নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাদারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেছেন,সন্তানের জীবন নিরাপদ রাখার দায়িত্ব বাবা-মায়ের। প্রত্যেক বাবা-মায়েরই উচিত ছেলে-মেয়েদেরকে খেলাধূলার মনোনিবেশ করে দেয়া। কেননা সন্তানের ভবিষ্যত ভাল রাখতে খেলাধূলার বিকল্প নাই। শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সোনাকান্দায় ঐতিহ্যবাহী শের-এ বাঙলা ফুটবল একাডেমির উদ্বোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলোয়ারদের উদ্দেশ্য করে টিটু আরো বলেন,খেলোয়াররা সমাজে সবচেয়ে বেশি মূল্যায়িত হয়ে থাকে। একজন রাষ্ট্র প্রধাণকে মানুষ যতটুকু না চিনে তার চেয়ে বেশি চিনেন একজন খেলোয়ারকে। উদ্বোধক হিসেবে ছিলেন প্রবীণ সমাজ সেবক সামসুদ্দিন আহমেদ। শের-এ বাঙলা ক্লাবের সভাপতি মোশারফ হোসেন খোকার সভাপতিত্বে এনামুল হক রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,জাতীয় ফুটবলার রবিউল হোসেন,গোলাম গাউস,জাকির হোসেন,শহীদ হোসেন,আমানউল্লাহ আমান,আজমতউল্লাহ খন্দকার,বাংলাদেশ নৌ বাহিনীর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক,শের-বাঙলা ক্লাবের উপদেষ্টা ডাঃ মুজাম্মল হক,এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মুজিবুর রহমান,উপদেষ্টা এড.নূরুল আমিন,তাজ মোহাম্মদ,যুব্ ও ক্রীড়া মন্ত্রাণালয়ের কর্মকর্তা আলী আশরাফ তৌহিদ,এড.হাবিব আল মুজাহিদ পলু,ডাঃ রফিকুল ইসলাম শ্যামল,বাবসায়ী এস এম রানা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী পারভেজ আলম,রোটারিয়ান ফিরোজ আল মুজাহিদ দুলাল,মোঃ অলিউল্লাহ।