নারায়ণগঞ্জের ৪ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন রির্টার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ তালিকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি মনোনীত প্রার্থীদের বাইরেও স্বতন্ত্র হিসেবে অনেকে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
প্রার্থীদের অধিকাংশরাই সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে
নারায়ণগঞ্জ-৪ আসনে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগেরদিন মাত্র তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তারা হলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি আসনটি ছেড়ে দিলেও স্বতন্ত্র হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়াও এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বাসদের সেলিম মাহমুদ, সিপিবি প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন মুফতি ইসমাইল কাউসার, গণঅধিকার পরিষদের মো. আরিফ ভূইয়া, খেলাফত মজলিস আনোয়ার হোসেন ও ইলিয়াস আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মো. সুলাইমান দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী ফাতেমা মনির, বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. সেলিম আহমেদ, জাতীয় পার্টি মো. ছালাউদ্দিন খোকা মনোনয়ন জমা দিয়েছেন।





















