কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব জালাল আহম্মেদ তালুকদার আর নেই (ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে তিনি না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৪ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃতুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজবাদ কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এতিনখানা গোরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন তার বড় ছেলে নিজাম তালুকদারের বাস ভবনে ইন্তেকাল করেন। ১৯৮২ সালে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার ও চাকামাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীন নেতা ছিলেন। এছাড়া তিনি ছিলেন সাবেক কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারের ছোট ভাই।
এদিকে তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।