সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রসূলবাগ রওজাতুল উলূম মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের ১০নং ওর্য়াডের গোদনাইল রসূলবাগ এলাকায় এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন র্বনলাী টেক্স টাইলের এমডি হারুন-অর-রশিদ, নাসিক প্যানেল মেয়র বিভা হাসান, মিনুয়ারা বেগম, ১০নং ওর্য়াড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, ৮নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাজী মহিউদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, মোহাম্মদ নুর আলী, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, হাজী মোহাম্মদ ইসহাক মিয়া, হাজী মোহাম্মদ মনির হোসেন, হাজী মোহাম্মদ এবিএম ইউনুস, বায়েজিত আহাম্মেদ, মোহাম্মদ জাকির হোসেন মাদবর, মোহাম্মদ হেলালউদ্দিন মাদবর, মোহাম্মদ জসিম উদ্দিন, হাজী আব্দুল মান্নান, মোহাম্মদ মাহবুব, নাসিক ইঞ্জিঃ নাজমুল ইসলাম ও মোহাম্মদ মিন্টু প্রমূখ।
মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে চিত্তরঞ্জন খেলার মাঠ পরির্দশন করেন মেয়র এসময় এলাকা বাসীর সাথে কথা বলেন তিনি। এর আগে১০নং ওর্য়াডের মিনি শিশুর্পাক, চৌধুরীবাড়ী রেল লাইন আর্দশ বাজার হইতে শহীদুল্লা সাউদ স্মৃতি সংসদ পর্যন্ত রাস্তার কাজ পরির্দশন করেন তিনি।





















