বিগত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ধানের শীষের বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আগ্রহী হলেও কয়েকটি কারণে তা থেমে আছে বলে জানা গেছে। বিগত বছরের ৩০ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন মোট ৭ জন।
এর মধ্যে বিএনপি দলীয় বিজয়ী ৬ জন ও বিএনপির নতুন মিত্র গণফোরাম থেকে একজন বিজয়ী হয়েছেন। তার মধ্যে গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী মৌলভীবাজার-২ আসনে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর গত ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
কিন্তু এরপর যে কজন নির্বাচিত হয়েছেন তারা ফ্রন্টের শীর্ষনেতাদের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানাতে থাকেন। বিশেষ করে সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির হোসেন খান।
সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য তাদের পীড়াপীড়ির কারণে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নেন। ফলাফল প্রত্যাখ্যান সত্ত্বেও যদি সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত হয় তাহলে ফ্রন্টের সবাই শপথ নেবেন। এ জন্য প্রয়োজনে আরও সময় নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।
এর সঙ্গে যোগ হয়, কারাবন্দি বিএনপি প্রধান খালেদা জিয়ার জেলমুক্তির বিষয়টি। ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের সিদ্ধান্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ফ্রন্টের নির্বাচিত সদস্যদের শপথের বিষয় নিয়ে সরকারের সঙ্গে সমঝোতার সুযোগ কাজে লাগানো যেতে পারে।
ফ্রন্টের স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে তাকে বলা হয়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি উত্থাপন করে আপনারা দলীয় সিদ্ধান্ত নিন। আপনাদের (বিএনপি) সিদ্ধান্ত ইতিবাচক হলে ফ্রন্টের সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নেবে।
জাতীয় ঐক্যফ্রন্টের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক জাগরণকে বলেন, সরকারের ভোট ডাকাতি ও কারচুপির কারণে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করলেও পরবর্তিতে ফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে বিভিন্ন কারণে শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তই আসে।
ওই নেতা জানান, স্টিয়ারিং কমিটির বৈঠকে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলা হয়, বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি উত্থাপন করে আপনারা সিদ্ধান্ত নিন। আপনাদের সিদ্ধান্ত ইতিবাচক হলে ফ্রন্টের কোনো আপত্তি থাকবে না।
তিনি জানান, বিএনপি মহাসচিব বিষয়টিতে সময় চান। তিনি তাদের দলীয় বৈঠকে এ বিষয়টি উত্থাপন করবেন বলে জানান। কিন্তু যেহেতু ওই বিতর্কিত ও একতরফা নির্বাচনে তিনিও (মির্জা ফখরুল) বগুড়া থেকে নির্বাচিত হয়ে এসেছেন, তাই তিনি বিষয়টি নিয়ে তাদের দলীয় ফোরামে কথা বলতে দ্বিধায় পড়ে যান। কারণ এ বিষয়টিতে বিএনপির নীতিনির্ধারকরা কোনোভাবেই সায় দেবেন না বলে তিনি মনে করছেন।
আর তিনি যেহেতু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সে কারণে তার আগ্রহকে বিএনপির সিনিয়র নেতারা সন্দেহের চোখে দেখবেন বলে তিনি মনে করছেন। সেজন্য নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির কোনো বৈঠকেই শপথ নেয়ার বিষয়ে কোনো আলোচনা উত্থাপিত হয়নি। তাই হয়নি কোনো সিদ্ধান্তও। যদিও বিএনপি দলীয় নির্বাচিত অন্য সদস্যরাও শপথ নেয়ার পক্ষে। এ ব্যাপারে প্রকাশ্যে কোনো কথা না বললেও তাদের সিদ্ধান্ত ইতিবাচকই বটে।
জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতা বলেন, এখনও বলা যায় না। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আন্তরিক। তিনি এদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। তাই সংসদে যোগদানের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে যদি এ নেত্রীর কারামুক্তি মেলে সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে আপনারা এ বিষয়ে ফ্রন্টের ইতিবাচক সিদ্ধান্তও দেখতে পারেন।