নিজেস্ব প্রতিবেদক উজ্জীবিত বাংলাদেশ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ জুন) দিবাগত রাত ১ টার সময় ফতুল্লা থানাধীন পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মৃত হাফিজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম ও একি এলাকার মৃত হযরত আলীর ছেলে আসাদ’কে খোরশেদের বাড়ী থেকে মাদকসহ গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রাসেল শেখ। খোরশেদ এবং আসাদের নামে ফতুল্লা থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাইসহ কয়েক ডজন মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।
তারপরেও এসআই রাসেল শেখ তাদের গ্রেফতার করে নিয়ে যায় ভূইগড় এলাকায় সেখানে গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকের পর ওই মাদক ব্যবসায়ীকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেন এসআই রাসেল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১ টায় খোরশেদ ও আসাদকে পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী খোরশেদ ও আসাদকে ইয়াবা বিক্রিরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এ সময় ঘড়ের এক কোণে এরপর পুলিশ কর্মকর্তা এসআই রাসেল শেখ খোরশেদ ও আসাদের কাছ থেকে একশ’ পিস ইয়াবা জব্দ করেন।
ঘটনাস্থলে উপস্থিত নামপ্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, খোরশেদ ও আসাদ আটকের পর জনসম্মুখে দিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তিনি একশ’ পিস ইয়াবা আছে বলে উল্লেখ করেন এবং তাদের পরিবারের কাছে ১ লাখ টাকা দাবী করেন তিনি। এদিকে রাত সাড়ে ৪ টার পর থেকে তাদের ভূইগড় থেকে ছাড়িয়ে নেয়ার তৎপরতা শুরু হয়। বিষয়টি নিয়ে ভোর ৫ টা পর্যন্ত কয়েক দফা বৈঠক হয়। এরপর খোরশেদকে ১০ হাজার টাকা ও আসাদকে ৮ হাজার রফাদফা হলে তাদের ছেড়ে দেয়া হয় বলে এলাকার কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল শেখ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরা ও ছাড়ার বিষয়টি কিছুই জানেন না বলে ফোন কল কেটে দেন।
(এ বিষয়ে অত্র প্রতিবেদকের কাছে ভয়েস রেকর্ড সংরক্ষীত আছে)