাংশ নিয়ে গঠিত। এই ওয়ার্ডে মোট ৩৭ টি (২৭ জন পুরুষ কাউন্সিলর, ৯ জন নারী কাউন্সিলর ও মেয়র) জন ভোটার আছে। ৩৭ জন ভোটদের মধ্যে হাতি প্রতীকে ০% ভোট সায়েম রেজা, বৈদ্যুতিক পাখা প্রতীকে ১০% ভোট মোঃ জাহাঙ্গীর আলম, ঘুড়ি প্রতীকে ৩০% ভোট মুজিবুর রহমান ও টিউবওয়েল প্রতীকে ৬০% ভোট মোঃ আলাউদ্দিনের পাবার সম্ভাবনা রয়েছে।