৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আর সারা দেশে এমন ফার্মেসির সংখ্যা আরও বেশি হবে। এসব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ভোক্তারা। পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। তাই এই অনিয়ম ঠেকাতে অধিদফতরের পক্ষ থেকে সারা দেশে তিন স্তরের তদারকি টিম গঠন করা হয়েছে। তারা ক্রেতা সেজে বা ঝটিকা অভিযানের মাধ্যমে ফার্মেসিগুলো তদারকি করবে। ওষুধ বিক্রিতে কোনো ধরনের অনিয়ম পেলেই ভোক্তা আইনের বিভিন্ন ধারায় কঠোর শাস্তি প্রদান করা হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে।

 

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার যুগান্তরকে বলেন, ‘নিয়মিত বাজার তদারকির এক বছরের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। অধিদফতর ভোক্তা আইনের বিভিন্ন ধারায় এ ধরনের অনেক প্রতিষ্ঠানকে শাস্তি দিয়েছে। অনেক প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এই প্রতারণা রোধে অধিদফতরের পক্ষ থেকে সারা দেশে তিন স্তরের তদারকি টিম গঠন করা হয়েছে। তারা ক্রেতা সেজে বা ঝটিকা অভিযানের মাধ্যমে ওষুধ বিক্রি তদারকি করবে।’

 

তিনি আরও বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সম্প্রতি আমরা তেজগাঁও এলাকার ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। এ সপ্তাহের মধ্যে পল্টন ও মিটফোর্ড এলাকার ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করব। এরপর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা আইনে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’

 

অধিদফতরের বাজার তদারকির তথ্য অনুযায়ী, গত ৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানকালে রাজধানীর ধানমণ্ডি ও শাহজাহানপুর থানার কিয়োর ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার প্যানকেয়ার মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ মার্চ শ্যামলীতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৯ মার্চ মুগদা এলাকার ভোলা ড্রাগ হাউস, ঢাকা ড্রাগ হাউস এবং রানা ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ১১ মার্চ বনানী এলাকায় বেস্ট ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অপরাধে ১২ মার্চ খিলক্ষেতের সিয়াম ফার্মেসিকে বন্ধ করে দেয়া হয়।

অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল যুগান্তরকে বলেন, ‘আমরা প্রতিদিন বাজার তদারকি করছি। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১ সদস্যরা।’

 

অধিদফতর সূত্রে জানা যায়, অসাধু বিক্রেতারা অনেক সময় মেয়াদোত্তীর্ণ ওষুধের গায়ে নতুন করে মেয়াদ সংবলিত স্টিকার লাগিয়ে তা বিক্রি করে। নতুন স্টিকার উঠিয়ে দেখা গেছে ২০১৮ সালে যে ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে, সে অষুধে ২০২০ পর্যন্ত মেয়াদ লাগানো হয়েছে। তাছাড়া অনেক সময় বিদেশ থেকে আমদানি করা ওষুধের প্যাকেটে কোনো ধরনের উৎপাদন তারিখ বা মেয়াদের তারিখ থাকে না।

 

জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, ‘আমাদের দেশে যারা ওষুধ বিক্রি করেন তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তারা কেউ লোকসান দিতে রাজি নয়। তাই অবিক্রীত ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রতারণা করে ভোক্তার কাছে বিক্রি করে দেন। এ জন্য ক্রেতাদের সচেতন থাকতে হবে। মেয়াদ দেখে ওষুধ কিনতে হবে।’ তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি জীবননাশের হুমকিতে পড়ছেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের কথা কল্পনাও করা যায় না। উন্নত দেশগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করলে কঠিন শাস্তি হয়। তাই বাংলাদেশেও কঠোর আইনের মাধ্যমে এই দুষ্কর্ম বন্ধ করতে হবে।’

 

সুত্র-যুগান্তর।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় শিশু অপহরণের ৩৬ ঘণ্টা পর জামালপুরে উদ্ধার

» নারীকে উত্যাক্তের প্রতিবাদ করায় গ্রাম আদালতের পেশকারকে কুপিয়ে জখম! 

» আমতলীর ১০ হাজার কৃষক পেল বীনামূল্যে সার ও বীজ!

» কদমতলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

» আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য আটক!

» শপথ নিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নব নির্বাচিত কমিটি

» শার্শায় প্রার্থীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

» বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শুরু

» মহান মে দিবস উপলক্ষে শার্শায় শ্রমিক ইউনিয়নের দিনব্যাপী কর্মসূচী

» ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী কে দেশে হস্তান্তর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৫ মে ২০২৪, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আর সারা দেশে এমন ফার্মেসির সংখ্যা আরও বেশি হবে। এসব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ভোক্তারা। পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। তাই এই অনিয়ম ঠেকাতে অধিদফতরের পক্ষ থেকে সারা দেশে তিন স্তরের তদারকি টিম গঠন করা হয়েছে। তারা ক্রেতা সেজে বা ঝটিকা অভিযানের মাধ্যমে ফার্মেসিগুলো তদারকি করবে। ওষুধ বিক্রিতে কোনো ধরনের অনিয়ম পেলেই ভোক্তা আইনের বিভিন্ন ধারায় কঠোর শাস্তি প্রদান করা হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে।

 

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার যুগান্তরকে বলেন, ‘নিয়মিত বাজার তদারকির এক বছরের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। অধিদফতর ভোক্তা আইনের বিভিন্ন ধারায় এ ধরনের অনেক প্রতিষ্ঠানকে শাস্তি দিয়েছে। অনেক প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এই প্রতারণা রোধে অধিদফতরের পক্ষ থেকে সারা দেশে তিন স্তরের তদারকি টিম গঠন করা হয়েছে। তারা ক্রেতা সেজে বা ঝটিকা অভিযানের মাধ্যমে ওষুধ বিক্রি তদারকি করবে।’

 

তিনি আরও বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সম্প্রতি আমরা তেজগাঁও এলাকার ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। এ সপ্তাহের মধ্যে পল্টন ও মিটফোর্ড এলাকার ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করব। এরপর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা আইনে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’

 

অধিদফতরের বাজার তদারকির তথ্য অনুযায়ী, গত ৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানকালে রাজধানীর ধানমণ্ডি ও শাহজাহানপুর থানার কিয়োর ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার প্যানকেয়ার মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ মার্চ শ্যামলীতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৯ মার্চ মুগদা এলাকার ভোলা ড্রাগ হাউস, ঢাকা ড্রাগ হাউস এবং রানা ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ১১ মার্চ বনানী এলাকায় বেস্ট ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অপরাধে ১২ মার্চ খিলক্ষেতের সিয়াম ফার্মেসিকে বন্ধ করে দেয়া হয়।

অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল যুগান্তরকে বলেন, ‘আমরা প্রতিদিন বাজার তদারকি করছি। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১ সদস্যরা।’

 

অধিদফতর সূত্রে জানা যায়, অসাধু বিক্রেতারা অনেক সময় মেয়াদোত্তীর্ণ ওষুধের গায়ে নতুন করে মেয়াদ সংবলিত স্টিকার লাগিয়ে তা বিক্রি করে। নতুন স্টিকার উঠিয়ে দেখা গেছে ২০১৮ সালে যে ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে, সে অষুধে ২০২০ পর্যন্ত মেয়াদ লাগানো হয়েছে। তাছাড়া অনেক সময় বিদেশ থেকে আমদানি করা ওষুধের প্যাকেটে কোনো ধরনের উৎপাদন তারিখ বা মেয়াদের তারিখ থাকে না।

 

জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, ‘আমাদের দেশে যারা ওষুধ বিক্রি করেন তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তারা কেউ লোকসান দিতে রাজি নয়। তাই অবিক্রীত ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রতারণা করে ভোক্তার কাছে বিক্রি করে দেন। এ জন্য ক্রেতাদের সচেতন থাকতে হবে। মেয়াদ দেখে ওষুধ কিনতে হবে।’ তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি জীবননাশের হুমকিতে পড়ছেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের কথা কল্পনাও করা যায় না। উন্নত দেশগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করলে কঠিন শাস্তি হয়। তাই বাংলাদেশেও কঠোর আইনের মাধ্যমে এই দুষ্কর্ম বন্ধ করতে হবে।’

 

সুত্র-যুগান্তর।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD