নারায়ণগঞ্জ সদর উপজেলার আলোচিত সন্ত্রাসী লিটনের গার্লফ্রেন্ড নাসিমা (২২) নামের এক তরুণীকে একটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়ণের দক্ষিণ মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাসিমা ওই এলাকার আবুল কাশেমের মেয়ে।
অভিযানে নেতৃত্ব দেয়া ফতুল্লা মডেল থানার এসআই কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই দক্ষিণ মাহমুদপুর এলাকার আবুল কাশেমের বাড়িতে গার্লফ্রেন্ডের সাথে অবস্থান করছে আলোচিত ২৪ লাখ টাকার ছিনতাইকারী লিটন। তাকে আটকে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে তার রেখে যাওয়া আমেরিকান তৈরি (৩২ বোরের রিভলপিন) পিস্তল ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভূইঘর এলাকায় গুলি করে ২৪ লাখ টাকার ছিনতাইয়ের মামলার এজাহারভূক্ত আসামী লিটন। এছাড়াও তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। লিটন পূর্ব ভূইঘর এলাকার নবিউল্লাহর ছেলে।
এ ঘটনায় আটক প্রেমিকা নাসিমা বেগমসহ পলাতক প্রেমিক লিটন শেখকে আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।
মামলার তদন্তভার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে।মিজানুর রহমান জানান, অস্ত্র ও গুলিসহ আটক আসামী নাসিমা বেগমকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী লিটন শেখকে আটকের চেষ্টা চলছে।