রাংঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাসিন্দা শুকুর দেওয়ান (৭০) ও তার স্ত্রী ছহুরা বেগম (৬৬) একমাত্র ছেলের প্রতারণার শিকার হয়ে ভিটেমাটি সহ সকল সম্পত্তি হারিয়ে এখন গোয়াল ঘরে অস্বাভাবিক অবস্থায় জীবন কাটাচ্ছে।
ঘটনা চক্র থেকে জানতে পারাযায় শুকুর দেওয়ন ও তার স্ত্রীর চার মেয়ে ও এক ছেলে থাকার কারণে তার সম্পত্তি সব অংশ তার ছেলেকে লিখে দেয়। পরে শুকুর দেওয়ানের চার মেয়ে ও তার বড় ভাই( তাজেম আলী দেওয়ান) সম্পত্তির লোভে তার ছেলে হোসেনের নামে মামলা দেয়। একমাস জেল খাটার পর হোসেন দেওয়ান তার সম্পত্তি তার চাচাতো ভাই জসিম দেওয়ান এর কাছে বিক্রি করেন ।এরপর ভিটেমাটি ছাড়া হয়ে তার বাবা-মাকে তার বোন রোকেয়ার কাছে রেখে হোসেন দেওয়ান ঢাকা চলে যায়। তারপর থেকে ছেলে হোসেন দেওয়ান তার বাবা-মার প্রতি কোনো খোঁজখবর নেয়নি এবং তার ফোন বন্ধ রেখেছেন।
স্থানীয় লোক সূত্রে জানা যায় শুকুর দেওয়ানের চার মেয়ে ও তার ভাই তাজেন আলী দেওয়ান জসিম দেওয়ান এর নামে মামলা দিয়ে সম্পত্তি আবার রিটার্ন নিয়ে যায়। পরে তার মেয়ে রোকেয়া তার বাবা-মাকে কয়েকমাস খাওয়ানোর পর শুকুর দেওয়ান ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়।এরপর কারো কাছে আশ্রয় না পেয়ে শুকুর দেওয়ান ও তার স্ত্রী তার নিজ বাড়িতে চলে আসেন এবং তার ভাই তাজিম আলী দেওয়ান এর কাছে আশ্রয় চান।
কিন্তু তাকে আশ্রয় না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় । তারপর পাশের বাড়িতে বেশ কয়েকদিন থাকেন শুকুর দেওয়ান ও তার স্ত্রী। কিন্তু সেখানে গিয়ে তাজেম আলী দেওয়ান তাদের বাড়ি থেকে বের করে দিতে বলেন নয়তো তাদের মামলার হুমকি দেয়। মামলার ভয় তারা বাড়ি থেকে তাদের বের করে দেয়। তারপর বেশ কয়েক্ত না খেয়ে রাস্তায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকায় স্থানীয় লোকজন ইব্রাহিম হাওলাদার এর গোয়াল ঘরে থাকার জন্য স্থান করে দেয়।
বর্তমানে দেখা গেছে শুকুর দেওয়ান ও তার স্ত্রী অসুস্থ অবস্থায় গোয়াল ঘরে আছেন এবং চিকিৎসার জন্য তাদের সহযোগিতা দরকার তিনি মিডিয়া সহ আরো অনেক মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন।