নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের আয়োজনে মাদক বিরোধী র্যালি হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে র্যালিটি বিনোদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণ ও পথ সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা।
এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম তানভীর, দপ্তর সম্পাদক জুলকার নাঈম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ রেজা, বিনোদপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন রাহাত, ভারপ্রাপ্ত সভাপতি হানিফ।
আরো উপস্থিত ছিলেন, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাজিম আলীসহ বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের শতাধীক নেতৃবৃন্দ। সভায় বক্তারা শিবগঞ্জসহ সকল ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছাত্রলীগ নেতৃবৃন্দ রয়েছে বলে জানান।