কালীগঞ্জে শাপলার অপরুপ দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- চারপাশে রং বেরংয়ের ছোট বড় বসতবাড়ি। মাঝখানে একখন্ড ডোবা জায়গা। স্থানটিতে যেন সকলের ময়লা ফেলার পালা চলে। কাজেই মহল্লাটিতে প্রবেশের একমাত্র রাস্তাটির পাশের এ স্থানটি সব সময় থাকতো দূর্গন্ধময়। যে কারণে পথচারীরাও এখানে আসলেই নাক আটকে ধরে দ্রুত স্থান ত্যাগ করতো। এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাঁচাতে এগিয়ে এসেছে এ মহল্লারই তবিবুর রহমান সবুজ নামের এক শিক্ষিত যুবক। তার বুদ্ধিমত্তায় আবর্জনায় ভরা এ ডোবাটি আজ পাল্টে গেছে। সবুজ এ স্থানটিতে লাল শাপলা লাগিয়ে আজ সৌন্দর্য্যে ভরা স্থানে পরিণত করেছে। এখন প্রতি সকালে যখন লাল টকটকে শাপলা ফোটে অপরুপ লাগে সে দৃশ্য এটাতে মুগ্ধ সবাই। কেননা পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা পেয়েছে তারা। ফলে এখন মহল্লাবাসীরা আর কেউ এখানে ময়লা ফেলে না। সবুজ ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের শাহাজামাল মিয়ার পুত্র। সেখানে গিয়ে দেখা যায়, যেন পাল্লা দিয়ে লাল টকটকে শাপলা ফুটে আছে। পথচারীরা থমকে দাঁড়িয়ে দেখছে সে অপরুপ দৃশ্য তবিবুর রহমান সবুজ জানায়, এলাকাটা আবাসিক। আর যাই হোক মহল্লাটা সুন্দর ও পরিপাটি হওয়া চাই। তাদের মহল্লার ভিতরের সকল স্থানই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো। কিন্তু তার বাসার পাশেই নাজমুল হুদা নামের এক শিক্ষকের পরিত্যক্ত অপেক্ষাকৃত নীচু একটি জমিতে সকলেই ময়লা ফেলতো। যে কারণে স্থানটি অত্যন্ত খারাপ দেখাতো। তাই সে ভাবতে থাকে এটা দূর করা প্রয়োজন। এমন কিছু করা দরকার যে কারণে বিবেকের তাড়নায় এখানে আর কেউ ময়লা ফেলবে না। স্থানটিতে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। তাই নিজেই পাশের গ্রামের একটি পুকুর থেকে ৩ বছর আগে লাল শাপলার কিছু লতি এখানে এনে পানির মধ্যে গেড়ে দেয়। এরপর থেকে গত ২ বছর ধরে যতদিন পানি থাকে ততদিন এখানে লাল শাপলা ফুটছে। দিন যত যাচ্ছে ক্রমেই জায়গাটিতে বিস্তার লাভ করছে উদ্ভিদ জাতীয় শাপলার লতিতে। সকাল হলেই লাল টকটকে শাপলায় ভরে যাচ্ছে। যখন শাপলা গুলো ফুটে থাকে তখন এর সৌন্দর্য্য অপরুপ লাগে। শিক্ষিত এই যুবক সবুজ জানায়, এখন সকলেই মুগ্ধ তাই বিবেকের তাড়নায় এখানে আর কেউ ময়লা ফেলে না। গোপনে কেউ ফেলতে আসলেও মহল্লাবাসীর নজরে পড়লে আর রেহাই নেই। ফলে আবর্জনায় ভরা জায়গাটি এখন হয়েছে পরিবেশ বান্ধব ও সৌন্দর্য্যপূর্ণ। এখানে আসলে পথচারীরা আগের মত তাড়াতাড়ি পার হওয়াতো দুরের কথা বরং খানিকটা থমকে দাঁড়িয়ে সৌন্দর্য্য দেখে মুগ্ধ হচ্ছে। এটা করতে তার কোন পয়সা খরচ হয়নি। কিন্তু স্থানটির শ্রীবৃদ্ধি ঘটেছে। মহল্লাবাসীদের একজন শাহাজান আলী জানান, পরিবেশ সুরক্ষায় আমরা অনেকে অনেক কিছু করি। কিন্তু সবুজ শুধু বুদ্ধি কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা করেছে। সবুজের এ কৌশলের প্রশংসা করতে হয়। সাজ্জাদুর রহমান নামের এক প্রতিবেশি জানান, সবুজের একটি কৌশলপূর্ণ কাজে অস্বাস্থ্যকর স্থানটি হয়ে উঠেছে দৃষ্টি নন্দন। এ ছাড়াও অনেকে এই ফুল ভেষজ চিকিৎসার জন্য তুলে নিয়ে যায়। এলাকার ওয়ার্ড কমিশনার আনোয়ার হোসেন জানান, পরিবেশ সুরক্ষায় আমরা অনেকে সময় পয়সা খরচ ও শ্রম দিয়ে থাকি। কিন্তু সবুজ এক পয়সাও খরচ না করেও আজ মহল্লার পরিবেশ রক্ষা করেছে। শুধু তাই নয় স্থানটি সৌন্দর্য্য মন্ডিত করে গড়ে তুলেছে। তার এ কৌশলের জন্য ধন্যবাদ জানাতে হয়।

সর্বশেষ সংবাদ



» আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এনসিপির

» ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করছে এনসিপি

» আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১

» কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

» নির্বাচনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশ প্রধান উপদেষ্টার

» কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদলের নব নির্বাচিত সহ সভাপতি হলেন আজিজুল হক মোড়ল

» সমবায় দিবসে ফতুল্লা বাজার নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির যোগদান

» দেশ গড়ার জন্য আমাদের সামনে মাদক একটি বড় চ্যালেঞ্জ –  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

»  কুতুবপুরে ১০ পঞ্চায়েত সমন্নয়ে মাদক বিরোধী আলোচনা সভা

» ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ৫,থানায় মামলা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৩ নভেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে শাপলার অপরুপ দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- চারপাশে রং বেরংয়ের ছোট বড় বসতবাড়ি। মাঝখানে একখন্ড ডোবা জায়গা। স্থানটিতে যেন সকলের ময়লা ফেলার পালা চলে। কাজেই মহল্লাটিতে প্রবেশের একমাত্র রাস্তাটির পাশের এ স্থানটি সব সময় থাকতো দূর্গন্ধময়। যে কারণে পথচারীরাও এখানে আসলেই নাক আটকে ধরে দ্রুত স্থান ত্যাগ করতো। এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাঁচাতে এগিয়ে এসেছে এ মহল্লারই তবিবুর রহমান সবুজ নামের এক শিক্ষিত যুবক। তার বুদ্ধিমত্তায় আবর্জনায় ভরা এ ডোবাটি আজ পাল্টে গেছে। সবুজ এ স্থানটিতে লাল শাপলা লাগিয়ে আজ সৌন্দর্য্যে ভরা স্থানে পরিণত করেছে। এখন প্রতি সকালে যখন লাল টকটকে শাপলা ফোটে অপরুপ লাগে সে দৃশ্য এটাতে মুগ্ধ সবাই। কেননা পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা পেয়েছে তারা। ফলে এখন মহল্লাবাসীরা আর কেউ এখানে ময়লা ফেলে না। সবুজ ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের শাহাজামাল মিয়ার পুত্র। সেখানে গিয়ে দেখা যায়, যেন পাল্লা দিয়ে লাল টকটকে শাপলা ফুটে আছে। পথচারীরা থমকে দাঁড়িয়ে দেখছে সে অপরুপ দৃশ্য তবিবুর রহমান সবুজ জানায়, এলাকাটা আবাসিক। আর যাই হোক মহল্লাটা সুন্দর ও পরিপাটি হওয়া চাই। তাদের মহল্লার ভিতরের সকল স্থানই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো। কিন্তু তার বাসার পাশেই নাজমুল হুদা নামের এক শিক্ষকের পরিত্যক্ত অপেক্ষাকৃত নীচু একটি জমিতে সকলেই ময়লা ফেলতো। যে কারণে স্থানটি অত্যন্ত খারাপ দেখাতো। তাই সে ভাবতে থাকে এটা দূর করা প্রয়োজন। এমন কিছু করা দরকার যে কারণে বিবেকের তাড়নায় এখানে আর কেউ ময়লা ফেলবে না। স্থানটিতে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। তাই নিজেই পাশের গ্রামের একটি পুকুর থেকে ৩ বছর আগে লাল শাপলার কিছু লতি এখানে এনে পানির মধ্যে গেড়ে দেয়। এরপর থেকে গত ২ বছর ধরে যতদিন পানি থাকে ততদিন এখানে লাল শাপলা ফুটছে। দিন যত যাচ্ছে ক্রমেই জায়গাটিতে বিস্তার লাভ করছে উদ্ভিদ জাতীয় শাপলার লতিতে। সকাল হলেই লাল টকটকে শাপলায় ভরে যাচ্ছে। যখন শাপলা গুলো ফুটে থাকে তখন এর সৌন্দর্য্য অপরুপ লাগে। শিক্ষিত এই যুবক সবুজ জানায়, এখন সকলেই মুগ্ধ তাই বিবেকের তাড়নায় এখানে আর কেউ ময়লা ফেলে না। গোপনে কেউ ফেলতে আসলেও মহল্লাবাসীর নজরে পড়লে আর রেহাই নেই। ফলে আবর্জনায় ভরা জায়গাটি এখন হয়েছে পরিবেশ বান্ধব ও সৌন্দর্য্যপূর্ণ। এখানে আসলে পথচারীরা আগের মত তাড়াতাড়ি পার হওয়াতো দুরের কথা বরং খানিকটা থমকে দাঁড়িয়ে সৌন্দর্য্য দেখে মুগ্ধ হচ্ছে। এটা করতে তার কোন পয়সা খরচ হয়নি। কিন্তু স্থানটির শ্রীবৃদ্ধি ঘটেছে। মহল্লাবাসীদের একজন শাহাজান আলী জানান, পরিবেশ সুরক্ষায় আমরা অনেকে অনেক কিছু করি। কিন্তু সবুজ শুধু বুদ্ধি কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা করেছে। সবুজের এ কৌশলের প্রশংসা করতে হয়। সাজ্জাদুর রহমান নামের এক প্রতিবেশি জানান, সবুজের একটি কৌশলপূর্ণ কাজে অস্বাস্থ্যকর স্থানটি হয়ে উঠেছে দৃষ্টি নন্দন। এ ছাড়াও অনেকে এই ফুল ভেষজ চিকিৎসার জন্য তুলে নিয়ে যায়। এলাকার ওয়ার্ড কমিশনার আনোয়ার হোসেন জানান, পরিবেশ সুরক্ষায় আমরা অনেকে সময় পয়সা খরচ ও শ্রম দিয়ে থাকি। কিন্তু সবুজ এক পয়সাও খরচ না করেও আজ মহল্লার পরিবেশ রক্ষা করেছে। শুধু তাই নয় স্থানটি সৌন্দর্য্য মন্ডিত করে গড়ে তুলেছে। তার এ কৌশলের জন্য ধন্যবাদ জানাতে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD