জাবিতে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে আটক

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

জাবি প্রতিনিধিঃ সাগর কর্মকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের এক শিক্ষার্থী ও তার বান্ধবীর কাছে টাকা দাবি, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে দুই বাহিরাগতকে ছিনতাই ও মারধর, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধর এবং সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে ইতিমধ্যে সিন্ডিকেট সভায় তাদের শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর জুলকারনাইন।ভুক্তভোগীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সন্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থী জাহেদুর রহমান অর্ণব ও তাঁর বান্ধবী।

 

রোববার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভিতর এ ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষার্থীর কাছে ২৫হাজার টাকা দাবি ও তার বান্ধবীর কানের দুল ছিনিয়ে নেয় তারা।প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে জাহেদুল তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঘুরছিলেন। এসময় অভিযুক্ত শিক্ষার্থীরা তাঁদেরকে ধরে বোটানিক্যাল গার্ডেনের আরও গভীরে নিয়ে যায়। এক পর্যায়ে জাহেদুলের কাছে ২৫ হাজার টাকা দাবি করে তাঁরা। জাহেদুল এতে অস্বীকৃতি জানালে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর জাহেদুলের বান্ধবীর কানের দুল ও মানিব্যাগ থেকে নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় তাঁরা।

 

অভিযুক্তরা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী হিসেবে দাবি করেছেন। এ বিষয়ে জুয়েল রানা বলেন, “ছিনতাইয়ের সময় আমি নিজে তাঁদেরকে ধরে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিয়েছি। তাঁরা কোনভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীরা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী হিসেবে দাবি করে বলেন, ‘আমরা বোটানিকাল গার্ডেনের ভিতরে হাটছিলাম। অভিযোগকারীদের আপত্তিকর অবস্থায় দেখে আমরা তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করে। বিভাগ, ব্যাচ ও হলের নাম জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে পারেনি। এ সময় অভিযোগকারী ভয়ে দৌঁড় দেয়। পরে অভিযোগকারীর পরিচিত ক্যাম্পাসের সিনিয়র ভাইয়েরা এসে আমাদেরকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে আসে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন জানান, এ ঘটনায় ওই দুই ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে শারীরিক নির্যাতন ও ছিনতাইয়ের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, ইয়া-রাফিউ-শিকদার। অন্য দুজন হলেন বাংলা বিভাগের মো. সজিব কাজী ও আসিফ আহমেদ। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী।

 

এবিষয়ে আগামীকাল সোমবার জরুরী ডিসিপ্লিনারি বোর্ডেও সভা আহ্বান করা হয়েছে বলে প্রক্টর জুলকারনাইন জানান। তিনি বলেন, “আটককৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁরা নোটিশের জবাবও দিয়েছে। তদন্তের প্রাথমিক প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। আগামীকাল ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভা আহ্বান করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীরা চাইলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারবে।”

 

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করল যুবদল নেতা মাসুম

» কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করলো যুবদলের সভাপতি মাসুম

» ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা ৪৭০ কেজি চিংড়ি জব্দ

» আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু!

» শার্শায় তীব্র গরমে ফ্রি’তে শরবত খাওয়ায়ে বাহবা কুড়ালেন ভাজা বিক্রেতা ইদ্রিস আলী

» পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

» দুষ্প্রাপ্য জাতের বিদেশী আঙুর চাষে সফল নারায়ণগঞ্জের সজীব

» বিএমএসএস’র বেনাপোল শাখা কমিটির অনুমোদন

» ফতুল্লায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় রায়হান গ্রেফতার

» না বলে বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ায় স্ত্রীকে স্বামীর ২৭ কোপ!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবিতে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে আটক

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

জাবি প্রতিনিধিঃ সাগর কর্মকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের এক শিক্ষার্থী ও তার বান্ধবীর কাছে টাকা দাবি, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে দুই বাহিরাগতকে ছিনতাই ও মারধর, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধর এবং সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে ইতিমধ্যে সিন্ডিকেট সভায় তাদের শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর জুলকারনাইন।ভুক্তভোগীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সন্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থী জাহেদুর রহমান অর্ণব ও তাঁর বান্ধবী।

 

রোববার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভিতর এ ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষার্থীর কাছে ২৫হাজার টাকা দাবি ও তার বান্ধবীর কানের দুল ছিনিয়ে নেয় তারা।প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে জাহেদুল তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঘুরছিলেন। এসময় অভিযুক্ত শিক্ষার্থীরা তাঁদেরকে ধরে বোটানিক্যাল গার্ডেনের আরও গভীরে নিয়ে যায়। এক পর্যায়ে জাহেদুলের কাছে ২৫ হাজার টাকা দাবি করে তাঁরা। জাহেদুল এতে অস্বীকৃতি জানালে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর জাহেদুলের বান্ধবীর কানের দুল ও মানিব্যাগ থেকে নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় তাঁরা।

 

অভিযুক্তরা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী হিসেবে দাবি করেছেন। এ বিষয়ে জুয়েল রানা বলেন, “ছিনতাইয়ের সময় আমি নিজে তাঁদেরকে ধরে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিয়েছি। তাঁরা কোনভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীরা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী হিসেবে দাবি করে বলেন, ‘আমরা বোটানিকাল গার্ডেনের ভিতরে হাটছিলাম। অভিযোগকারীদের আপত্তিকর অবস্থায় দেখে আমরা তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করে। বিভাগ, ব্যাচ ও হলের নাম জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে পারেনি। এ সময় অভিযোগকারী ভয়ে দৌঁড় দেয়। পরে অভিযোগকারীর পরিচিত ক্যাম্পাসের সিনিয়র ভাইয়েরা এসে আমাদেরকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে আসে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন জানান, এ ঘটনায় ওই দুই ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে শারীরিক নির্যাতন ও ছিনতাইয়ের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, ইয়া-রাফিউ-শিকদার। অন্য দুজন হলেন বাংলা বিভাগের মো. সজিব কাজী ও আসিফ আহমেদ। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী।

 

এবিষয়ে আগামীকাল সোমবার জরুরী ডিসিপ্লিনারি বোর্ডেও সভা আহ্বান করা হয়েছে বলে প্রক্টর জুলকারনাইন জানান। তিনি বলেন, “আটককৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁরা নোটিশের জবাবও দিয়েছে। তদন্তের প্রাথমিক প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। আগামীকাল ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভা আহ্বান করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীরা চাইলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারবে।”

 

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD