নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে। রোববার অষ্টমীর দিন প্রত্যেকটি পূজামন্ডপে দর্শনার্থীদের ভীড় লক্ষ করা গেছে।
পূজা উপলক্ষে রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন বারঘরিয়া, রাণীহাটি ও মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় হারুনুর রশীদ হারুন এমপি ও ইউএনও আলমগীর হোসেন বিভিন্ন পূজামন্ডপে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। কমিটির নেতৃবৃন্দও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।