সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঢাকা বিভাগীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের যোগদান।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে মূল মিছিলে নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে অংশ নেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে কেন্দ্রীয় বিএনপি।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহজালাল কালু, শেখ মোহাম্মদ অপু, ওসমান গনি, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, জামাল প্রধান, ইব্রাহিম, সিফাতুর রহমান রাজু, ইব্রাহিম, কাউসার, মারুফ, রুবেল, সেলিম ও আরাফাত প্রমূখ।