জলবায়ুর প্রভাবজনিত ও রক্ষণাবেক্ষণ ও চাষাবাদের অভাবে: দখিনের জনপথ থেকে ক্রমশই ধ্বংস হচ্ছে গোলগাছ

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। গোলগাছ মূলত গোলপাতা নামে পরিচিত। এটি অর্থকারী গাছ। সারিবদ্ধ ঘন ঝোপের মতো বেড়ে ওঠা গোলগাছ দেখতে অনেকটা নারকেল গাছের মতো। এর উচ্চতা প্রায় ১৫ থেকে ২০ ফুট। সাধারণত লবণাক্ত পলিযুক্ত মাটিতে ভালো জন্মায়। এ গাছে রস থেকে তৈরি করা গুড় (মিঠা) হয়। প্রতিবছর শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে প্রতিদিন কাকডাকা ভোরে গাছিরা ঘর থেকে বেরিয়ে পরে রস সংগ্রহে। পটুয়াখালীর কলাপাড়ায় অন্তত ৩০টি পরিবার গোল গাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। একসময় এ উপজেলার বিভিন্ন খাল-বিল ও নদীর তীরে প্রচুর গোলের বাগান দেখা যেত। কিন্তু জলবায়ুর প্রভাবজনিত কারণ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ আর চাষাবাদের অভাবে দখিনের জনপথ থেকে ক্রমশই এ গাছ ধ্বংস হতে বসেছে।

 

সরেজমিনে ঘুরে দেখা জানা গেছে, প্রতিবছর আষাঢ় মাসে গোল গাছের গাবনা ফল হয়। আর গাবনা ফলের ডাটা নিচু রাখার জন্য মাটিচাপা ও পা দিয়ে একাধিকবার লাথি মারা হয়। ১৫ দিন এভাবে গাবনা ছড়ার আগাছা পরিষ্কার করে ডাটার মাথা থেকে গাবনা ফল ধারালো দা দিয়ে এক কোপে কেটে ফেলা হয়।এরপর ডাটার অংশ তিন দিন শুকিয়ে নেওয়ার পর সকাল-বিকেল দুইবেলা পাতলা করে(একসুত পরিমাণ)কেটে ফেলে রশির সঙ্গে একটি ছোট্ট হাঁড়ি বেঁধে রাখা হয়।পরদিন খুব ভোরে রস সংগ্রহ করা হয়। শুরু হয় বাড়ির উঠোনে বসে রস দিয়ে গুড় তৈরির কাজ। আর সেই গুড় স্থানীয় বাজারে বিক্রি করছেন গাছিরা। তালতলী, পাথরঘাটা, ভোলা ও খুলনা জেলার বিস্তীর্ণ এলাকাসহ চরাঞ্চলে গোলগাছের একাধিক বাগান রয়েছে। তবে এই জনপদের একসময় সর্বত্র রাখাইন সম্প্রদায়ের লোকজনসহ নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ঘরের ছাউনি হিসেবে গোলপাতা ব্যবহার করতো।এ ছাড়া শীত মৌসুমে গোলবাগানের মালিকরা এর রস দিয়ে গুড় উৎপাদন করে বাড়তি অর্থ উপার্জন করে থাকেন।আবার গোলের রস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু পিঠা পায়েশ।

 

উপজেলার নবীপুর গ্রামে গিয়ে দেখা গেছে, শিখা রানী হাওলাদার তাফালে খড়কুটা দিয়ে আগুন জ¦ালিয়ে ঢোঙ্গায় রস দিয়ে গুড় তৈরি করছেন।তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,‘বাবা রে,বিয়ের পর থেকেই প্রতি বছর এই সময় রস জ¦াল দিতে হইছে। আবার তা দিয়ে গুড় তৈরি করা হচ্ছে।’ খোঁজ নিয়ে জানা গেছে,দেশের সর্ববৃহৎ বনাঞ্চল সুন্দরবনসহ দক্ষিণ উপকূলের বিভিন্ন স্থানে গোলগাছ রয়েছে।তবে বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালী জেলার কলাপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালি, গলাচিপা, দশমিনা, বাউফল, বরগুনার আমতলী, তালতলী, পাথরঘাটা, ভোলা ও খুলনা জেলার বিস্তীর্ণ এলাকাসহ চরাঞ্চলে গোলগাছের একাধিক বাগান রয়েছে। সংশ্লিষ্ট গাছিদের সাথে আলাপ করলে তারা জানান, উপকূলীয় এলাকায় যেসব গোলগাছের বাগান রয়েছে, তা প্রকৃতির অশেষ দান। বনবিভাগের এক শ্রেণীর অসাধু বনকর্মীর সহযোগিতায় বনদস্যুরা অবাধে গাছ কেটে নিয়ে যাওয়ার সাথে সাথে এ গোল বাগানগুলো ধ্বংস হতে বসেছে। গোলগাছ চাষাবাদ অত্যন্ত লাভজনক, সহজসাধ্য এবং ব্যয়ও খুব কম। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োজন হয় না। এতে কোনো পরিচর্যা করতে হয় না। এছাড়া শুধু গোলগাছের বীজ (গাবনা) সংরক্ষণ করে তা নিচু জমিতে পুঁতে রাখলেই চারা গজায়। এর একেকটি ছড়ায় এক থেকে দেড়শ’ বীজ থাকে। এতে ব্যয়ের চেয়ে আয় অনেক গুণ বেশি বলে নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর এলাকার অমল ঘরামি জানান।

 

নবীপুর গ্রামের গোলবহরের মালিক নিঠুর চন্দ্র হাওলাদার বলেন, বছরের সাড়ে তিন মাস রস দিয়ে গুড় তৈরি করি। শুধু গুড়ই বিক্রি হয় প্রায় এক লাখ টাকা। এছাড়া গোলপাতা দিয়ে আরো ২০ হাজার টাকা আয় হয়। একই গ্রামে অপর এক গোলবহর মালিক নিখিল চন্দ্র হাওলাদার বলেন, ‘গোলবাগান থেকে যে লাভ হয় তা সরল জমিতে ধানচাষ করে হয় না। এক একর জমিতে ধান পেতাম সর্বোচ্চ ২৫ মণ। কিন্তু ওই জমিতে সৃষ্টি হওয়া গোলগাছের বাগান দিয়ে প্রতি বছর আমার আয় হয় প্রায় এক লাখ টাকা। তবে এখন বাজারে গিয়ে গুড় বিক্রি করতে হয় না। এক শ্রেণীর খুচরা বিক্রেতা বাড়িতে এসেই গুড় নিয়ে যান। প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গোলের গুড় ক্রেতা আনসার উদ্দিন বলেন, ‘অন্য গুড়ের চেয়ে আলাদা স্বাদযুক্ত, সাশ্রয়ী হওয়ায় এবং দীর্ঘদিন সংরক্ষিত থাকে বলে গোলের গুড়ের ব্যাপক চাহিদা।’ এ রসের পিঠা বা পায়েশ অতি সুস্বাদু হয় বলেও তিনি জানান।

 

উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল সালাম বলেন, গোল গাছ থেকে প্রতিবছর সরকার রজস্ব আয় বাড়াতে পারে। এ গাছের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। বিভিন্ন নদীতে ভাটায় পানি নামার পরে যে পরিমান জমি থাকে সে সব স্থানে ৩০ হাজার গোল গাছ লাগানের নির্দেশনা পয়েছি। তবে এ উপজেলায় নীলগঞ্জ, মিঠাগঞ্জ, চাকমাইয়া, টিয়াখালীসহ বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধের খাদায় কিংবা খালের তীরে গোলবহর রয়েছে।

 

 

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» শপথ নিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নব নির্বাচিত কমিটি

» শার্শায় প্রার্থীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

» বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শুরু

» মহান মে দিবস উপলক্ষে শার্শায় শ্রমিক ইউনিয়নের দিনব্যাপী কর্মসূচী

» ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী কে দেশে হস্তান্তর

» বেনাপোলে বাস চাপায় শ্রমিক নিহত

» ফতুল্লায় তীব্র তাপদাহে প্রশান্তির লক্ষ্যে যুবলীগের উদ্যোগে শরবত বিতরণ ও বৃক্ষরোপণ

» ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করল যুবদল নেতা মাসুম

» কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করলো যুবদলের সভাপতি মাসুম

» ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা ৪৭০ কেজি চিংড়ি জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৬ মে ২০২৪, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ুর প্রভাবজনিত ও রক্ষণাবেক্ষণ ও চাষাবাদের অভাবে: দখিনের জনপথ থেকে ক্রমশই ধ্বংস হচ্ছে গোলগাছ

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। গোলগাছ মূলত গোলপাতা নামে পরিচিত। এটি অর্থকারী গাছ। সারিবদ্ধ ঘন ঝোপের মতো বেড়ে ওঠা গোলগাছ দেখতে অনেকটা নারকেল গাছের মতো। এর উচ্চতা প্রায় ১৫ থেকে ২০ ফুট। সাধারণত লবণাক্ত পলিযুক্ত মাটিতে ভালো জন্মায়। এ গাছে রস থেকে তৈরি করা গুড় (মিঠা) হয়। প্রতিবছর শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে প্রতিদিন কাকডাকা ভোরে গাছিরা ঘর থেকে বেরিয়ে পরে রস সংগ্রহে। পটুয়াখালীর কলাপাড়ায় অন্তত ৩০টি পরিবার গোল গাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। একসময় এ উপজেলার বিভিন্ন খাল-বিল ও নদীর তীরে প্রচুর গোলের বাগান দেখা যেত। কিন্তু জলবায়ুর প্রভাবজনিত কারণ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ আর চাষাবাদের অভাবে দখিনের জনপথ থেকে ক্রমশই এ গাছ ধ্বংস হতে বসেছে।

 

সরেজমিনে ঘুরে দেখা জানা গেছে, প্রতিবছর আষাঢ় মাসে গোল গাছের গাবনা ফল হয়। আর গাবনা ফলের ডাটা নিচু রাখার জন্য মাটিচাপা ও পা দিয়ে একাধিকবার লাথি মারা হয়। ১৫ দিন এভাবে গাবনা ছড়ার আগাছা পরিষ্কার করে ডাটার মাথা থেকে গাবনা ফল ধারালো দা দিয়ে এক কোপে কেটে ফেলা হয়।এরপর ডাটার অংশ তিন দিন শুকিয়ে নেওয়ার পর সকাল-বিকেল দুইবেলা পাতলা করে(একসুত পরিমাণ)কেটে ফেলে রশির সঙ্গে একটি ছোট্ট হাঁড়ি বেঁধে রাখা হয়।পরদিন খুব ভোরে রস সংগ্রহ করা হয়। শুরু হয় বাড়ির উঠোনে বসে রস দিয়ে গুড় তৈরির কাজ। আর সেই গুড় স্থানীয় বাজারে বিক্রি করছেন গাছিরা। তালতলী, পাথরঘাটা, ভোলা ও খুলনা জেলার বিস্তীর্ণ এলাকাসহ চরাঞ্চলে গোলগাছের একাধিক বাগান রয়েছে। তবে এই জনপদের একসময় সর্বত্র রাখাইন সম্প্রদায়ের লোকজনসহ নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ঘরের ছাউনি হিসেবে গোলপাতা ব্যবহার করতো।এ ছাড়া শীত মৌসুমে গোলবাগানের মালিকরা এর রস দিয়ে গুড় উৎপাদন করে বাড়তি অর্থ উপার্জন করে থাকেন।আবার গোলের রস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু পিঠা পায়েশ।

 

উপজেলার নবীপুর গ্রামে গিয়ে দেখা গেছে, শিখা রানী হাওলাদার তাফালে খড়কুটা দিয়ে আগুন জ¦ালিয়ে ঢোঙ্গায় রস দিয়ে গুড় তৈরি করছেন।তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,‘বাবা রে,বিয়ের পর থেকেই প্রতি বছর এই সময় রস জ¦াল দিতে হইছে। আবার তা দিয়ে গুড় তৈরি করা হচ্ছে।’ খোঁজ নিয়ে জানা গেছে,দেশের সর্ববৃহৎ বনাঞ্চল সুন্দরবনসহ দক্ষিণ উপকূলের বিভিন্ন স্থানে গোলগাছ রয়েছে।তবে বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালী জেলার কলাপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালি, গলাচিপা, দশমিনা, বাউফল, বরগুনার আমতলী, তালতলী, পাথরঘাটা, ভোলা ও খুলনা জেলার বিস্তীর্ণ এলাকাসহ চরাঞ্চলে গোলগাছের একাধিক বাগান রয়েছে। সংশ্লিষ্ট গাছিদের সাথে আলাপ করলে তারা জানান, উপকূলীয় এলাকায় যেসব গোলগাছের বাগান রয়েছে, তা প্রকৃতির অশেষ দান। বনবিভাগের এক শ্রেণীর অসাধু বনকর্মীর সহযোগিতায় বনদস্যুরা অবাধে গাছ কেটে নিয়ে যাওয়ার সাথে সাথে এ গোল বাগানগুলো ধ্বংস হতে বসেছে। গোলগাছ চাষাবাদ অত্যন্ত লাভজনক, সহজসাধ্য এবং ব্যয়ও খুব কম। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োজন হয় না। এতে কোনো পরিচর্যা করতে হয় না। এছাড়া শুধু গোলগাছের বীজ (গাবনা) সংরক্ষণ করে তা নিচু জমিতে পুঁতে রাখলেই চারা গজায়। এর একেকটি ছড়ায় এক থেকে দেড়শ’ বীজ থাকে। এতে ব্যয়ের চেয়ে আয় অনেক গুণ বেশি বলে নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর এলাকার অমল ঘরামি জানান।

 

নবীপুর গ্রামের গোলবহরের মালিক নিঠুর চন্দ্র হাওলাদার বলেন, বছরের সাড়ে তিন মাস রস দিয়ে গুড় তৈরি করি। শুধু গুড়ই বিক্রি হয় প্রায় এক লাখ টাকা। এছাড়া গোলপাতা দিয়ে আরো ২০ হাজার টাকা আয় হয়। একই গ্রামে অপর এক গোলবহর মালিক নিখিল চন্দ্র হাওলাদার বলেন, ‘গোলবাগান থেকে যে লাভ হয় তা সরল জমিতে ধানচাষ করে হয় না। এক একর জমিতে ধান পেতাম সর্বোচ্চ ২৫ মণ। কিন্তু ওই জমিতে সৃষ্টি হওয়া গোলগাছের বাগান দিয়ে প্রতি বছর আমার আয় হয় প্রায় এক লাখ টাকা। তবে এখন বাজারে গিয়ে গুড় বিক্রি করতে হয় না। এক শ্রেণীর খুচরা বিক্রেতা বাড়িতে এসেই গুড় নিয়ে যান। প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গোলের গুড় ক্রেতা আনসার উদ্দিন বলেন, ‘অন্য গুড়ের চেয়ে আলাদা স্বাদযুক্ত, সাশ্রয়ী হওয়ায় এবং দীর্ঘদিন সংরক্ষিত থাকে বলে গোলের গুড়ের ব্যাপক চাহিদা।’ এ রসের পিঠা বা পায়েশ অতি সুস্বাদু হয় বলেও তিনি জানান।

 

উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল সালাম বলেন, গোল গাছ থেকে প্রতিবছর সরকার রজস্ব আয় বাড়াতে পারে। এ গাছের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। বিভিন্ন নদীতে ভাটায় পানি নামার পরে যে পরিমান জমি থাকে সে সব স্থানে ৩০ হাজার গোল গাছ লাগানের নির্দেশনা পয়েছি। তবে এ উপজেলায় নীলগঞ্জ, মিঠাগঞ্জ, চাকমাইয়া, টিয়াখালীসহ বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধের খাদায় কিংবা খালের তীরে গোলবহর রয়েছে।

 

 

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD