রাজনগরে বয়স্ক ও বিধবা, জীবিত ভাতাভোগীদের মৃত:দেখিয়ে প্রতিস্থাপন

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক,বিধবা ও জীবিত ভাতা ভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করা হয়েছে। একদিকে মৃত দেখিয়ে, জীবিত ভাতা ভোগীদের বয়স্ক ভাতা কর্তন করে নিজস্ব বলয়ের লোকজনকে দিচ্ছেন ভাতা সুবিধা। অপরদিকে, ইউনিয়ন অফিস থেকে আবার তাদেরকে দেয়া হচ্ছে নাগরিকত্ব সনদ। অভিযোগ উঠেছে- জেলার ৬৭টি ইউনিয়নে জীবিত মানুষকে মৃত বানিয়ে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন, ইউপি মেম্বার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সমাজ সেবার কর্মকতা।

 

এ সব বিষয়ে ভাতা ভোগীরা অভিযোগ করে প্রতিকার পাচ্ছেনা। নিরীহ অসহায় অবহেলিত এসব নারী-পুরুষের কান্না‘র গল্পটিসত্যি বেদনা দায়ক। গত ২৮ জানুয়ারী সরেজমিন- রাজনগর উপজেলার উত্তর ভাগই উনিয়নের চেয়ারম্যান কার্যালয় গিয়ে দেখাযায়-চেয়ারম্যান ও মেম্বার সাংবাদিকদের আসার সংবাদ পেয়ে গা-ঢাকা দিয়েছেন। জানা গেছে- গত ২৪ জানুয়ারী এ ঘটনায় একাধিক ভুক্তভোগী প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়-ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সরকারি ভাবে সহযোগিতা প্রাপ্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, ভাতা ভোগী ব্যাক্তিগণের মধ্যে জীবিত ব্যাক্তিকে স্বারকনং- ৩০৭৩/২২-২৩ইং,তারিখ : ১৩/১১/২০২২ইং, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল স্বাক্ষরিত মৃত্যু সনদ পত্রে মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা তৈরি করা হয়।

 

তালিকা মোতাবেক, মোছাঃনছিরা বিবি (৭১), বহিনং- ৬৭৮৭, ক্রমিকনং- ৩১,গ্রাম চান্দভাগ। জমিরুন নেছা (৭৬), বহিনং ৩১০৩, ক্রমিকনং- ৩৪, গ্রাম চান্দভাগ।নুরজাহান বেগম (৬৬),তালিকা মোতাবেক-পিতা ছানুমিয়া, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ অনুয়ায়ী. পিতা- মৃতঃসমরেন্দ্র দাস, বহিনং ৫৯৮৫, ক্রমিক নং-৩৮, গ্রাম : উত্তরভাগ,উত্তর।জয়ন্তী রানী দেব(৯৬),বহিনং-তালিকায়-৫.৮১৮০৮ ঊ+১২)/ভাতা ভোগীর বহি মোতাবেক-বহিনং- ৫৪৭৫, গ্রাম চান্দভাগ। বাসন্তীনম:শুদ্র (৭৩),বহি নং-২৬৭০, ক্রমিকনং- ১১, গ্রামÑচান্দভাগ, চা-বাগান। আব্দুলমন্নান (৭৬),বহি নং-৪০৩৫, ক্রমিকনং- ৭৭, গ্রামÑমুটুকপুর।রাবেয়াবেগম(৬২), বহি নং-১৩৭৭, ক্রমিকনং- ০২, (বিধবা), গ্রাম- সুনামপুর। আব্দুসসাত্তার (৭০),বহি নং-২৬৪৯, ক্রমিকনং- ৩২, গ্রাম- উত্তরভাগ, দক্ষিণ সহনাম প্রকাশনা করার শর্তে একাধিক জীবিত ব্যক্তিকে মৃতঃ দেখিয়ে বিগত ০৭/১২/২০২২ইং, ও ০৪/০১/২০২৩ইং পৃথক পৃথক তারিখে ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায়  ইচ্ছাকৃত দুণীতি ও স্বজনপ্রীতির আশ্রয়ে অন্যায় লাভের বশবর্তী হয়ে দরখাস্ত কারী জীবিত ব্যক্তিগণকে মৃতঃ দেখিয়ে নাম কর্তন করা হয়।

 

ভুক্তভোগীদের মধ্যে নুরজাহান বেগম (৬৬) গত ০৯/০১/২০২৪ইং, রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে উক্ত প্রতিস্থাপনের জাবেদান কলের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।অপরদিকে, খোঁজ নিয়ে জানা গেছে- ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা কৃতদের মধ্যে অভিযোগকারী ৭জন-কে নাগরিক সনদ পত্র প্রদান করেন।জীবিত ব্যক্তিদের মৃত: দেখিয়ে ইচ্ছা কৃত দুর্ণীতির ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী। ২নং উত্তর ভাগইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার মুঠোফোনে বলেন-জীবিত ভাতা ভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করার বিষয়টি সঠিক।

 

বিষয়টি সমাধানারে চেষ্টা চলছে । এ বিষয়ে জানতে চাইলে ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টাকরলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে জানতে চাইলে সত্যতা স্বীকার করে রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান বলেন- বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে সমাধান হয়েছে।মৌলভীবাজার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন-জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায় নাম অন্তভুক্ত করা সত্যি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» কদমতলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

» আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য আটক!

» শপথ নিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নব নির্বাচিত কমিটি

» শার্শায় প্রার্থীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

» বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শুরু

» মহান মে দিবস উপলক্ষে শার্শায় শ্রমিক ইউনিয়নের দিনব্যাপী কর্মসূচী

» ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী কে দেশে হস্তান্তর

» বেনাপোলে বাস চাপায় শ্রমিক নিহত

» ফতুল্লায় তীব্র তাপদাহে প্রশান্তির লক্ষ্যে যুবলীগের উদ্যোগে শরবত বিতরণ ও বৃক্ষরোপণ

» ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করল যুবদল নেতা মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৮ মে ২০২৪, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনগরে বয়স্ক ও বিধবা, জীবিত ভাতাভোগীদের মৃত:দেখিয়ে প্রতিস্থাপন

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক,বিধবা ও জীবিত ভাতা ভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করা হয়েছে। একদিকে মৃত দেখিয়ে, জীবিত ভাতা ভোগীদের বয়স্ক ভাতা কর্তন করে নিজস্ব বলয়ের লোকজনকে দিচ্ছেন ভাতা সুবিধা। অপরদিকে, ইউনিয়ন অফিস থেকে আবার তাদেরকে দেয়া হচ্ছে নাগরিকত্ব সনদ। অভিযোগ উঠেছে- জেলার ৬৭টি ইউনিয়নে জীবিত মানুষকে মৃত বানিয়ে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন, ইউপি মেম্বার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সমাজ সেবার কর্মকতা।

 

এ সব বিষয়ে ভাতা ভোগীরা অভিযোগ করে প্রতিকার পাচ্ছেনা। নিরীহ অসহায় অবহেলিত এসব নারী-পুরুষের কান্না‘র গল্পটিসত্যি বেদনা দায়ক। গত ২৮ জানুয়ারী সরেজমিন- রাজনগর উপজেলার উত্তর ভাগই উনিয়নের চেয়ারম্যান কার্যালয় গিয়ে দেখাযায়-চেয়ারম্যান ও মেম্বার সাংবাদিকদের আসার সংবাদ পেয়ে গা-ঢাকা দিয়েছেন। জানা গেছে- গত ২৪ জানুয়ারী এ ঘটনায় একাধিক ভুক্তভোগী প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়-ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সরকারি ভাবে সহযোগিতা প্রাপ্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, ভাতা ভোগী ব্যাক্তিগণের মধ্যে জীবিত ব্যাক্তিকে স্বারকনং- ৩০৭৩/২২-২৩ইং,তারিখ : ১৩/১১/২০২২ইং, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল স্বাক্ষরিত মৃত্যু সনদ পত্রে মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা তৈরি করা হয়।

 

তালিকা মোতাবেক, মোছাঃনছিরা বিবি (৭১), বহিনং- ৬৭৮৭, ক্রমিকনং- ৩১,গ্রাম চান্দভাগ। জমিরুন নেছা (৭৬), বহিনং ৩১০৩, ক্রমিকনং- ৩৪, গ্রাম চান্দভাগ।নুরজাহান বেগম (৬৬),তালিকা মোতাবেক-পিতা ছানুমিয়া, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ অনুয়ায়ী. পিতা- মৃতঃসমরেন্দ্র দাস, বহিনং ৫৯৮৫, ক্রমিক নং-৩৮, গ্রাম : উত্তরভাগ,উত্তর।জয়ন্তী রানী দেব(৯৬),বহিনং-তালিকায়-৫.৮১৮০৮ ঊ+১২)/ভাতা ভোগীর বহি মোতাবেক-বহিনং- ৫৪৭৫, গ্রাম চান্দভাগ। বাসন্তীনম:শুদ্র (৭৩),বহি নং-২৬৭০, ক্রমিকনং- ১১, গ্রামÑচান্দভাগ, চা-বাগান। আব্দুলমন্নান (৭৬),বহি নং-৪০৩৫, ক্রমিকনং- ৭৭, গ্রামÑমুটুকপুর।রাবেয়াবেগম(৬২), বহি নং-১৩৭৭, ক্রমিকনং- ০২, (বিধবা), গ্রাম- সুনামপুর। আব্দুসসাত্তার (৭০),বহি নং-২৬৪৯, ক্রমিকনং- ৩২, গ্রাম- উত্তরভাগ, দক্ষিণ সহনাম প্রকাশনা করার শর্তে একাধিক জীবিত ব্যক্তিকে মৃতঃ দেখিয়ে বিগত ০৭/১২/২০২২ইং, ও ০৪/০১/২০২৩ইং পৃথক পৃথক তারিখে ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায়  ইচ্ছাকৃত দুণীতি ও স্বজনপ্রীতির আশ্রয়ে অন্যায় লাভের বশবর্তী হয়ে দরখাস্ত কারী জীবিত ব্যক্তিগণকে মৃতঃ দেখিয়ে নাম কর্তন করা হয়।

 

ভুক্তভোগীদের মধ্যে নুরজাহান বেগম (৬৬) গত ০৯/০১/২০২৪ইং, রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে উক্ত প্রতিস্থাপনের জাবেদান কলের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।অপরদিকে, খোঁজ নিয়ে জানা গেছে- ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা কৃতদের মধ্যে অভিযোগকারী ৭জন-কে নাগরিক সনদ পত্র প্রদান করেন।জীবিত ব্যক্তিদের মৃত: দেখিয়ে ইচ্ছা কৃত দুর্ণীতির ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী। ২নং উত্তর ভাগইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার মুঠোফোনে বলেন-জীবিত ভাতা ভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করার বিষয়টি সঠিক।

 

বিষয়টি সমাধানারে চেষ্টা চলছে । এ বিষয়ে জানতে চাইলে ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টাকরলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে জানতে চাইলে সত্যতা স্বীকার করে রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান বলেন- বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে সমাধান হয়েছে।মৌলভীবাজার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন-জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায় নাম অন্তভুক্ত করা সত্যি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD