মেহেদী হাসান, রাঙ্গাবালী:- দীর্ঘ ২২ দিন ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার পর গতকাল রাত ১২ টায় শেষ হয়েছে নিষেধাজ্ঞা । রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্তরের জেলেরা আইন মেনে শান্তিপূর্ণভাবে এই নিষেধাজ্ঞা পালন করেন। তারা তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে গতকাল মধ্যরাত নাগাদ তারা ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।
রাঙ্গাবালী উপজেলার বেশিরভাগ মানুষই মাছধরা পেশার সাথে জড়িত থাকায় দীর্ঘ ২১ দিন ধরে তাদের অলস সময় পার করতে হয়েছে। কোন কোন পরিবার আছে যারা একমাত্র ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে সংসার চালায় এবং তাদের জীবিকা নির্বাহ করেন। রাঙ্গাবালী উপজেলার কিছু কিছু পরিবার আছে যাদের উপার্জন করার অন্য কোন পথ না থাকার কারণে দীর্ঘ ২১ দিন অবরোধ থাকায় তাদের একটু কষ্ট হয়েছে সংসার চালাতে।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জেলেদেরকে চাল বিতরণ করা হয়েছে তাই তাদের তেমন একটা বেশি কষ্ট হয়নি।
সকাল নাগাদ সরেজমিনে দেখা গেছে রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদীতে বিশেষ করে আগুনমুখায় অনেক জেলেদের কে মাছ ধরতে দেখা গেছে।কেউ কেউ আবার বড় ভোট নিয়ে সাগরে চলে গেছেন। যদিও বা সাগরের এখন মাছের সংখ্যা খুবই কম তারপরেও শেষবারের মতো একটু দেখেন হয়তোবা কারো কারো ভাগ্য খুলে যেতে পারে।তবে আগুনমুখা নদী তে বেশিরভাগ জেলেদের দেখা গেছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে তারা মাছ ধরতে গেছে সবার মুখেই আনন্দের মুখরতা দেখা গেছে।
এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুলইসলাম বলেন, ‘বুধবার মধ্যরাত থেকে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে।এতে রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্তরের জেলেরা নিষিদ্ধ সময়ে নৌকা ও জাল মেরামত কাজে ব্যস্ত ছিলেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। ট্রলার মালিকসহ জেলেদের আন্তরিক সহযোগিতায় এবারের অবরোধ সফল হয়েছে বলে আমি মনে করি।





















