মোঃ ওমর ফারুক:- আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী “- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে বুধবার ১৬ অক্টোবর সকাল ১১ টার সময় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান,খাদ্য কর্মকর্তা (ভারপাপ্ত) মোঃ কামরুল ইসলাম।
বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার খাদ্য ও কৃষি বান্ধব সরকার, প্রধানমন্ত্রীর উদ্যোগের কারনে আজ দেশের মানুষ ফরমালিন মুক্ত সকল প্রকার খাবার খাচ্ছে এবং সকল মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।