ফতুল্লার কাশীপুর এলাকার মূর্তিমান আতংকের নাম আল আমিন, সানাউল্লাহ খাজা মহিউদ্দিনগং। এরা কখনো ছাত্রলীগ আবার কখনো যুবলীগ পদ পরিচয় দিয়ে দাবড়িয়ে বেড়ায় পুরো এলাকা। প্রভাবশালী মহলের নাম ভাঙ্গিয়ে চাদাঁবাজি,মাদক ব্যবসা,জোড়পুর্বক জমি দখলসহ চালাচ্ছে নানা অপকর্ম।
এদিকে যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতার সাথে আলাপকালে তারা জানান, আল আমিন,সানাউল্লাহ খাজা মহিউদ্দিনের যুবলীগ ও ছাত্রলীগের কোন পদ নেই। তার কখনো যুবলীগ নেতা ব্যবহার করেন। আবার কখনো ছাত্রলীগ নেতা বলেও দাবি করেন।
নাম প্রকাশ্যে অনিচিছুুক কাশীপুর এলাকার একাদিক স্থানীয় বাসিন্দারা জানান, আল আমিন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও কাশীপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলের উকিল জামাই, সানাউল্লাহ বোন জামাই ব্যাস তার ক্ষমতায় আর দলের নাম ভাঙ্গিয়ে পুরো কাশীপুর এলাকায় অপরাধমূলক কর্মকান্ড চালাচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। দলীয় নাম ও প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে ইতিমধ্যেই বনে গেছেন অঢেল সম্পত্তির মালিক। তারা যেখানেই খালি জমি দেখে সেখানেই নকল জাল দলিল বানিয়ে সেই জমিতে তাদের নাম দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দখল করতে জমি মালিকদের নানা ভাবে ভয়বিতি ও হুমকি প্রধান করে।
এমনই অভিযোগ তুলে ফতুল্লা মডেল থানায় লিখিত সাধারন ডায়েরী করে ফতুল্লার মধ্য নরসিংপপুর এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে তাসলিমা বেগম, মোঃ সাত্তার হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা, মোঃ আবু বকর সিদ্দিক মোল্লার মেয়ে রহিমা আক্তার জুই, মোঃ হাফিজ মিয়ার মেয়ে রাবেয়া বেগম, মোঃ হযরত আলীর ছেলে মোঃ ফরহাদ আলীগং। তারা অভিযোগ করেন নূর মোহাম্মদ এর ছেলে সানাউল্লাহ, খাজা মহিউদ্দিন, মৃত নূরু মিয়ার ছেলে মোঃ আল আমিনদের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করেন তারা খুবই খারাপ প্রকৃতির লোক ও ভূমি দস্যু। তাসলিমা বেগমের পিতা- মোঃ বাদশা মিয়া দলিল নং- ৭১১৬, ২৪/১১/১৯৯৭ইং এবং দলিল নং- ৩১০০, তারিখ: ০৩/০৫/১৯৯৫ইং মূলে নিম্ন তফসিল ভূক্ত ৩৩ শতাংশ সম্পত্তি ক্রয় করিয়া নামজারী নং- ৬৪২০/১২-১৩, তারিখ: ১৫/১১/২০১২ইং করাইয়া ভোগ দখল করাবস্থায়, তার পিতার নিকট থেকে দলিল নং-২৪৩, তারিখ: ০৭/০১/২০২১ইং মূলে নিম্ন তফসিল বর্ণিত ৩৩ (তেত্রিশ) শতাংশ হইতে ১৬.৫০ (ষোলো শতাংশ পঞ্চাশ পয়েন্ট) সম্পত্তি হেবা মূলে মালিক হইয়া ভোগ দখলে বিদ্যমান আছে। এছাড়াও তার সঙ্গীয় বাদীগণ নিম্ন তফলি বর্ণিত ও নিম্নে বর্ণিত পরিমাণ সম্পত্তি তাসলিমা বেগমের পিতা- মোঃ বাদশা মিয়া এর নিকট হইতে সাফ কবলা দলিল মূলে মালিক হইয়া ভোগ দখলে থাকাবস্থায় বিবাদীগণ ১৫/১৬দিন পূর্ব হইতে অবৈধভাবে সকলের মালিকীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি জোর পূর্বকভাবে দখলের পায়তারা করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত ১৫/০৫/২০২২ইং তারিখ সকাল আনুমানিক ১০ টার দিকে বিবাদীগণ তাদের উক্ত সম্পত্তি জোর পূর্বক বেআইনীভাবে দখল করিতে আসিলে, সকলে মিলে বাঁধা দেওয়ায় ভূমি দস্যুরা তাসলিমা বেগমসহ সবাইকে অশ্রাব্য ভাষায় গালমন্দসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।
উল্লেখ্য যে মাদক সেবনে আসক্ত আল আমিন। ২০১৮ সালে একটি অফিসের ভিতর মাদক সেবন করা অবস্থায় পুলিশের কাছে আটকও হয় এই নামধারী নেতা। পুলিশ সূত্রে জানা যায় এমনই আরো অনেক তথ্য। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ওই সময় প্রভাশালী মহলের তদ্ববীরে পুলিশের কাছ থেকে বেঁচে যায় আল আমিন।