নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার বলেছেন, রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। মানুষের সেবা করলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। লুটপাট ও অবৈধভাবে টাকার পাহাড় গড়া মানেই রাজনীতি নয়। নেতৃত্ব হচ্ছে এক ধরণের আমানত। এজন্য রাজনীতিকদের সৎ ও চরিত্রবান হতে হয়। আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। রবিবার ২২ সেপ্টেম্বর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-৪৩৭১) এনায়েতনগর ইউনিয়ন শাখার কার্যালয় পরিদর্শন করে এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম কিবরিয়া সাত্তার আরো বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে সুখ-দুঃখ ভাগাভাগি করে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠন হচ্ছে একটি পরিবারের মত। তিনি কমিটির সকলকে একে অপরের পাশে থাকার জন্য আহবান জানান।
জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শারজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক লাবু আহমেদ রাজু ও শ্রমিক নুরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এনায়েতনগর ইউনিয়ন শাখার উপদেষ্টা আমান কন্ট্রাকটর, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রফিক মীর, ক্রীড়া সম্পাদক মনির হোসেন মন্টু, প্রচার সম্পাদক, নাসির উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম, সদস্য ওমর আলী, মমিনুল, ইউনুস, শফিকুল কন্ট্রাকটর, শহিদ, আল-আমিন, আতাউর রহমান, নাসির, জসিম সরদার, সুশীল, মিজান প্রমুখ।