প্রভাবশালীদের সহায়তায় ফতুল্লা ডিআইটি মাঠে কোটি টাকার চাঁদাবাজি!

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

বুধবার স্থানীয় কয়েকটি পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “ফতুল্লা ডিআইটি মাঠে অবৈধভাবে দোকান বসিয়ে কোটি টাকার চাঁদাবাজি” শীর্ষক সংবাদটি যেন পুরো শহর ও শহরতলীতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো। ফতুল্লায় ডিআইটি মাঠ দখলের উৎসবে মেতেছে অসাধু ব্যবসায়ীরা এমনটাই অভিযোগ দীর্ঘদিনের হলেও দখলকারীরা প্রভাবশালী হওয়ার কারনে কেউ টুশব্দ করতে পারেনা। বিশাল এই মাঠ পুরো ফতুল্লায় আলোচিত বিভিন্ন কারণে। এই মাঠে প্রতি বছর কোরবানির পশুর হাট, বৈশাখী মেলার আসর বসে। এছাড়াও সপ্তাহের মঙ্গলবারে হাট বসে আসছে বহু বছর জুড়ে। নির্বাচনী জনসভাতেও ডিআইটি মাঠ রাজনৈতিক দলগুলোর কাছে অন্যতম পছন্দের স্থান। কিন্তু খেলার মাঠ হিসেবে যার পরিচিতি সেই খেলাটাই মাঠ থেকে এখন হারিয়ে যেতে বসেছে। তার বদলে জায়গা হয়েছে সপ্তাহজুড়ে বসা অবৈধ দোকান ও বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখার স্থান। প্রকাশিত সংবাদ পড়ে পাঠকদের মতে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশী চাঁদা উত্তোলন করা হচ্ছে ফতুল্লার এ মাঠটিকে দখল করে।

 

ডিআইটি মাঠের এসকল দোকান থেকে টাকা উত্তোলন করেন জাফর ইসলাম নাম,মো.লিয়াকত ও মাসুদ ওরফে কেনু মাসুদ ও মানিক নামে ৪ ব্যক্তি। সরকার দলীয় স্থানীয় কয়েকজন নেতার ছত্রছায়ায় অবৈধভাবে দোকান বসিয়ে টাকা তুলেন জাফরসহ অন্যান্যরা। অবৈধভাবে দোকান বসিয়ে উঠানো টাকার ভাগও যায় ঐসকল নেতার পকেটে। ভাবতেই অবাক লাগে তাইনা, এসকল নেতারা-ই স্টেজে উঠে মাউথ অর্গান মুখে নিয়ে সমাজ ও পরিবেশ সংস্করণে ভাষণ দেন। আবার তাদের নেতৃত্বেই অবৈধভাবে দোকান বসানো হয়। জাফর আওয়ামী লীগের রাজনীতি করেন বলে পরিচয় দিয়ে থাকেন। তবে নিয়মিত চাঁদা উত্তোলনের ফলে অনেকের কাছে ফতুল্লার এ ঐতিহ্যবাহী মাঠটি জাফরের মাঠে আখ্যা পেয়েছে বলে জানান অনেকে। তবে জাফরগংদের পেছনে থেকে কলকাঠি নাড়ছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হক। ও জাপা নেতা কাজি দেলোয়ার হোসেন। তাদের ইন্ধনেই নাকি জাফর ও কেনু মাসুদরা ফতুল্লার এ খেলার মাঠটিকে তাদের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। আর খেলাধুলা বঞ্চিত ছেলেরা ক্রমেই মাদকে আসক্ত হয়ে পড়ে চুরি,ছিনতাইসহ নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিমত অভিভাবকসহ স্থানীয়দের।

 

এ বিষয়ে অনেকেই জানান,জাফর চাঁদা তুলছেন ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হকের নাম ব্যবহার করে ও কেনু মাসুদ চাঁদা তোলেন ফতুল্লা বাজারের ইজারার দোহায় দিয়ে এবং মানিক চাঁদা তুলছেন ফতুল্লা কেন্দ্রীয় বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজি দেলোয়ার হোসেনের নামে।

 

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্ব নাম ছিল ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট যা সংক্ষেপে ডিআইটি হিসেবে পরিচিত ছিল। ফতুল্লার প্রবীণ বাসিন্দাদের মতে সেই সংস্থার তরফ থেকেই এই মাঠটি কোন একটি প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছিলো। পরবর্তীতে স্বাধীনতার পর মাঠের নিয়ন্ত্রণ জেলা প্রশাসন নিয়ে নেয়। বর্তমানে উপজেলা প্রশাসনের অধীনে এই মাঠের পাশে অথ্যাৎ ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন পাশের জমিটুকু পশু হাটের জন্য ইজারা দেয়া হয় ১ বছরের জন্য। গত বছরে প্রায় সাড়ে ৬২ লাখ টাকায় উক্ত পশুর হাটটি ইজারা নেয় থানা আওয়ামীলীগের সভাপতির ছেলে নামজুল হাসান সাজন। কিন্তু পশুহাটের জন্য নেয়া স্থানটুকু ছাড়াও পুরো বছরের জন্য দখল করে নিয়ে ক্ষমতাসীনদের লোকজন আর এ মাঠটিতে বছর ব্যাপী চালাচ্ছে প্রতিদিন চাঁদা ভিত্তিকভাবে দোকান।

 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, খেলার মাঠটি দখলে নিয়ে কিছু নামধারী নেতারা অর্থ উপার্জনে উঠেপড়ে লেগেছেন এ মাঠটিকে পুজি করে। সপ্তাহে মঙ্গলবার হাটবার থাকলে শুক্রবারেও প্রচুর দোকানে ভরপুর থাকে ফতুল্লা ডিআইটি মাঠটি। মঙ্গলবার এবং শুক্রবার এ দুইদিনে সেখান থেকে চাঁদা উঠে প্রায় সোয়া দুইলাখ টাকা। আর বাকী পাঁচদিন প্রায় দুই শতাধিক দোকান থেকে ১০০ টাকা ( প্রতি দোকান ) হারে চাঁদা তুলছেন ঐ তিন গুনধর চাঁদাবাজ। বার্ষিক হিসেবে প্রায় দুই কোটি টাকার উপরে চাঁদা উত্তোলন করা হচ্ছে এ মাঠে দোকান বসিয়ে।

 

সরেজমিনে ডিআইটি মাঠে প্রবেশ করতেই দেখা মেলে মাঠের পূর্ব দিকে ৫/৬ জন কিশোর ক্রিকেট ব্যাট বল নিয়ে খেলছে। মাঠের পশ্চিম পাশের অর্ধেকের বেশী স্থান হকারদের দখলে রয়েছে। সপ্তাহে মঙ্গলবার হাট বসানোর অনুমতি থাকলেও শুক্রবারও তাদের রমরমা ব্যবসা চলছে। হাট চলছে কিনা জানতে চাইলে খেলার মাঠে থাকা এক কিশোর বলে উঠে, ‘এরা প্রতিদিনই বসে। আর পশুপাখি পাইবেন মঙ্গলবারে। আপনে ৩/৪ দিন পরে আইসেন। ঐদিন হাট বসব’। মাঠে অনেকগুলো দোকানের অস্তিত্ব মিললো। এর কোনটিরই শুক্রবার ব্যবসা করার কথা নয়। নিজেদের হকার বলে পরিচয় দিলেও মাঠে বাঁশের খুঁটি গেড়ে মোটামুটি স্থায়ী করেছেন নিজেদের দোকান। দোকানিদের কাছে জানতে চাওয়া হলো কে দিয়েছে এভাবে ব্যবসা করার অনুমতি? জবাবে একজন কাপড় বিক্রেতা বলেন, অনুমতি নিয়া আমরা বসছি। ডেইলি টাকা দেয়া লাগে। হাটবারেও আসি, অন্যান্য দিনেও আসি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এ ক্রীড়াপ্রেমী জানায়, মাঠে এদের (দোকান) জন্য খেলা যায়না। বল উড়ে এসে গায়ে লাগলে চিল্লাচিল্লি করে। খেলতে গেলে তো বল লাগবেই। এরা খেলতে দেয়না ঠিকমত। আর বাঁশের গর্তে পা মচকে যায়। আমরা বাধ্য হইয়া নদীর ঐপাড়ে বসুন্ধরায় গিয়া খেলি।

 

তবে ফতুল্লা ডিআইটি মাঠে অবৈধভাবে দোকান বসিয়ে যারা নিয়মিত চাঁদা তুলছে তাদের দাবী যে তারা এ মাঠকে বছরব্যাপী ইজারা এনেছেন তা বাস্তবে সম্পুর্ন অবৈধ।

 

ফতুল্লা ডিআইটি মাঠে দোকান বসিয়ে চাঁদা উত্তোলনকারী জাফর ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১৮৭৩৪০@@ ) ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

ফতুল্লা ডিআইটি মাঠে দোকান বসিয়ে চাঁদা উত্তোলনকারী মাসুদ ওরফে কেনু মাসুদের দাবী,তারা নাকি ফতুল্লার এ মাঠটিকে বছরব্যাপী ইজারা এনেছেন। কিন্তু খেলার মাঠতো আর ইজারা দেয়া হয়না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি যতটুকু জানি ততটুকু বললাম।

 

ফতুল্লার রাস্তার উপর থেকে চাঁদা উত্তোলনকারী মো.লিয়াকত জানান,এটা আমার বছরব্যাপী ইজারা এনেছি সাইফুল্লাহ বাদলের মাধ্যমে। তাই টাকা তুলি। তাছাড়া দীর্ঘদিন যাবতই এভাবে চলে আসছে। আপনি বা আপনারা পশু হাটের জন্য ইজারা এনেছেন ডিআইটি মাঠ কিংবা মহাসড়কের নয় তাহলে মহাসড়কের উপরে থাকা দোকান থেকে কেনো চাঁদা তুলছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা আমি শরীফুল হক ও জাফরকে জিজ্ঞেস করুন তারাই বলতে পারবে আমি না।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো এখানে নতুন এসেছি। তাছাড়া কোন খেলার মাঠকে হাট-বাজারের জন্য ইজারা দেয়া হয়না। আমি বিস্তারিত জেনে ব্যবস্থা নেবো।

 

স্থানীয়দের দাবী,ফতুল্লা ডিআইটি মাঠটি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করে এখানে নিয়মিতভাবে খেলাধুলার ব্যবস্থা করে ফতুল্লাসহ আশপাশ এলাকার সকল বয়সী মানুষকে মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» মহান মে দিবস উপলক্ষে শার্শায় শ্রমিক ইউনিয়নের দিনব্যাপী কর্মসূচী

» ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী কে দেশে হস্তান্তর

» বেনাপোলে বাস চাপায় শ্রমিক নিহত

» ফতুল্লায় তীব্র তাপদাহে প্রশান্তির লক্ষ্যে যুবলীগের উদ্যোগে শরবত বিতরণ ও বৃক্ষরোপণ

» ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করল যুবদল নেতা মাসুম

» কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করলো যুবদলের সভাপতি মাসুম

» ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা ৪৭০ কেজি চিংড়ি জব্দ

» আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু!

» শার্শায় তীব্র গরমে ফ্রি’তে শরবত খাওয়ায়ে বাহবা কুড়ালেন ভাজা বিক্রেতা ইদ্রিস আলী

» পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৩ মে ২০২৪, খ্রিষ্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রভাবশালীদের সহায়তায় ফতুল্লা ডিআইটি মাঠে কোটি টাকার চাঁদাবাজি!

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

বুধবার স্থানীয় কয়েকটি পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “ফতুল্লা ডিআইটি মাঠে অবৈধভাবে দোকান বসিয়ে কোটি টাকার চাঁদাবাজি” শীর্ষক সংবাদটি যেন পুরো শহর ও শহরতলীতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো। ফতুল্লায় ডিআইটি মাঠ দখলের উৎসবে মেতেছে অসাধু ব্যবসায়ীরা এমনটাই অভিযোগ দীর্ঘদিনের হলেও দখলকারীরা প্রভাবশালী হওয়ার কারনে কেউ টুশব্দ করতে পারেনা। বিশাল এই মাঠ পুরো ফতুল্লায় আলোচিত বিভিন্ন কারণে। এই মাঠে প্রতি বছর কোরবানির পশুর হাট, বৈশাখী মেলার আসর বসে। এছাড়াও সপ্তাহের মঙ্গলবারে হাট বসে আসছে বহু বছর জুড়ে। নির্বাচনী জনসভাতেও ডিআইটি মাঠ রাজনৈতিক দলগুলোর কাছে অন্যতম পছন্দের স্থান। কিন্তু খেলার মাঠ হিসেবে যার পরিচিতি সেই খেলাটাই মাঠ থেকে এখন হারিয়ে যেতে বসেছে। তার বদলে জায়গা হয়েছে সপ্তাহজুড়ে বসা অবৈধ দোকান ও বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখার স্থান। প্রকাশিত সংবাদ পড়ে পাঠকদের মতে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশী চাঁদা উত্তোলন করা হচ্ছে ফতুল্লার এ মাঠটিকে দখল করে।

 

ডিআইটি মাঠের এসকল দোকান থেকে টাকা উত্তোলন করেন জাফর ইসলাম নাম,মো.লিয়াকত ও মাসুদ ওরফে কেনু মাসুদ ও মানিক নামে ৪ ব্যক্তি। সরকার দলীয় স্থানীয় কয়েকজন নেতার ছত্রছায়ায় অবৈধভাবে দোকান বসিয়ে টাকা তুলেন জাফরসহ অন্যান্যরা। অবৈধভাবে দোকান বসিয়ে উঠানো টাকার ভাগও যায় ঐসকল নেতার পকেটে। ভাবতেই অবাক লাগে তাইনা, এসকল নেতারা-ই স্টেজে উঠে মাউথ অর্গান মুখে নিয়ে সমাজ ও পরিবেশ সংস্করণে ভাষণ দেন। আবার তাদের নেতৃত্বেই অবৈধভাবে দোকান বসানো হয়। জাফর আওয়ামী লীগের রাজনীতি করেন বলে পরিচয় দিয়ে থাকেন। তবে নিয়মিত চাঁদা উত্তোলনের ফলে অনেকের কাছে ফতুল্লার এ ঐতিহ্যবাহী মাঠটি জাফরের মাঠে আখ্যা পেয়েছে বলে জানান অনেকে। তবে জাফরগংদের পেছনে থেকে কলকাঠি নাড়ছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হক। ও জাপা নেতা কাজি দেলোয়ার হোসেন। তাদের ইন্ধনেই নাকি জাফর ও কেনু মাসুদরা ফতুল্লার এ খেলার মাঠটিকে তাদের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। আর খেলাধুলা বঞ্চিত ছেলেরা ক্রমেই মাদকে আসক্ত হয়ে পড়ে চুরি,ছিনতাইসহ নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিমত অভিভাবকসহ স্থানীয়দের।

 

এ বিষয়ে অনেকেই জানান,জাফর চাঁদা তুলছেন ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হকের নাম ব্যবহার করে ও কেনু মাসুদ চাঁদা তোলেন ফতুল্লা বাজারের ইজারার দোহায় দিয়ে এবং মানিক চাঁদা তুলছেন ফতুল্লা কেন্দ্রীয় বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজি দেলোয়ার হোসেনের নামে।

 

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্ব নাম ছিল ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট যা সংক্ষেপে ডিআইটি হিসেবে পরিচিত ছিল। ফতুল্লার প্রবীণ বাসিন্দাদের মতে সেই সংস্থার তরফ থেকেই এই মাঠটি কোন একটি প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছিলো। পরবর্তীতে স্বাধীনতার পর মাঠের নিয়ন্ত্রণ জেলা প্রশাসন নিয়ে নেয়। বর্তমানে উপজেলা প্রশাসনের অধীনে এই মাঠের পাশে অথ্যাৎ ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন পাশের জমিটুকু পশু হাটের জন্য ইজারা দেয়া হয় ১ বছরের জন্য। গত বছরে প্রায় সাড়ে ৬২ লাখ টাকায় উক্ত পশুর হাটটি ইজারা নেয় থানা আওয়ামীলীগের সভাপতির ছেলে নামজুল হাসান সাজন। কিন্তু পশুহাটের জন্য নেয়া স্থানটুকু ছাড়াও পুরো বছরের জন্য দখল করে নিয়ে ক্ষমতাসীনদের লোকজন আর এ মাঠটিতে বছর ব্যাপী চালাচ্ছে প্রতিদিন চাঁদা ভিত্তিকভাবে দোকান।

 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, খেলার মাঠটি দখলে নিয়ে কিছু নামধারী নেতারা অর্থ উপার্জনে উঠেপড়ে লেগেছেন এ মাঠটিকে পুজি করে। সপ্তাহে মঙ্গলবার হাটবার থাকলে শুক্রবারেও প্রচুর দোকানে ভরপুর থাকে ফতুল্লা ডিআইটি মাঠটি। মঙ্গলবার এবং শুক্রবার এ দুইদিনে সেখান থেকে চাঁদা উঠে প্রায় সোয়া দুইলাখ টাকা। আর বাকী পাঁচদিন প্রায় দুই শতাধিক দোকান থেকে ১০০ টাকা ( প্রতি দোকান ) হারে চাঁদা তুলছেন ঐ তিন গুনধর চাঁদাবাজ। বার্ষিক হিসেবে প্রায় দুই কোটি টাকার উপরে চাঁদা উত্তোলন করা হচ্ছে এ মাঠে দোকান বসিয়ে।

 

সরেজমিনে ডিআইটি মাঠে প্রবেশ করতেই দেখা মেলে মাঠের পূর্ব দিকে ৫/৬ জন কিশোর ক্রিকেট ব্যাট বল নিয়ে খেলছে। মাঠের পশ্চিম পাশের অর্ধেকের বেশী স্থান হকারদের দখলে রয়েছে। সপ্তাহে মঙ্গলবার হাট বসানোর অনুমতি থাকলেও শুক্রবারও তাদের রমরমা ব্যবসা চলছে। হাট চলছে কিনা জানতে চাইলে খেলার মাঠে থাকা এক কিশোর বলে উঠে, ‘এরা প্রতিদিনই বসে। আর পশুপাখি পাইবেন মঙ্গলবারে। আপনে ৩/৪ দিন পরে আইসেন। ঐদিন হাট বসব’। মাঠে অনেকগুলো দোকানের অস্তিত্ব মিললো। এর কোনটিরই শুক্রবার ব্যবসা করার কথা নয়। নিজেদের হকার বলে পরিচয় দিলেও মাঠে বাঁশের খুঁটি গেড়ে মোটামুটি স্থায়ী করেছেন নিজেদের দোকান। দোকানিদের কাছে জানতে চাওয়া হলো কে দিয়েছে এভাবে ব্যবসা করার অনুমতি? জবাবে একজন কাপড় বিক্রেতা বলেন, অনুমতি নিয়া আমরা বসছি। ডেইলি টাকা দেয়া লাগে। হাটবারেও আসি, অন্যান্য দিনেও আসি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এ ক্রীড়াপ্রেমী জানায়, মাঠে এদের (দোকান) জন্য খেলা যায়না। বল উড়ে এসে গায়ে লাগলে চিল্লাচিল্লি করে। খেলতে গেলে তো বল লাগবেই। এরা খেলতে দেয়না ঠিকমত। আর বাঁশের গর্তে পা মচকে যায়। আমরা বাধ্য হইয়া নদীর ঐপাড়ে বসুন্ধরায় গিয়া খেলি।

 

তবে ফতুল্লা ডিআইটি মাঠে অবৈধভাবে দোকান বসিয়ে যারা নিয়মিত চাঁদা তুলছে তাদের দাবী যে তারা এ মাঠকে বছরব্যাপী ইজারা এনেছেন তা বাস্তবে সম্পুর্ন অবৈধ।

 

ফতুল্লা ডিআইটি মাঠে দোকান বসিয়ে চাঁদা উত্তোলনকারী জাফর ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১৮৭৩৪০@@ ) ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

ফতুল্লা ডিআইটি মাঠে দোকান বসিয়ে চাঁদা উত্তোলনকারী মাসুদ ওরফে কেনু মাসুদের দাবী,তারা নাকি ফতুল্লার এ মাঠটিকে বছরব্যাপী ইজারা এনেছেন। কিন্তু খেলার মাঠতো আর ইজারা দেয়া হয়না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি যতটুকু জানি ততটুকু বললাম।

 

ফতুল্লার রাস্তার উপর থেকে চাঁদা উত্তোলনকারী মো.লিয়াকত জানান,এটা আমার বছরব্যাপী ইজারা এনেছি সাইফুল্লাহ বাদলের মাধ্যমে। তাই টাকা তুলি। তাছাড়া দীর্ঘদিন যাবতই এভাবে চলে আসছে। আপনি বা আপনারা পশু হাটের জন্য ইজারা এনেছেন ডিআইটি মাঠ কিংবা মহাসড়কের নয় তাহলে মহাসড়কের উপরে থাকা দোকান থেকে কেনো চাঁদা তুলছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা আমি শরীফুল হক ও জাফরকে জিজ্ঞেস করুন তারাই বলতে পারবে আমি না।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো এখানে নতুন এসেছি। তাছাড়া কোন খেলার মাঠকে হাট-বাজারের জন্য ইজারা দেয়া হয়না। আমি বিস্তারিত জেনে ব্যবস্থা নেবো।

 

স্থানীয়দের দাবী,ফতুল্লা ডিআইটি মাঠটি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করে এখানে নিয়মিতভাবে খেলাধুলার ব্যবস্থা করে ফতুল্লাসহ আশপাশ এলাকার সকল বয়সী মানুষকে মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD