সর্বত্রই পুলিশের প্রশংসা, খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে পুনাক

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চিকিৎসকদের পরই সর্বোচ্চ ভুমিকা পালন করছে পুলিশ। দিন-রাত এক করে দেওয়া পুলিশের মধ্যে করোনাতাংক বিরাজ না করলেও ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ সদস্য। নিজের জীবন বাজি রেখে সবচেয়ে বেশি ভুমিকা রাখছে পুলিশ সদস্যরা। সারাদেশে পুলিশের ভুমিকার প্রশংসা করছেন সাধারণ মানুষ। রাস্তায় চলাচলরত মানুষকে করোনা রোধে সচেতন করার প্রচেষ্টা করছে পুলিশ সদস্যরা। মৃতদেহ দাফন থেকে শুরু করে কর্মহীনদের খাদ্য সহায়তা ও পুলিশের নানামুখী সচেতনতামূলক কাজে নেটি দুনিয়া সহ সর্বত্রই এখন পুলিশের প্রশংসা চলছে। মানবিক পুলিশের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেতৃবৃন্দ। বগুড়া সহ সারাদেশে জেলা-উপজেলায় সরেজমিনে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিচ্ছেন তাঁরা।

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলছে সাধারণ ছুটি। কিন্তু ছুটি নেই পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দিন-রাত কাজ করছে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, কাজ করছে সব শ্রেনীর মানুষের জন্য। সব রকম কাজ। সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য ঘরে ঘরে খাবার সামগ্রীও পৌছে দিচ্ছে পুলিশ সদস্যরা। করোনা দুর্যোগের মধ্যে কেউ মারা গেলে স্থানীয় লোকজন এমনকি পরিবারের লোকজনও মৃতদেহের কাছে আসছে না। জানাযা থেকে দাফন পর্যন্ত করছে পুলিশ। সম্প্রতি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করোনা আতঙ্কে কবর খুঁড়তেও বাধা দেয় স্থানীয়রা। পরে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসি সহ পুলিশ সদস্যরাই করে জানাযা এবং দাফন।

 

অন্যদিকে করোনায় মৃত ব্যক্তিদের দাফনে জমি দিয়েছেন বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম জাহিদ। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি এলাকায় ১৭ শতাংশ জমি দান করেছেন কবরস্থানের জন্য।

 

এছাড়া করোনার দুর্দিনে ঘরে থাকা পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ব্যতিক্রম কার্যক্রম করেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আলী আশরাফ ভুঞা। কর্মহীনদের বাড়িতেও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ সদস্যরা। পুলিশ সুপারের আকস্মিক আগমনে অবাক হন অনেকে। হঠাৎ খাবার নিয়ে বাড়িতে পুলিশ আসায় মন ভরে যাচ্ছে কর্মহীনদের।

 

এবার জেলা পুলিশের পাশাপাশি করোনা দুর্যোগে কর্ম-হারানো খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ত্রাণ বিতরণের পরিধি বৃদ্ধি করা হচ্ছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফ। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে জেলা সদর সহ নন্দীগ্রাম উপজেলা, ধুনট ও শেরপুর উপজেলা এবং শাজাহানপুর থানা এলাকার খেটে খাওয়া কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) মুঠোফোনে বগুড়া পুনাকের সাধারণ সম্পাদিকা মঞ্জুরী ইসলাম বলেন, জেলা পুলিশের পাশাপাশি করোনা দুর্যোগে কর্ম-হারানো খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি আমরা। মানুষ মানুষের জন্য। সমাজের প্রত্যেক বিত্তবানরা নিজেদের অবস্থান থেকে নিজ নিজ এলাকার কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালে খাদ্যের অভাব হবে না মন্তব্য করে পুনাকের নেত্রী মঞ্জুরী ইসলাম বলেন, আমাদের সভানেত্রী রোমানা আশরাফের প্রচেষ্টায় ত্রাণ বিতরণের পরিধি বৃদ্ধি করে এ কার্যক্রম চলমান রাখবে বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

 

এদিকে, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, ‘রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতে করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। বিভাগীয় পর্যায়েও নেওয়া হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। করোনায় আক্রান্ত পুলিশের যেকোনও সদস্যের সুচিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘পুলিশ সদস্য ও তাদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ রয়েছে।

 

সাধারণ মানুষের কল্যাণে পুলিশের সব সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালোবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাবে।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

» দুষ্প্রাপ্য জাতের বিদেশী আঙুর চাষে সফল নারায়ণগঞ্জের সজীব

» বিএমএসএস’র বেনাপোল শাখা কমিটির অনুমোদন

» ফতুল্লায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় রায়হান গ্রেফতার

» না বলে বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ায় স্ত্রীকে স্বামীর ২৭ কোপ!

» আমতলীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

» চলমান তাপদাহে চতুর্থ দিনেও অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সেবা অব্যাহত

» ফতুল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

» ফতুল্লায় “মডেল রিপোর্টার্স ক্লাব”এর আহবায়ক কমিটি ঘোষনা

» তীব্র গরমে ফতুল্লায় ৩য় দিনেও উন্মুক্ত শরবত বিতরনে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বত্রই পুলিশের প্রশংসা, খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে পুনাক

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চিকিৎসকদের পরই সর্বোচ্চ ভুমিকা পালন করছে পুলিশ। দিন-রাত এক করে দেওয়া পুলিশের মধ্যে করোনাতাংক বিরাজ না করলেও ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ সদস্য। নিজের জীবন বাজি রেখে সবচেয়ে বেশি ভুমিকা রাখছে পুলিশ সদস্যরা। সারাদেশে পুলিশের ভুমিকার প্রশংসা করছেন সাধারণ মানুষ। রাস্তায় চলাচলরত মানুষকে করোনা রোধে সচেতন করার প্রচেষ্টা করছে পুলিশ সদস্যরা। মৃতদেহ দাফন থেকে শুরু করে কর্মহীনদের খাদ্য সহায়তা ও পুলিশের নানামুখী সচেতনতামূলক কাজে নেটি দুনিয়া সহ সর্বত্রই এখন পুলিশের প্রশংসা চলছে। মানবিক পুলিশের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেতৃবৃন্দ। বগুড়া সহ সারাদেশে জেলা-উপজেলায় সরেজমিনে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিচ্ছেন তাঁরা।

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলছে সাধারণ ছুটি। কিন্তু ছুটি নেই পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দিন-রাত কাজ করছে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, কাজ করছে সব শ্রেনীর মানুষের জন্য। সব রকম কাজ। সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য ঘরে ঘরে খাবার সামগ্রীও পৌছে দিচ্ছে পুলিশ সদস্যরা। করোনা দুর্যোগের মধ্যে কেউ মারা গেলে স্থানীয় লোকজন এমনকি পরিবারের লোকজনও মৃতদেহের কাছে আসছে না। জানাযা থেকে দাফন পর্যন্ত করছে পুলিশ। সম্প্রতি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করোনা আতঙ্কে কবর খুঁড়তেও বাধা দেয় স্থানীয়রা। পরে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসি সহ পুলিশ সদস্যরাই করে জানাযা এবং দাফন।

 

অন্যদিকে করোনায় মৃত ব্যক্তিদের দাফনে জমি দিয়েছেন বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম জাহিদ। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি এলাকায় ১৭ শতাংশ জমি দান করেছেন কবরস্থানের জন্য।

 

এছাড়া করোনার দুর্দিনে ঘরে থাকা পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ব্যতিক্রম কার্যক্রম করেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আলী আশরাফ ভুঞা। কর্মহীনদের বাড়িতেও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ সদস্যরা। পুলিশ সুপারের আকস্মিক আগমনে অবাক হন অনেকে। হঠাৎ খাবার নিয়ে বাড়িতে পুলিশ আসায় মন ভরে যাচ্ছে কর্মহীনদের।

 

এবার জেলা পুলিশের পাশাপাশি করোনা দুর্যোগে কর্ম-হারানো খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ত্রাণ বিতরণের পরিধি বৃদ্ধি করা হচ্ছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফ। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে জেলা সদর সহ নন্দীগ্রাম উপজেলা, ধুনট ও শেরপুর উপজেলা এবং শাজাহানপুর থানা এলাকার খেটে খাওয়া কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) মুঠোফোনে বগুড়া পুনাকের সাধারণ সম্পাদিকা মঞ্জুরী ইসলাম বলেন, জেলা পুলিশের পাশাপাশি করোনা দুর্যোগে কর্ম-হারানো খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি আমরা। মানুষ মানুষের জন্য। সমাজের প্রত্যেক বিত্তবানরা নিজেদের অবস্থান থেকে নিজ নিজ এলাকার কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালে খাদ্যের অভাব হবে না মন্তব্য করে পুনাকের নেত্রী মঞ্জুরী ইসলাম বলেন, আমাদের সভানেত্রী রোমানা আশরাফের প্রচেষ্টায় ত্রাণ বিতরণের পরিধি বৃদ্ধি করে এ কার্যক্রম চলমান রাখবে বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

 

এদিকে, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, ‘রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতে করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। বিভাগীয় পর্যায়েও নেওয়া হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। করোনায় আক্রান্ত পুলিশের যেকোনও সদস্যের সুচিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘পুলিশ সদস্য ও তাদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ রয়েছে।

 

সাধারণ মানুষের কল্যাণে পুলিশের সব সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালোবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাবে।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD