মোঃ ওমর ফারুক :- শরীয়তপুরের নড়িয়ায় বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার মেধাবী ও অস্বচ্ছল ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম পাইক, নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়, সরোজ কুমার ভৌমিক, নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা খানম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সহ সমাজের অস্বচ্ছল ও অসহায় মানুষের জন্য করে।