উত্তম কুমার হাওলাদার:- পটুয়াখালীর কলাপাড়ার মেধাবী ছাত্র ওমর ফারুক। সে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনী ছাত্র। এ বছরের শুরুতে ২০১৯ সালে দুরারোগ্যব্যাধিতে তার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। এক রৌদ্রজ্জ্বল সকালে যখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষণিক সময়ের জন্য সুস্থ্য হলেও আবারও সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারদের পরামর্শে তাকে নেয়া হয় ঢাকায়। সেখানে ধরা পড়ে তার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে।
যে বয়সে সহপাঠীদেরর সাথে হৈ-হুল্লোর, খেলাধুলা করে সময় কাটানোর কথা, সেই বয়সে ঘরের জানালা দিয়ে সমবয়সীদের স্কুলে যাওয়া দেখে আর নীরবে কাঁদে। শারীরিক অক্ষমতায় হাঁটা চলা ও খেলাধুলার উপর বিধিনিষেধ থাকায় মায়ের কোলেই দিন কাটে। তার দু’চোখে ফুটে উঠেছে তার বেঁচে থাকার আকুতি।
ওমর ফারুকের মা শেফালী বেগম জানায়, প্রায় তিন বছর আগে তার স্বামী কালামকে হারিয়েছেন। সন্তনের মুখের দিকে চেয়ে কঠোর শ্রম বিক্রি করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলো। ছেলের এ অসুস্থতায় সে ভেঙ্গে পড়ে। নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে ছেলের চিকিৎসা করালেও টাকার অভাবে বন্ধ হয়ে যায় ওমরের চিকিৎসা। এতে ক্রমশ মৃত্যু দিকে পতিত হয় ওমর ফারুক। ছেলের চিকিৎসা খরচ যোগাতে অষ্টম শ্রেণি পড়–য়া মেয়ে রিয়ামনিরও পড়া লেখা বন্ধ হয়ে গেছে।
এ অসহায় পরিবারের দূরাবস্থা নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ করলে এগিয়ে আসেন কলাপাড়ার বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সদস্যরা। তাঁরা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে সহায়তা প্রার্থনা করে। শিক্ষার্থীরা একদিনের টিফিনের টাকা ওমরের চিকিৎসা সহায়তা ফান্ডে প্রদান করেন। একই সাথে এগিয়ে আসে সমাজের দানশীল ব্যক্তিরা।
কিন্তু চিকিৎসা পরবর্তী ওমরের আরও কয়েক লাখ টাকা দরকার। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন কলাপাড়া বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সদস্যরা।