কাউন্সিল নামে পকেট কমিটি! হয়েছে বন্দর,হচ্ছে সদর,প্রস্তুতি নিচ্ছে ফতুল্লা !

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন কথাকেই কর্নপাত করতে রাজি নয় স্থানীয় নেতৃবৃন্দ। যে তৃনমুল নেতাকর্মী দলের জন্য নিবেদিত প্রান সেটা ঘুনাক্ষরেও মানতে নারাজ থানা ও জেলা কমিটির নেতারা। তারা নতুন নেতৃত্বে বাধা হয়ে দাড়িয়েছে এমনটাই দাবী তৃনমুলের।

 

দেশব্যাপী বিভিন্ন জেলার থানা কমিটিগুলোতে চলছে কাউন্সিল। আর সে কাউন্সিলকে ঘিরে চলতে মনমতো ব্যক্তিদেরকে দিয়ে নতুন কমিটি গঠন। যারা দীর্ঘদিন যাবত দলের সভাপতি-সাধারন সম্পাদকের দ্বায়িত্বে রয়েছেন তাদেরকেই নকুন করে দ্বায়িত্ব দিচ্ছেন সিনিয়র নেতারা আর এতে করে ক্ষোভের সৃষ্টি হচ্ছে তৃনমুল মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবত মাঠে মিছিল-মিটিং করা পোড় খাওয়া নেতাদের মাঝে। নারায়ণগঞ্জে সদর,বন্দর ও ফতুল্লা থানা কমিটিতে এখনও পুরাতনদের রাজত্ব চলছে এবং ভবিষ্যতেও তাদেরকেই নেতৃত্ব দিচ্ছে আর নতুনরা হচ্ছে অবহেলিত।

 

বন্দর থানা কমিটিঃ

 

ইতিমধ্যে বন্দর থানা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ রশিদকে আবারো সভাপতি করা হয়েছে। যিনি একাধারে কয়েক বছর এ পদে আসীন ছিলেন। সাধারন সম্পাদক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মো.কাজিমউদ্দিন। যিনি মহানগর শ্রমিকলীগের সভাপতি হিসেবে দ্বায়িত্বে ছিলেন। কাউন্সিলের কয়েক দিন পুর্বে সেই পদ থেকে পদত্যাগ করে লুফে নেন সম্পাদকের পদটি। অথচ দীর্ঘদিন যাবত বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন আবেদ হোসেন। কিন্তু হঠাৎ ঘুর্নিঝড় বুলবুলের মত আঘাত হেনে সাধারন সম্পাদকের পদটি পেয়ে যান কাজিমউদ্দিন। অবহেলিত হলের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো.আবেদ হোসেন। তবে বন্দরের আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের দাবী এখানে যোগ্যতাকে প্রাধান্য দেয়া হয়নি দেয়া হয়েছে আস্থাভাজন ও অর্থকে।

সদর থানা আওয়ামীলীগঃ

 

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের কাউন্সিল ।

 

সভাপতি পদে সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান শিকদার,গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ, গোগনগর ইউনিয়ন নিয়ে সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা,সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন।

 

সাধারণ সম্পাদক পদে প্রার্থী সদর থানা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান।

 

তবে তৃনমূলের শংকা নামে কাউন্সিল হলেও পকেট কমিটি ঘোষনা দেয়ার সম্ভাবনা শতভাগ। এতে তৃনমুল তাদের পছন্দসই নেতা নির্বাচন করতে আগের মতোই বঞ্চিত হবে। তবে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে সভাপতি হিসেবে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ ও সাধারন সম্পাদক হিসেবে সদর থানা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুনই থাকবেন। ৩ তারিখে যে কাউন্সিল অনুষ্ঠিত হবে তা শুধুমাত্র আইওয়াস। তারপরও ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সদর থানা আওয়ামী লীগের নতুন কান্ডারীর জন্য।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগঃ

 

জেলার মধ্যে সবচেয়ে আলোচিত কাউন্সিল হচ্ছে ফতুল্লা থানা কমিটি নিয়ে। প্রায় ১৫ বছর আগে কাউন্সিলের মাধ্যমে এম.সাইফুল্লাহ বাদলকে সভাপতি ও এম.শওকত আলীকে সাধারন সম্পাদক মনোনীত করেই কমিটি ঘোষনা হয়েছিলো। দীর্ঘ ১৫ বছর পরে কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়ে ছিলো তা ক্রমেই নিস্তেজ হয়ে পড়েছে। কাউন্সিলে একাধিক নেতা সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী থাকলেও “বড়বাবু” অন্য কোন প্রার্থী হিসেবে কাউকে দেখছেন না বর্তমান দুই প্রার্থী ছাড়া। এদিকে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম.সাইফুল্লাহ বাদল অসুস্থ নেতা হিসেবে সর্বজন পরিচিত। সে নিজে একা চলাফেরা করতে পারেনা। তাকে চলাচল করতে হলে দু’পাশে দু’জন সাহায্যকারী প্রয়োজন হয়। আবার সভাপতি হিসেবে সাধারন নেতাকর্মীদের বিশেষ প্রয়োজনে তার দেখাও পায়না দুপুরের আগে। অথ্যাৎ অসুস্থতাজনিত কারনে তাকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্রাম নিতে হয়। অনেক নেতাকর্মীর দাবী গুরুতর অসুস্থ সাইফুল্লাহ বাদল নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বিশ্রামে যাওয়া উচিত আর যদি নিজে না চান তাহলে দলের নীতিনির্ধারকদের উচিত তাকে বিশ্রামে যাওয়ার জন্য পরামর্শ দেয়ার। তাহলে হয়তবা তৃনমুল থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব দেয়ার সম্ভবনা থাকবে। যদি প্রবীন নেতারা নবীনদের নেতৃত্বদানে সুযোগ তৈরী না করেন তাহলে ধীরে ধীরে রাজনীতির ধারা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়ার মত অবস্থা সৃষ্টি হতে পারে। ফতুল্লা থানা আওয়ামীলীগে কাউন্সিল নয়, হতে পারে পকেট কমিটি এমনটাই ভাবছেন তৃনমুল নেতৃবৃন্দ। আর ৭ তারিখের কাউন্সিল হতে পারে লোক দেখানো মাত্র ? ইতিমধ্যে কাশিপুরে আওয়ামীলীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপির নেতাদেরকে ভাইটাল পদে আসীন,ফতুল্লা ইউনিয়ন,এনায়েতনগর ইউনিয়নেও একই অবস্থা নেয়া উক্ত ইউনিয়নগুলোতে ওয়ার্ড কমিটি গঠন আপাতত বন্ধ রাখা হয়েছে। পুরো থানা এলাকা আওয়ামীলীগের তৃনমুল নেতাদের দাবী যে কারন উক্ত ওয়ার্ডগুলোতে কমিটি গঠন বন্ধ রাখা হয়েছে আগামী ৭ ডিসেম্বরের পরে সেই বিএনপি বা অনুপ্রবেশকারী নেতাদের সমন্ময়েই কমিটিগুলো গঠন করা হবে। কারন হিসেবে অনেকেই বলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন রদবদল হচ্ছেনা। বাদল/শওকতই থাকছেন ৭ ডিসেম্বরের কাউন্সিলের মাধ্যমে। আর যে সমস্ত ওয়ার্ডগুলোর কমিটি গঠন স্থগিত রাখা হয়েছে সেই কমিটিগুলো তাদের দু’জনের স্বাক্ষরেই অনুমোদন দেয়া হবে। কারন অনুপ্রবেশকারীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েই আওয়ামীলীগের ত্যাগী নেতাদের বাদ তাদেরকে দিয়ে গঠন করা হয়েছে।

 

গত কয়েকদিন যাবত কাশিপুর ইউনিয়নে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’টি পক্ষ সৃষ্টি হয়েছে। কাগজে-কলমে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সভাপতি দুলাল হোসেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করে তা ঘোষনা দিয়েছেন। পক্ষান্তরে সাইফুল্লাহ বাদলের স্বঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি সোনারডিম হিসেবে সুপরিচিত আইউব আলী স্বাক্ষরিত ৯টি ওয়ার্ডেও কমিটি ঘোষনা দিয়েছেন। যা নিয়ে চলছে উত্তেজনা।

 

কাউন্সিল নামে পকেট কমিটি এ সর্ম্পকে নবগঠিত বন্দর উপজেলার আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ বলেন, তিনি সাধারন সম্পাদক পদে আবেদ অংশ নিবে এটাতো আমার জানা ছিলোনা। তাছাড়া তিনিতো সিটি কর্পোরেশনের আওতায় পড়েছে তিনি কিভাবে অংশ নেন। এখানে শুধুমাত্র এমএ সালামের নাম উঠে এসেছিলো তিনি তা প্রত্যাহার করে নেন।

 

সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মো.আবেদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে তিনি বাড়িতে মেহমান আসছে বলে ব্যস্ততা দেখিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

 

সদর থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ বলেন,এটা কিছু লোকের বানানো কথা। সভাপতি পদে অনেকেই রয়েছেন। কেউ কেউ এটা নিয়ে মিথ্যা বলছেন,আসলে ৫ তারিখই চুড়ান্ত প্রার্থী কে হবেন তা জানা যাবে কাউন্সিলের মাধ্যমে।

 

সদর থানা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক প্রার্থী ও বর্তমান সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন,সকল প্রার্থীদের সাথে আলাপ-আলোচনা চলছে। এক-অপরকে বসাতে জোড় চেষ্টা চালাচ্ছে যদি কেউ না বসতে চায় তাহলে ৫ তারিখে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি এম.সাইফুল্লাহ বাদল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী ও বর্তমান সাধারন সম্পাদক এম.শওকত আলী বলেন,আমি একটু ব্যস্ত আছি আপনি আধাঘন্টা পরে ফোন দেন।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» মহান মে দিবস উপলক্ষে শার্শায় শ্রমিক ইউনিয়নের দিনব্যাপী কর্মসূচী

» ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী কে দেশে হস্তান্তর

» বেনাপোলে বাস চাপায় শ্রমিক নিহত

» ফতুল্লায় তীব্র তাপদাহে প্রশান্তির লক্ষ্যে যুবলীগের উদ্যোগে শরবত বিতরণ ও বৃক্ষরোপণ

» ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করল যুবদল নেতা মাসুম

» কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করলো যুবদলের সভাপতি মাসুম

» ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা ৪৭০ কেজি চিংড়ি জব্দ

» আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু!

» শার্শায় তীব্র গরমে ফ্রি’তে শরবত খাওয়ায়ে বাহবা কুড়ালেন ভাজা বিক্রেতা ইদ্রিস আলী

» পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৩ মে ২০২৪, খ্রিষ্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউন্সিল নামে পকেট কমিটি! হয়েছে বন্দর,হচ্ছে সদর,প্রস্তুতি নিচ্ছে ফতুল্লা !

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন কথাকেই কর্নপাত করতে রাজি নয় স্থানীয় নেতৃবৃন্দ। যে তৃনমুল নেতাকর্মী দলের জন্য নিবেদিত প্রান সেটা ঘুনাক্ষরেও মানতে নারাজ থানা ও জেলা কমিটির নেতারা। তারা নতুন নেতৃত্বে বাধা হয়ে দাড়িয়েছে এমনটাই দাবী তৃনমুলের।

 

দেশব্যাপী বিভিন্ন জেলার থানা কমিটিগুলোতে চলছে কাউন্সিল। আর সে কাউন্সিলকে ঘিরে চলতে মনমতো ব্যক্তিদেরকে দিয়ে নতুন কমিটি গঠন। যারা দীর্ঘদিন যাবত দলের সভাপতি-সাধারন সম্পাদকের দ্বায়িত্বে রয়েছেন তাদেরকেই নকুন করে দ্বায়িত্ব দিচ্ছেন সিনিয়র নেতারা আর এতে করে ক্ষোভের সৃষ্টি হচ্ছে তৃনমুল মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবত মাঠে মিছিল-মিটিং করা পোড় খাওয়া নেতাদের মাঝে। নারায়ণগঞ্জে সদর,বন্দর ও ফতুল্লা থানা কমিটিতে এখনও পুরাতনদের রাজত্ব চলছে এবং ভবিষ্যতেও তাদেরকেই নেতৃত্ব দিচ্ছে আর নতুনরা হচ্ছে অবহেলিত।

 

বন্দর থানা কমিটিঃ

 

ইতিমধ্যে বন্দর থানা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ রশিদকে আবারো সভাপতি করা হয়েছে। যিনি একাধারে কয়েক বছর এ পদে আসীন ছিলেন। সাধারন সম্পাদক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মো.কাজিমউদ্দিন। যিনি মহানগর শ্রমিকলীগের সভাপতি হিসেবে দ্বায়িত্বে ছিলেন। কাউন্সিলের কয়েক দিন পুর্বে সেই পদ থেকে পদত্যাগ করে লুফে নেন সম্পাদকের পদটি। অথচ দীর্ঘদিন যাবত বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন আবেদ হোসেন। কিন্তু হঠাৎ ঘুর্নিঝড় বুলবুলের মত আঘাত হেনে সাধারন সম্পাদকের পদটি পেয়ে যান কাজিমউদ্দিন। অবহেলিত হলের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো.আবেদ হোসেন। তবে বন্দরের আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের দাবী এখানে যোগ্যতাকে প্রাধান্য দেয়া হয়নি দেয়া হয়েছে আস্থাভাজন ও অর্থকে।

সদর থানা আওয়ামীলীগঃ

 

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের কাউন্সিল ।

 

সভাপতি পদে সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান শিকদার,গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ, গোগনগর ইউনিয়ন নিয়ে সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা,সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন।

 

সাধারণ সম্পাদক পদে প্রার্থী সদর থানা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান।

 

তবে তৃনমূলের শংকা নামে কাউন্সিল হলেও পকেট কমিটি ঘোষনা দেয়ার সম্ভাবনা শতভাগ। এতে তৃনমুল তাদের পছন্দসই নেতা নির্বাচন করতে আগের মতোই বঞ্চিত হবে। তবে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে সভাপতি হিসেবে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ ও সাধারন সম্পাদক হিসেবে সদর থানা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুনই থাকবেন। ৩ তারিখে যে কাউন্সিল অনুষ্ঠিত হবে তা শুধুমাত্র আইওয়াস। তারপরও ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সদর থানা আওয়ামী লীগের নতুন কান্ডারীর জন্য।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগঃ

 

জেলার মধ্যে সবচেয়ে আলোচিত কাউন্সিল হচ্ছে ফতুল্লা থানা কমিটি নিয়ে। প্রায় ১৫ বছর আগে কাউন্সিলের মাধ্যমে এম.সাইফুল্লাহ বাদলকে সভাপতি ও এম.শওকত আলীকে সাধারন সম্পাদক মনোনীত করেই কমিটি ঘোষনা হয়েছিলো। দীর্ঘ ১৫ বছর পরে কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়ে ছিলো তা ক্রমেই নিস্তেজ হয়ে পড়েছে। কাউন্সিলে একাধিক নেতা সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী থাকলেও “বড়বাবু” অন্য কোন প্রার্থী হিসেবে কাউকে দেখছেন না বর্তমান দুই প্রার্থী ছাড়া। এদিকে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম.সাইফুল্লাহ বাদল অসুস্থ নেতা হিসেবে সর্বজন পরিচিত। সে নিজে একা চলাফেরা করতে পারেনা। তাকে চলাচল করতে হলে দু’পাশে দু’জন সাহায্যকারী প্রয়োজন হয়। আবার সভাপতি হিসেবে সাধারন নেতাকর্মীদের বিশেষ প্রয়োজনে তার দেখাও পায়না দুপুরের আগে। অথ্যাৎ অসুস্থতাজনিত কারনে তাকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্রাম নিতে হয়। অনেক নেতাকর্মীর দাবী গুরুতর অসুস্থ সাইফুল্লাহ বাদল নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বিশ্রামে যাওয়া উচিত আর যদি নিজে না চান তাহলে দলের নীতিনির্ধারকদের উচিত তাকে বিশ্রামে যাওয়ার জন্য পরামর্শ দেয়ার। তাহলে হয়তবা তৃনমুল থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব দেয়ার সম্ভবনা থাকবে। যদি প্রবীন নেতারা নবীনদের নেতৃত্বদানে সুযোগ তৈরী না করেন তাহলে ধীরে ধীরে রাজনীতির ধারা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়ার মত অবস্থা সৃষ্টি হতে পারে। ফতুল্লা থানা আওয়ামীলীগে কাউন্সিল নয়, হতে পারে পকেট কমিটি এমনটাই ভাবছেন তৃনমুল নেতৃবৃন্দ। আর ৭ তারিখের কাউন্সিল হতে পারে লোক দেখানো মাত্র ? ইতিমধ্যে কাশিপুরে আওয়ামীলীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপির নেতাদেরকে ভাইটাল পদে আসীন,ফতুল্লা ইউনিয়ন,এনায়েতনগর ইউনিয়নেও একই অবস্থা নেয়া উক্ত ইউনিয়নগুলোতে ওয়ার্ড কমিটি গঠন আপাতত বন্ধ রাখা হয়েছে। পুরো থানা এলাকা আওয়ামীলীগের তৃনমুল নেতাদের দাবী যে কারন উক্ত ওয়ার্ডগুলোতে কমিটি গঠন বন্ধ রাখা হয়েছে আগামী ৭ ডিসেম্বরের পরে সেই বিএনপি বা অনুপ্রবেশকারী নেতাদের সমন্ময়েই কমিটিগুলো গঠন করা হবে। কারন হিসেবে অনেকেই বলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন রদবদল হচ্ছেনা। বাদল/শওকতই থাকছেন ৭ ডিসেম্বরের কাউন্সিলের মাধ্যমে। আর যে সমস্ত ওয়ার্ডগুলোর কমিটি গঠন স্থগিত রাখা হয়েছে সেই কমিটিগুলো তাদের দু’জনের স্বাক্ষরেই অনুমোদন দেয়া হবে। কারন অনুপ্রবেশকারীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েই আওয়ামীলীগের ত্যাগী নেতাদের বাদ তাদেরকে দিয়ে গঠন করা হয়েছে।

 

গত কয়েকদিন যাবত কাশিপুর ইউনিয়নে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’টি পক্ষ সৃষ্টি হয়েছে। কাগজে-কলমে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সভাপতি দুলাল হোসেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করে তা ঘোষনা দিয়েছেন। পক্ষান্তরে সাইফুল্লাহ বাদলের স্বঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি সোনারডিম হিসেবে সুপরিচিত আইউব আলী স্বাক্ষরিত ৯টি ওয়ার্ডেও কমিটি ঘোষনা দিয়েছেন। যা নিয়ে চলছে উত্তেজনা।

 

কাউন্সিল নামে পকেট কমিটি এ সর্ম্পকে নবগঠিত বন্দর উপজেলার আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ বলেন, তিনি সাধারন সম্পাদক পদে আবেদ অংশ নিবে এটাতো আমার জানা ছিলোনা। তাছাড়া তিনিতো সিটি কর্পোরেশনের আওতায় পড়েছে তিনি কিভাবে অংশ নেন। এখানে শুধুমাত্র এমএ সালামের নাম উঠে এসেছিলো তিনি তা প্রত্যাহার করে নেন।

 

সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মো.আবেদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে তিনি বাড়িতে মেহমান আসছে বলে ব্যস্ততা দেখিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

 

সদর থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ বলেন,এটা কিছু লোকের বানানো কথা। সভাপতি পদে অনেকেই রয়েছেন। কেউ কেউ এটা নিয়ে মিথ্যা বলছেন,আসলে ৫ তারিখই চুড়ান্ত প্রার্থী কে হবেন তা জানা যাবে কাউন্সিলের মাধ্যমে।

 

সদর থানা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক প্রার্থী ও বর্তমান সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন,সকল প্রার্থীদের সাথে আলাপ-আলোচনা চলছে। এক-অপরকে বসাতে জোড় চেষ্টা চালাচ্ছে যদি কেউ না বসতে চায় তাহলে ৫ তারিখে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি এম.সাইফুল্লাহ বাদল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী ও বর্তমান সাধারন সম্পাদক এম.শওকত আলী বলেন,আমি একটু ব্যস্ত আছি আপনি আধাঘন্টা পরে ফোন দেন।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD