শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (শাবিপ্রবি) প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে পুলিশ। লাঠিচার্জ থেকে শুরু করে সাউন্ড গ্রেনেডসহ নানান উপায় অবলম্বন করে পুলিশ শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে, হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনেককে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘শাবিপ্রবিতে যা ঘটেছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। পরিস্থিতি মোকাবিলা করতে কেবল যে উপাচার্য ব্যর্থ হয়েছেন, তা–ই নয়, বরং শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন তিনি। আন্দোলনের মুখে প্রভোস্ট পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা ইতিমধ্যে ঘটে গিয়েছে।’

 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপচার্য়ের পদত্যাগ চাই। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে তাঁদের হয়রানি বন্ধ করার দাবি জানাই। পাশাপাশি শাবিপ্রবিতে আবাসনসহ শিক্ষাসংক্রান্ত সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করারও দাবি জানাই।

 

আর আমাদের সব সময়ের দাবি পুনর্ব্যক্ত করতে চাই, উপাচার্যসহ সব শিক্ষক নিয়োগে দলীয় পরিচয়কে তুচ্ছ করে মেধা ও শিক্ষাগত যোগ্যতাকে প্রধান করে তুলতে হবে।’

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে আরও বলা হয়, একটি ছোট পরিসরে, ন্যায্য কিছু দাবিতে, এক শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে ঘটনার শুরু। সিরাজুন্নেসা হলের ছাত্রীরা ডাইনিংয়ে খাবারের মানোন্নয়ন, ইন্টারনেটের দ্রুত গতি ও পরিচ্ছন্নতাকর্মীদের সমস্যা সমাধানের মতো ন্যায্য তিনটি দাবি জানান হল প্রাধ্যক্ষের কাছে। প্রাধ্যক্ষের কাছে আশানুরূপ সাড়া না পেয়ে, উল্টো দুর্ব্যবহার পেয়ে এবং ছাত্রলীগের হামলার শিকার হয়ে তাঁরা উপাচার্যের কাছে দাবি জানাতে যান। তাঁদের সঙ্গে সংহতি জানান সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গত রোববার বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন। এরপর পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে বিক্ষুব্ধ হয় সাধারণ শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ উপাচার্যকে অফিস থেকে সরিয়ে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটা এবং শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। গত রোববার রাত সাড়ে আটটার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন। সেই সঙ্গে সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশনা দেন।

 

নির্দেশনা উপেক্ষা করে তিনটি ছাত্র হল ও দুটি ছাত্রী হলের অনেক শিক্ষার্থী হলে থেকে যান। তাঁরা এখন উপাচার্যের পদত্যাগের এক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে ও শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

» দুষ্প্রাপ্য জাতের বিদেশী আঙুর চাষে সফল নারায়ণগঞ্জের সজীব

» বিএমএসএস’র বেনাপোল শাখা কমিটির অনুমোদন

» ফতুল্লায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় রায়হান গ্রেফতার

» না বলে বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ায় স্ত্রীকে স্বামীর ২৭ কোপ!

» আমতলীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

» চলমান তাপদাহে চতুর্থ দিনেও অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সেবা অব্যাহত

» ফতুল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

» ফতুল্লায় “মডেল রিপোর্টার্স ক্লাব”এর আহবায়ক কমিটি ঘোষনা

» তীব্র গরমে ফতুল্লায় ৩য় দিনেও উন্মুক্ত শরবত বিতরনে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (শাবিপ্রবি) প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে পুলিশ। লাঠিচার্জ থেকে শুরু করে সাউন্ড গ্রেনেডসহ নানান উপায় অবলম্বন করে পুলিশ শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে, হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনেককে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘শাবিপ্রবিতে যা ঘটেছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। পরিস্থিতি মোকাবিলা করতে কেবল যে উপাচার্য ব্যর্থ হয়েছেন, তা–ই নয়, বরং শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন তিনি। আন্দোলনের মুখে প্রভোস্ট পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা ইতিমধ্যে ঘটে গিয়েছে।’

 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপচার্য়ের পদত্যাগ চাই। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে তাঁদের হয়রানি বন্ধ করার দাবি জানাই। পাশাপাশি শাবিপ্রবিতে আবাসনসহ শিক্ষাসংক্রান্ত সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করারও দাবি জানাই।

 

আর আমাদের সব সময়ের দাবি পুনর্ব্যক্ত করতে চাই, উপাচার্যসহ সব শিক্ষক নিয়োগে দলীয় পরিচয়কে তুচ্ছ করে মেধা ও শিক্ষাগত যোগ্যতাকে প্রধান করে তুলতে হবে।’

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে আরও বলা হয়, একটি ছোট পরিসরে, ন্যায্য কিছু দাবিতে, এক শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে ঘটনার শুরু। সিরাজুন্নেসা হলের ছাত্রীরা ডাইনিংয়ে খাবারের মানোন্নয়ন, ইন্টারনেটের দ্রুত গতি ও পরিচ্ছন্নতাকর্মীদের সমস্যা সমাধানের মতো ন্যায্য তিনটি দাবি জানান হল প্রাধ্যক্ষের কাছে। প্রাধ্যক্ষের কাছে আশানুরূপ সাড়া না পেয়ে, উল্টো দুর্ব্যবহার পেয়ে এবং ছাত্রলীগের হামলার শিকার হয়ে তাঁরা উপাচার্যের কাছে দাবি জানাতে যান। তাঁদের সঙ্গে সংহতি জানান সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গত রোববার বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন। এরপর পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে বিক্ষুব্ধ হয় সাধারণ শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ উপাচার্যকে অফিস থেকে সরিয়ে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটা এবং শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। গত রোববার রাত সাড়ে আটটার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন। সেই সঙ্গে সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশনা দেন।

 

নির্দেশনা উপেক্ষা করে তিনটি ছাত্র হল ও দুটি ছাত্রী হলের অনেক শিক্ষার্থী হলে থেকে যান। তাঁরা এখন উপাচার্যের পদত্যাগের এক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে ও শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD