১৭ বছর ধরে অস্ত্র মামলার হাজিরা দিচ্ছেন শতবর্ষী রাবেয়া

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

উজ্জীবিত বিডি রিপোর্ট :- নাম তার রাবেয়া খাতুন। বয়স এখন ১০৪। এ বয়সে যখন তার ঘরে থাকার কথা, তিনি পারেন না। বয়সের ভারে ন্যূব্জ এই শতবর্ষীকে হাজিরা দিতে হয় আদালতে। গত ১৭ বছর ধরে একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন তিনি। খেটেছিলেন ছয় মাসের জেলও।

 

ঢাকার একটি আদালতে গত ১৭ বছর ধরেই চলমান ওই মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। আদালতের ধার্য তারিখে নিজেই আদালতে এসে হাজিরা দেন রাবেয়া। অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য না হওয়ায় ঝুলতে থাকা এই মামলায় আর কতদিন তাকে হাজিরা দিতে হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ।

 

মামলার হাজিরা দিতে হলেও নিজেকে নির্দোষ দাবি করেন শতবর্ষী রাবেয়া। আজ বুধবার আদালতে হাজিরা দিতে এসে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘আমার বয়স এখন ১০৪ বছর। বিচারক হয় আমাকে খালাস দিক, না হয় মেরে ফেলুক।’ এই বয়সে আর আদালতে আসতে পারছেন না বলেও জানান তিনি।

 

এদিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় আজ বুধবারও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিনও তিনি আদালতে হাজির হন। সাক্ষী না আসায় ওই আদালতের বিচারক মো. আল মামুন আগামী ৩১ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন।

 

এ সম্পর্কে ওই আদালতের আইনজীবী আব্দুর সাত্তার দুলাল বলেন, মামলাটিতে ১৫ জন সাক্ষী রয়েছে। ছয় জনের সাক্ষ্য হয়েছে। এখনও মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষী হয়নি। আমরা জানতে পেরেছি, তদন্ত কর্মকর্তা মারা গেছেন। তাই আদালত বিষয়টি নিশ্চিত হতে পুলিশ প্রতিবেদন তলব করেছেন। ওই প্রতিবেদন আসলে মামলাটি নিষ্পতির দিকে নেওয়া যাবে।

 

তবে এ সম্পর্কে রাবেয়া বেগমের আইনজীবী মেহেদী হাছান পলাশ বলেন, একজন বয়স্ক মহিলা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ১৭ বছর ধরে আদালতে আসছেন। গ্রেপ্তার হওয়ার পর ছয় মাস জেলও খেটেছেন। রাষ্ট্রপক্ষ সাক্ষী না আনতে পারায় সতের বছর ধরে মামলাটি চলছে। কবে শেষ হবে তাও ঠিন নেই।

 

তিনি আরও বলেন, পূর্বের বিচারক মামলাটি সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য করেন। ওই বিচারক বদলি হয়ে যাওয়ার পর নতুন বিচারক পুনরায় মামলায় সাক্ষ্যগ্রহণে ফিরিয়ে নেন। সর্বশেষ ২০১৪ সালে সাক্ষী হয়েছে। এরপর গত পাঁচ বছর রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করেনি।

 

মামলার নথিকে দেখা যায়, ২০০২ সালে ২ জুন তেজগাঁও থানায় দায়ের হওয়া এ মামলায় একই বছর ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল হয়। পর বছর ২৪ মার্চ চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২০০৭ সালের ১৮ জানুয়ারি সাক্ষ্য শুরু হওয়া এ মামলায় ২০১৪ সালের ১১ মে পর্যন্ত ৬ জনের সাক্ষ্য হয়। ১৫ জন সাক্ষী থাকা এ মামলায় এরপর আর কোনো সাক্ষ্য হয়নি। 

 

মামলার এজহারে পুলিশের অভিযোগ, তেজগাঁও থানাধীন কাজীপাড়াস্থ ৩/ক, গার্ডেন রোডের আব্দুল মজিদের ঘরের দক্ষিণ পাশে ২০০২ সালের ১ জুন রাত সাড়ে ১১টায় একটি চটেরব্যাগসহ পালানোর সময় গ্রেপ্তার হন রাবেয়া বেগম। ওই সময় ব্যাগের ভেতর ছয় রাউন্ডগুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

 

ওই ঘটনায় তেজগাঁও থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে রাবেয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ছয় মাস কারাভোগের পর রাবেয়া খাতুন জামিন পান। মামলার চার্জশিটে রাবেয়া এবং পলাতক জুলহাস নামে আরও একজনকে আসামি করা হয়।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী কে দেশে হস্তান্তর

» বেনাপোলে বাস চাপায় শ্রমিক নিহত

» ফতুল্লায় তীব্র তাপদাহে প্রশান্তির লক্ষ্যে যুবলীগের উদ্যোগে শরবত বিতরণ ও বৃক্ষরোপণ

» ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করল যুবদল নেতা মাসুম

» কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করলো যুবদলের সভাপতি মাসুম

» ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা ৪৭০ কেজি চিংড়ি জব্দ

» আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু!

» শার্শায় তীব্র গরমে ফ্রি’তে শরবত খাওয়ায়ে বাহবা কুড়ালেন ভাজা বিক্রেতা ইদ্রিস আলী

» পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

» দুষ্প্রাপ্য জাতের বিদেশী আঙুর চাষে সফল নারায়ণগঞ্জের সজীব

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২ মে ২০২৪, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ বছর ধরে অস্ত্র মামলার হাজিরা দিচ্ছেন শতবর্ষী রাবেয়া

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

উজ্জীবিত বিডি রিপোর্ট :- নাম তার রাবেয়া খাতুন। বয়স এখন ১০৪। এ বয়সে যখন তার ঘরে থাকার কথা, তিনি পারেন না। বয়সের ভারে ন্যূব্জ এই শতবর্ষীকে হাজিরা দিতে হয় আদালতে। গত ১৭ বছর ধরে একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন তিনি। খেটেছিলেন ছয় মাসের জেলও।

 

ঢাকার একটি আদালতে গত ১৭ বছর ধরেই চলমান ওই মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। আদালতের ধার্য তারিখে নিজেই আদালতে এসে হাজিরা দেন রাবেয়া। অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য না হওয়ায় ঝুলতে থাকা এই মামলায় আর কতদিন তাকে হাজিরা দিতে হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ।

 

মামলার হাজিরা দিতে হলেও নিজেকে নির্দোষ দাবি করেন শতবর্ষী রাবেয়া। আজ বুধবার আদালতে হাজিরা দিতে এসে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘আমার বয়স এখন ১০৪ বছর। বিচারক হয় আমাকে খালাস দিক, না হয় মেরে ফেলুক।’ এই বয়সে আর আদালতে আসতে পারছেন না বলেও জানান তিনি।

 

এদিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় আজ বুধবারও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিনও তিনি আদালতে হাজির হন। সাক্ষী না আসায় ওই আদালতের বিচারক মো. আল মামুন আগামী ৩১ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন।

 

এ সম্পর্কে ওই আদালতের আইনজীবী আব্দুর সাত্তার দুলাল বলেন, মামলাটিতে ১৫ জন সাক্ষী রয়েছে। ছয় জনের সাক্ষ্য হয়েছে। এখনও মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষী হয়নি। আমরা জানতে পেরেছি, তদন্ত কর্মকর্তা মারা গেছেন। তাই আদালত বিষয়টি নিশ্চিত হতে পুলিশ প্রতিবেদন তলব করেছেন। ওই প্রতিবেদন আসলে মামলাটি নিষ্পতির দিকে নেওয়া যাবে।

 

তবে এ সম্পর্কে রাবেয়া বেগমের আইনজীবী মেহেদী হাছান পলাশ বলেন, একজন বয়স্ক মহিলা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ১৭ বছর ধরে আদালতে আসছেন। গ্রেপ্তার হওয়ার পর ছয় মাস জেলও খেটেছেন। রাষ্ট্রপক্ষ সাক্ষী না আনতে পারায় সতের বছর ধরে মামলাটি চলছে। কবে শেষ হবে তাও ঠিন নেই।

 

তিনি আরও বলেন, পূর্বের বিচারক মামলাটি সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য করেন। ওই বিচারক বদলি হয়ে যাওয়ার পর নতুন বিচারক পুনরায় মামলায় সাক্ষ্যগ্রহণে ফিরিয়ে নেন। সর্বশেষ ২০১৪ সালে সাক্ষী হয়েছে। এরপর গত পাঁচ বছর রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করেনি।

 

মামলার নথিকে দেখা যায়, ২০০২ সালে ২ জুন তেজগাঁও থানায় দায়ের হওয়া এ মামলায় একই বছর ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল হয়। পর বছর ২৪ মার্চ চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২০০৭ সালের ১৮ জানুয়ারি সাক্ষ্য শুরু হওয়া এ মামলায় ২০১৪ সালের ১১ মে পর্যন্ত ৬ জনের সাক্ষ্য হয়। ১৫ জন সাক্ষী থাকা এ মামলায় এরপর আর কোনো সাক্ষ্য হয়নি। 

 

মামলার এজহারে পুলিশের অভিযোগ, তেজগাঁও থানাধীন কাজীপাড়াস্থ ৩/ক, গার্ডেন রোডের আব্দুল মজিদের ঘরের দক্ষিণ পাশে ২০০২ সালের ১ জুন রাত সাড়ে ১১টায় একটি চটেরব্যাগসহ পালানোর সময় গ্রেপ্তার হন রাবেয়া বেগম। ওই সময় ব্যাগের ভেতর ছয় রাউন্ডগুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

 

ওই ঘটনায় তেজগাঁও থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে রাবেয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ছয় মাস কারাভোগের পর রাবেয়া খাতুন জামিন পান। মামলার চার্জশিটে রাবেয়া এবং পলাতক জুলহাস নামে আরও একজনকে আসামি করা হয়।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD