নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো. মাসিদুল হক নিখিলের নেতৃত্বে ১১ অক্টোবর শুক্রবার বিকেলে গণসংযোগ ও প্রচারণা মিছিল বের করা হয়। ডালিম প্রতীকের প্রার্থী নিখিলের মিছিলে ব্যাপক মানুষ অংশ নেন। ১৫ নং ওয়ার্ডের হাসপাতাল রোড থেকে মিছিলটি বের হয়ে ওয়ার্ডেও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আগামী ২০ অক্টোবর রোববার পৌরসভার ১৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। কাউন্সিলর মো. ইউনুসুর রহমান গত ৭ এপ্রিল মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়। আসন্ন উপ-নির্বাচনে প্রয়াত কাউন্সিলর মো. ইউনুসুর রহমানের ভাগিনা মো. মাসিদুল হক নিখিল লড়াই করছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার স্থায়ী বাসিন্দা মো. তোফাজ্জুল হোসেনের ছেলে, জনম দুঃখী ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসিদুল হক নিখিল। প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন মহল্লার বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। এ ওয়ার্ডে অন্য প্রার্থীরা হলেন, মো. আব্দুল বাশির, আলহাজ্ব মো. ইকবাল হোসেন ছোটকু, মো. আজিজুর রহমান।