নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা জাসদের উদ্যোগে দূর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, চাঁদাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকের দাপটসহ সামাজিক অনাচার, অবিচার বন্ধ ও সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একটি গণমিছিল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির, কর্ণেল তাহের সংসদের সভাপতি নিয়ামুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা সভাপতি আব্দুল মজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, যুগ্ন সম্পাদক সোমা সুলতানা, পলিটেকনিক কলেজ শাখার সভাপতি তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।