স্টাফ রিপোর্টার:- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল তদন্ত কেন্দের বিপরীত দিকে অবস্থিত হুমায়ুনের মালিকানাধীন ট্রাক পার্কিং স্ট্যান্ডে প্রকাশ্যে মাদকের জমজমাট ব্যবসা চলছে বলে গোপন খবর পাওয়া গেছে। ট্রাক পার্কিং হিসেবে ভাড়া নিয়ে তবলপাড়া গ্রামের জামাই মজিদ মরণনেশা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। পার্কিং প্লেজে গাড়ি রেখে নিরাপদে চালক-হেলপারসহ মাদক সেবনকারীরা ইয়াবা সেবন করছে প্রতিনিয়ত। ট্রাক পার্কিং হিসাবে ব্যবসা শুরু করলেও বর্তমানে এর আড়ালে চলছে ইয়াবা ব্যবসা। প্রকাশ্যে এসব ব্যবসা করলেও তার প্রতিবাদে কেউ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। গোপন সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মদনপুর হইতে লাঙ্গলবন্দের উপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ঘেষে প্লানা পেট্রোল পাম্প সংলগ্ন অবস্থিত কামতাল তদন্ত কেন্দ্র। তার বিপরীত পশ্চিম পাশে বনলতা পেট্রোল পাম্প। পাম্প সংলগ্ন অবস্থিত সিদ্ধিরগঞ্জ আদমজী নগর এলাকার ব্যবসায়ী হুমায়ুনের মালিকাধীন ট্রাক পার্কিং স্ট্যান্ড। এই পার্কিং স্ট্যান্ডটি ভাড়া নেয় উপজেলা মুছাপুর ইউনিয়নের তবলপাড়া গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার মেয়ের জামাই মজিদ। প্রথমে মজিদ মিয়া একটি হোটেল ভাড়া নিলেও আস্তে আস্তে পুরো মাঠ ভাড়া নিয়ে ট্রাক পার্কিং স্ট্যান্ড বানিয়ে ফেলে। তারপর থেকে এখানে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলে মজিদ। এ বিষয়ে অভিযুক্ত মজিদ মিয়ার সঙ্গে তার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মাদকের এই প্রসিদ্ধ এলাকা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।