নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আগামীকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন। আইনশৃঙ্খলা রক্ষার্থে ইতোমধ্যে পুলিশের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা পুলিশ লাইন্স মাঠে রোববার সকালে সকল কেন্দ্রের দায়িত্বরত অফিসার ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম। অন্যদিকে উপজেলা প্রশাসনও সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠাতে শুরু করেছেন।
এ ব্যাপারে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম জানান, নির্বাচনের সব ধরণের প্রস্তুতি পুলিশের সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকল অফিসারদের এলার্ট করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ প্রহরায় সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। তিনি আরো জানান, ভোট কেন্দ্রের আশপাশে কেউ অরাজগতা বা প্রচারণা চালালে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আইনশৃঙ্খলাসহ পরিবেশ ঠিক রাখতে গোয়েন্দা শাখাসহ অন্যান্য বাহিনী মাঠে থাকবে।
পুলিশ সুপার আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-সোনামসজিদ মহাসড়ক ছাড়া সড়কে ৯ ধরণের যানবাহন চলাচল আজ রাত ১২টা থেকে বন্ধ থাকবে। অবাধ, সুষ্ঠ নির্বাচনের জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম।