নিজস্ব সংবাদদাতা : ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ এই স্লোগানকে সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক লোকজন নিয়ে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন। শনিবার ১ ফেব্রুয়ারি বাদ যোহর ফরিদ আহম্মেদ লিটনের নেতৃত্বে ধর্মপ্রাণ মুসল্লিরা ফতুল্লা পাইলট স্কুলের সামনে থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রওনা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মোঃ ইদ্রিস মেম্বার, ইমাম জুবায়ের হোসেন আনোয়ারী, প্রবীণ শিক্ষক মোঃ সাহাবুদ্দিন, ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১, ২ ও ৩ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, রওজাতুল আতফাল মাদ্রাসার মোহতামিম মোঃ জামাল উদ্দিন, ফতুল্লা রেলস্টেশন বাজার জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান, সাহারা সিটি জামে মসজিদের ইমাম মোঃ শাহ-আলম, দাপা কবরস্থান জামে মসজিদের ইমাম নাছির উদ্দিন ফিরুজী প্রমুখ।
সংশ্লিষ্ট আলেমদের মতে, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য বাংলাদেশে ব্যাপক আন্দোলনের পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়্যাত বাংলাদেশ শনিবার ১ ফেব্রুয়ারি বাদ যোহর নারায়ণগঞ্জে এ সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হেফাজতের আমীর আল্লামা আহমদ শফি।





















