সম্মেলনকে কেন্দ্র করে দৌড়ঝাঁপ শুরু’ ছিটকে পড়তে পারেন আব্দুল হাই-বাদল-খোকনসহ অনেকে !

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

চলতি মাসেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে সর্বত্র চলছে আলোচনা। কে থাকছে জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটিতে। কিংবা কেই বাদ পড়ছে পুরানো কমিটির দায়িত্বে থাকা জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটি থেকে। তবে, জেলা ও মহানগর কমিটির পদে আসীন থাকাবস্থায় যে সকল নেতৃবৃন্দ দায়িত্ব অবহেলার মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেছেন তাদের অনেকেই এবারের সম্মেলন থেকে ছিটকে যাওয়ার আশংকা করছেন দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ। সে হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল এবং মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.খোকন সাহার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা।

 

সূত্রমতে, চলতি মাসেই সম্মেলনের কথা রয়েছে জেলা ও মহানগর আওয়ামীলীগের। সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। উত্তর মেরু আর দক্ষিন মেরুর নেতৃবৃন্দ স্বস্ব পদে আসীন হতে শুরু করে দিয়েছেন কেন্দ্র লবিং। তবে, এবারের সম্মেলনে অনেকটা চমক সৃষ্টির আশা করছে তৃনমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামীলীগ নারায়ণগঞ্জের আওয়ামীলীগের ঝান্ডা পরীক্ষিত নেতৃবৃন্দের হাতে তুলে দিবেন এমনটাই প্রত্যাশা মাঠের নেতাকর্মীদের। এবার আর উত্তর মেরু আর দক্ষিন মেরুর কোন লবিংই কাজে আসবে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। যদি এমনটি হয়, তাহলে বিগত সময়ে পদ পদবী দখল করে যে সকল নেতৃবৃন্দ নিজ নিজ আঁেখর গোছাতে ব্যস্ত সময় পার করেছেন তাদের অনেকেই ছিটকে পড়বে এবারের সম্মেলন থেকে। ২০১৬ সালের ৯ অক্টোম্বর মেয়র সেলিনা হায়াত আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত শহীদ বাদলকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয় কেন্দ্র থেকে। এর কিছুদিন পরই ৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। তবে, কমিটি ঘোষনা হওয়ার পর পরই জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের গিরগিটির ন্যায় ভিন্নরূপ প্রকাশ পেতে থাকে। পদ পদবীর নামে দলীয় বানিজ্য থেকে শুরু করে নেতায় নেতায় কোন্দল সৃষ্টির মাধ্যমে দলীয় কোন্দল তৈরীতে তার ভ‚মিকা মূখ্য বলে অনেক নেতৃবৃন্দ মনে করেন। এমনকি বিভিন্ন উপজেলা আওয়ামীলীদের কমিটি প্রদানের ক্ষেত্রে নিজ দলের সভাপতি আঃ হাইয়ের সাথেও দ্বন্ধে জড়িয়ে পড়েছেন বলেও সূত্রে প্রকাশ পায়। এছাড়াও উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে তার ব্যাক্তি বলয়ের নেতৃবৃন্দকে দলে আসীন করার ক্ষেত্রেও তার ভ‚মিকা রয়েছে। আর তার এমন কর্মকান্ডে অনেক পরিক্ষিত মাঠে পর্যায় থেকে শুরু করে দলীয় কর্মসূচী পালনে অগ্রনী ভূমিকা পালন করেছে এমন অনেকেই দল থেকে ছিটকে পড়েছে বলেও নেতৃবৃন্দ অভিযোগ করেন। আর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল পদ পদবী ব্যবহার করে তার ভাগ্য উন্নয়নের মাধ্যমে ধনবান বনে গেলেও খোঁজ খবর রাখেনি তৃনমূলের। এ অবস্থায় নানা অভিযোগে অভিযুক্ত আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল এবারের সম্মেলনে দল থেকে ছিটকে পড়তে পারেন বলেও আশংকা করা হচ্ছে দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে।

 

একই অবস্থা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.খোকন সাহার ক্ষেত্রেও। পদ পদবী ব্যবহার করে তিনিও কমিটি বানিজ্যে মেতে উঠেছেন বলেও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোনারগাঁ আওয়ামীলীগের এক নেতাকে ফোন দিয়ে অর্থ দাবি করা হয়েছিল পদ দেওয়ার কথা বলে। অথচ, তার মহানগর আওয়ামীলীগের একটি ওয়ার্ডেও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে পারেননি তিনি। মহানগর আওয়ামীলীগের নেতা খোকঁন সাহা বিভিন্ন অনুষ্ঠানে উত্তপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে ষ্ঠেজ গরম করতে পারলেও রাজপথে সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করার মত কোন ভূমিকা লক্ষ্য করা যায়নি। তিনিও পদ-পদবী ব্যবহারের মাধ্যমে আঁেখর গোছাতে ব্যস্ত সময় পার করেছেন বলেও তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের অভিযোগ। তাই এবারের সম্মেলনে তিনিও বাদ পড়ার আশংকায় রয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ মনে করেন।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটিতে যারা দায়িত্বে আছেন, তারা ব্যর্থ বলে দাবি করেছেন নেতাকর্মীরা। গত সাত বছরে কোনো ওয়ার্ডে কমিটি দিতে পারেননি তারা। অথচ, নতুন কমিটি গঠনে নির্ধারিত হয়েছে কাউন্সিলের দিন-তারিখ। এ অবস্থায় কেন্দ্রের কাছে বর্তমান কমিটির ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়েছে। আগামী ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা সুষ্ঠু কাউন্সিলের আশায় বর্তমান কমিটির ব্যর্থতার বিষয়গুলো তাই আগেভাগেই কেন্দ্রের কাছে তুলে ধরেছেন। ওয়ার্ড কমিটির আশাও করছেন তারা। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয় আনোয়ার হোসেনকে। তার কমিটির সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট খোকন সাহা। তাদের ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু, দুই বছরের বেশি সময় পর ৭১ সদস্য বিশিষ্ট মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে কমিটি। ২০১৫ সালের ২৬ নভেম্বর ঘোষিত কমিটি অনুমোদনের পর মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাকে বুঝিয়ে দেওয়া হয়। দলীয় একাধিক সুত্র জানায়, এ সাত বছরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে ওয়ার্ডভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও সভা করলেও কমিটি নিয়ে কোনো করেননি সভাপতি-সম্পাদকসহ নেতারা। মহানগর আওয়ামী লীগের অধীনে রয়েছে ২৭ টি ওয়ার্ড। এসব ওয়ার্ড আবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। ওয়ার্ডগুলোর অধিকাংশ জনপ্রতিনিধিই আওয়ামী লীগের। তারাও কমিটিও সভাপতি-সম্পাদকের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন। পুরো কমিটিই একটি ‘ব্যর্থ হাল’ বলে মন্তব্যও করেছেন তারা। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, ওয়ার্ড কমিটি কেন করা যায়নি সেটা স্পষ্ট করে বলা সম্ভব নয়। হয়ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে বোঝাপড়ার অভাব ছিল। সে কারণেই হয়ত ওয়ার্ড কমিটিগুলো হয়নি। কমিটির ব্যর্থতার দায় নিজের ওপর নিয়ে তিনি বলেন, দায় তো আমাদের সকলেরই। আমি যেহেতু মহানগরের সাংগঠনিক সম্পাদক ব্যর্থতার দায় আমার ওপরও বর্তায়। সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি করতে পারেননি। তাই এ দায় আমাদের নিতেই হবে। আসন্ন কাউন্সিল সম্পর্কে কোনো কথা বলেননি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিয়ে অন্য নেতারাও কোনো কথা বলতে চাননি।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» বিএমএসএস’র বেনাপোল শাখা কমিটির অনুমোদন

» ফতুল্লায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় রায়হান গ্রেফতার

» না বলে বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ায় স্ত্রীকে স্বামীর ২৭ কোপ!

» আমতলীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

» চলমান তাপদাহে চতুর্থ দিনেও অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সেবা অব্যাহত

» ফতুল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

» ফতুল্লায় “মডেল রিপোর্টার্স ক্লাব”এর আহবায়ক কমিটি ঘোষনা

» তীব্র গরমে ফতুল্লায় ৩য় দিনেও উন্মুক্ত শরবত বিতরনে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন

» নারায়ণগঞ্জে অসহনীয় তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ

» শেরপুরে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্মেলনকে কেন্দ্র করে দৌড়ঝাঁপ শুরু’ ছিটকে পড়তে পারেন আব্দুল হাই-বাদল-খোকনসহ অনেকে !

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

চলতি মাসেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে সর্বত্র চলছে আলোচনা। কে থাকছে জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটিতে। কিংবা কেই বাদ পড়ছে পুরানো কমিটির দায়িত্বে থাকা জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটি থেকে। তবে, জেলা ও মহানগর কমিটির পদে আসীন থাকাবস্থায় যে সকল নেতৃবৃন্দ দায়িত্ব অবহেলার মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেছেন তাদের অনেকেই এবারের সম্মেলন থেকে ছিটকে যাওয়ার আশংকা করছেন দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ। সে হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল এবং মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.খোকন সাহার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা।

 

সূত্রমতে, চলতি মাসেই সম্মেলনের কথা রয়েছে জেলা ও মহানগর আওয়ামীলীগের। সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। উত্তর মেরু আর দক্ষিন মেরুর নেতৃবৃন্দ স্বস্ব পদে আসীন হতে শুরু করে দিয়েছেন কেন্দ্র লবিং। তবে, এবারের সম্মেলনে অনেকটা চমক সৃষ্টির আশা করছে তৃনমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামীলীগ নারায়ণগঞ্জের আওয়ামীলীগের ঝান্ডা পরীক্ষিত নেতৃবৃন্দের হাতে তুলে দিবেন এমনটাই প্রত্যাশা মাঠের নেতাকর্মীদের। এবার আর উত্তর মেরু আর দক্ষিন মেরুর কোন লবিংই কাজে আসবে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। যদি এমনটি হয়, তাহলে বিগত সময়ে পদ পদবী দখল করে যে সকল নেতৃবৃন্দ নিজ নিজ আঁেখর গোছাতে ব্যস্ত সময় পার করেছেন তাদের অনেকেই ছিটকে পড়বে এবারের সম্মেলন থেকে। ২০১৬ সালের ৯ অক্টোম্বর মেয়র সেলিনা হায়াত আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত শহীদ বাদলকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয় কেন্দ্র থেকে। এর কিছুদিন পরই ৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। তবে, কমিটি ঘোষনা হওয়ার পর পরই জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের গিরগিটির ন্যায় ভিন্নরূপ প্রকাশ পেতে থাকে। পদ পদবীর নামে দলীয় বানিজ্য থেকে শুরু করে নেতায় নেতায় কোন্দল সৃষ্টির মাধ্যমে দলীয় কোন্দল তৈরীতে তার ভ‚মিকা মূখ্য বলে অনেক নেতৃবৃন্দ মনে করেন। এমনকি বিভিন্ন উপজেলা আওয়ামীলীদের কমিটি প্রদানের ক্ষেত্রে নিজ দলের সভাপতি আঃ হাইয়ের সাথেও দ্বন্ধে জড়িয়ে পড়েছেন বলেও সূত্রে প্রকাশ পায়। এছাড়াও উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে তার ব্যাক্তি বলয়ের নেতৃবৃন্দকে দলে আসীন করার ক্ষেত্রেও তার ভ‚মিকা রয়েছে। আর তার এমন কর্মকান্ডে অনেক পরিক্ষিত মাঠে পর্যায় থেকে শুরু করে দলীয় কর্মসূচী পালনে অগ্রনী ভূমিকা পালন করেছে এমন অনেকেই দল থেকে ছিটকে পড়েছে বলেও নেতৃবৃন্দ অভিযোগ করেন। আর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল পদ পদবী ব্যবহার করে তার ভাগ্য উন্নয়নের মাধ্যমে ধনবান বনে গেলেও খোঁজ খবর রাখেনি তৃনমূলের। এ অবস্থায় নানা অভিযোগে অভিযুক্ত আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল এবারের সম্মেলনে দল থেকে ছিটকে পড়তে পারেন বলেও আশংকা করা হচ্ছে দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে।

 

একই অবস্থা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.খোকন সাহার ক্ষেত্রেও। পদ পদবী ব্যবহার করে তিনিও কমিটি বানিজ্যে মেতে উঠেছেন বলেও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোনারগাঁ আওয়ামীলীগের এক নেতাকে ফোন দিয়ে অর্থ দাবি করা হয়েছিল পদ দেওয়ার কথা বলে। অথচ, তার মহানগর আওয়ামীলীগের একটি ওয়ার্ডেও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে পারেননি তিনি। মহানগর আওয়ামীলীগের নেতা খোকঁন সাহা বিভিন্ন অনুষ্ঠানে উত্তপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে ষ্ঠেজ গরম করতে পারলেও রাজপথে সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করার মত কোন ভূমিকা লক্ষ্য করা যায়নি। তিনিও পদ-পদবী ব্যবহারের মাধ্যমে আঁেখর গোছাতে ব্যস্ত সময় পার করেছেন বলেও তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের অভিযোগ। তাই এবারের সম্মেলনে তিনিও বাদ পড়ার আশংকায় রয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ মনে করেন।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটিতে যারা দায়িত্বে আছেন, তারা ব্যর্থ বলে দাবি করেছেন নেতাকর্মীরা। গত সাত বছরে কোনো ওয়ার্ডে কমিটি দিতে পারেননি তারা। অথচ, নতুন কমিটি গঠনে নির্ধারিত হয়েছে কাউন্সিলের দিন-তারিখ। এ অবস্থায় কেন্দ্রের কাছে বর্তমান কমিটির ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়েছে। আগামী ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা সুষ্ঠু কাউন্সিলের আশায় বর্তমান কমিটির ব্যর্থতার বিষয়গুলো তাই আগেভাগেই কেন্দ্রের কাছে তুলে ধরেছেন। ওয়ার্ড কমিটির আশাও করছেন তারা। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয় আনোয়ার হোসেনকে। তার কমিটির সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট খোকন সাহা। তাদের ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু, দুই বছরের বেশি সময় পর ৭১ সদস্য বিশিষ্ট মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে কমিটি। ২০১৫ সালের ২৬ নভেম্বর ঘোষিত কমিটি অনুমোদনের পর মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাকে বুঝিয়ে দেওয়া হয়। দলীয় একাধিক সুত্র জানায়, এ সাত বছরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে ওয়ার্ডভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও সভা করলেও কমিটি নিয়ে কোনো করেননি সভাপতি-সম্পাদকসহ নেতারা। মহানগর আওয়ামী লীগের অধীনে রয়েছে ২৭ টি ওয়ার্ড। এসব ওয়ার্ড আবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। ওয়ার্ডগুলোর অধিকাংশ জনপ্রতিনিধিই আওয়ামী লীগের। তারাও কমিটিও সভাপতি-সম্পাদকের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন। পুরো কমিটিই একটি ‘ব্যর্থ হাল’ বলে মন্তব্যও করেছেন তারা। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, ওয়ার্ড কমিটি কেন করা যায়নি সেটা স্পষ্ট করে বলা সম্ভব নয়। হয়ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে বোঝাপড়ার অভাব ছিল। সে কারণেই হয়ত ওয়ার্ড কমিটিগুলো হয়নি। কমিটির ব্যর্থতার দায় নিজের ওপর নিয়ে তিনি বলেন, দায় তো আমাদের সকলেরই। আমি যেহেতু মহানগরের সাংগঠনিক সম্পাদক ব্যর্থতার দায় আমার ওপরও বর্তায়। সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি করতে পারেননি। তাই এ দায় আমাদের নিতেই হবে। আসন্ন কাউন্সিল সম্পর্কে কোনো কথা বলেননি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিয়ে অন্য নেতারাও কোনো কথা বলতে চাননি।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD