- উজ্জীবিত বাংলাদেশ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা দক্ষিণ নয়ামাটি এলাকার মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারী রানী বেগমের খপ্পরের শিকার ১৪ মাসের শিশু সন্তানের মা মিতু আক্তার(২৩)। শুক্রবার (১’লা ফেব্রুয়ারী) রাতে মিতু আক্তারের স্বামী সোহেল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আদম ব্যবসায়ী রানী বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দক্ষিণ নয়ামাটি কবরস্থান এলাকার আদম ব্যবসায়ী মিলন মিয়ার স্ত্রী রানী বেগম সহজ সরল মহিলাদের টাকা কামানোর প্রলোভন দেখাইয়া বিদেশে পাঠায়।মিতু আক্তার কে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন ভাবে ফুসলাইয়া ১’লা ফেব্রুয়ারী সকাল ৬ টার সময় আদম ব্যবসায়ী রানী বেগম সোহেলের স্ত্রী মিতু কে বাসা থেকে নিয়া যায়। সোহেল স্ত্রীকে না পাইয়া রানী বেগমের কাছে স্ত্রী সন্ধান জানতে চাহিলে স্ত্রীর সন্ধান না দিয়া দূর্ব্যবহার করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়।
এ ব্যপারে সোহেল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া থানায় অভিযোগ দায়ের করি। এলাবাসী সুত্রে জানা যায় রানী বেগমসহ পরিবারে অনেকেই মাদক ব্যবসা, দেহ ব্যবসা ও মানব পাচার করে বিশাল অর্থের প্রাচীন করে তোলেছে এলাকাতে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন কুতুবপুরে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল জানান, ঘটনার বিষয়ে সঠিক তদন্ত করে যদি অপরাধী হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।