নূরুল ইসলাম নুরু:- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পি পি এম (বার) বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে উগ্রবাদের কোন স্থান নেই। আমাদের এই শান্তির ধর্মের বিরুদ্ধে উগ্র মনোভাব নিয়ে যারা সমাজে বিশৃংখলা সৃস্টি করতে চায়, এ সব উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। এর জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ওলামায়ে কেরামরগন হচ্ছেন সমাজের জ্ঞানী এবং সন্মানিত ব্যক্তি। এই ওলামায়ে কেরামগনই পারেন বিভিন্ন মসজিদ এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজের মানুষের মাঝে সচেতনতা সৃস্টি করতে। পুলিশ সুপার বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় মাসদাইরস্থ পুলিশ লাইনস্ মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন গনের অংশ গ্রহনে উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনারে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডিশনাল এস পি(আর আই) সূভাষ, অতিরিক্ত পুলিশ সুপার (’ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ইন্সপেক্টর (আর আই) মোঃ নিজাম উদ্দিন সহ জেলার অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ । সেমিনারে অংশ গ্রহনকারী ইমাম ও মুয়াজ্জিনগণ বিভিন্ন সমস্যার কথা সহ দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। জেলা পুলিশ সুপার মনোযোগের সহিত তাদের বক্তব্য শুনেন এবং এ ব্যাপারে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় নারায়ণগঞ্জস্থ ডি আই টি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আউয়াল সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ওলামায়ে কেরাম সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।